নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস পোকার গল্প

প্রাচীন কালের অধিবাসী

আমি একজন মানুষ আর আমি পৃথিবীতে থাকি। এই আমার পরিচয়।

প্রাচীন কালের অধিবাসী › বিস্তারিত পোস্টঃ

পূবালী বারান্দা

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১০

শেষ বিল্ডিংটার মাথার উপর দিয়ে ডোব দিল সূর্য। গুধুলির আলোময় আকাশে দুচারটা কাক আর চরুই এখানে সেখানে উরে বেরাচ্ছে, দিনের শেষ খাবার টুকুপেটের ভিতর ভরে নিচ্ছে। পাশের রুম এর বারান্দায় বসে আছি।বৈশাখী হাউয়া খাচ্ছি আর শহুরে প্রকৃতি উপভোগ করছি।
আমি যে রুম এ থাকি ওইটার সাথে বারান্দা নাই। জানালা টা এমন টাইপ এ দেয়ালে ছিদ্র করেছে যে গরম কালের পূবালী হাওয়াটাও লাগে না। আর এই রুম এর বারান্দাটাই পূব দিকে।
অসাধারণ বৈশাখী বাতাসে মন ভরে উটছে। বারান্দায় ২ টা চেয়ার রাখা। একটায় বসে আরেকটাতে পা তুলে দিয়েছি। কোলের উপর ল্যাপটপ টা নিয়ে লিখতে বসেছি।
এই রুমটাতে খুব একটা আসা হয় ন, আসলেও বারান্দায় তো আসাই হয় না। একটু আগে কারেন্ট চলে গেল, এই রুম এ এসে দেখি কেও নাই। বারন্দায় এসে দেখি বাতাস ধুয়ে নিচ্ছে। ল্যাপটপ টা নিয়ে এসেই বসে পরলাম।
কাল রাতে বাসায় মিটিং হল, বড় ভাইরা জানাল এই বাসাটা সবাই মিলে ছেরে দিচ্ছে। আমাকেও দিতে হবে। সিদ্ধান্ত টা আমাকে তেমন বেশি নাড়া দেয় নি। কিন্তু এই মুহুরতে খারাপ লাগছে এই লুভনিয় জায়গাটা আবিষ্কারের পর এখন ছেরে যেতে হবে বলে।

সেদিন এক বন্ধু হঠাৎ জিজ্ঞাশ করল আমি বড় হয়ে কি হতে চাই। আমি এক কোথায় উত্তর দিলাম, বড় লোক হতে চাই। এতে বন্ধু একটু হেঁসে দিয়ে অবাক হল।কেন? মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় ডাক্তার হতে চায় তুই বড় লোক হতে চাস কেন?
আমি ওর উত্তর না দিয়ে জিজ্ঞেশ করলাম তুই কি হতে চাস বল?
ও বল্ল "আমি ইঞ্জিনিয়ার হতে চাই"
তার পর?
"তার পর অনেক নামি দামি একটা কোম্পানিতে অনেক টাকা বেতনের চাকরি পেতে চাই"
আমি বল্লাম এই তো তুই বড় লোক হতে চাস, আমি এত না পেঁচিয়ে তোকে সরা সরি বলে দিয়েছি। বন্ধু দেখলাম একটু চিন্তায় পরে গেল।
এই মুহুরতে এই বারান্দায় বসে খুব আফসোস হচ্ছে কবে বড় লোক হব কবে একটা সুন্দর বাসা করব কবে নিজের বাসার পূবালী বারান্দায় বসে পূবালী হাউয়া খেতে খেতে আরেকটা ব্লগ লিখব.....
শেষ বিল্ডিংটার মাথার উপর দিয়ে ডোব দিল সূর্য। গুধুলির আলোময় আকাশে দুচারটা কাক আর চরুই এখানে সেখানে উরে বেরাচ্ছে, দিনের শেষ খাবার টুকু পেটের ভিতর ভরে নিচ্ছে,
নিজের রুমের বারান্দায় বসে আছি আর বৈশাখী হাউয়া খাচ্ছি.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.