![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মফস্বলের ছোট-খাট স্কুলের তথাকথিত ভাল ছাত্র হওয়ার দুর্ভোগ অনেক।
একদিকে জ্ঞানের স্বল্পতা, স্বভাবসুলভ জড়তার কারণে অভিজাত মেধাবীদের কাতারে ঠাই পাওয়া যায় না, অন্যদিকে নিজের 'ভাল ছেলে' তকমা গায়ে রাখতে গিয়ে কৈশোরের অনেক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে হয়।
প্রথম ভাল লাগা সহপাঠিনীর দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস-ই ছাড়তে হয়, সাহস করে মনের কথাটা বলা আর কোনদিন হয়ে উঠে না।
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গোল্ডলিফে সুখটান দেয়া হয় না, টিউশনির অজুহাতে মুখ লুকিয়ে কোন রকমে পালাতে হয়। দিন বদলায়, মফস্বলের ছেলেটি ঢাকায় আসে।
হঠাত পাওয়া স্বাধীনতা কিংবা নাগরিক পরিচয়হীনতার সুযোগে খোলস ছেড়ে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে।
একদিকে বুকের মধ্যে আগের জীবনের স্মৃতি, আত্নপ্রকাশের উত্তেজনা অন্যদিকে দীর্ঘদিনের লালিত স্বপ্ন আর বাস্তবতার লড়াই।
কখনো বাস্তবতা জয়ী হয়, আবার কখনো ঘোরলাগা চোখে তারা হেঁটে বেড়ায় স্বপ্নের পথে।
জীবন সম্পর্কে অভিজ্ঞতাহীন একদল তরুণ ক্রমাগত পরিণত হয় অভিজ্ঞ যোদ্ধায়, সদর্পে নিজের অস্তিত্ব জানান দেয় নাগরিক সমাজে। ইট-কাঠের এই শহর অনেক কিছু-ই কেড়ে নেয়, বিনিময়ে চিনিয়ে দেয় নিজেকে।
©somewhere in net ltd.