![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট্টো একটা বাচ্চার কান্না দেখে মনে প্রশ্ন জেগে উঠল,সে কেন কাঁদছে?জিজ্ঞেস করলেও সে বলতে পারবেনা জানি।এমন যদি হত,একেক ধরনের কান্নার জন্যে একেক রঙের জ্বল।এই যেমন ক্ষুদা লাগলে হবে যেকোনো একটি ফলের রঙ এর জ্বল।আবার ব্যাথায় কান্না পেলে তার রঙ হবে কালচে।কস্ট পেয়ে কান্নার জ্বলের রঙ হবে অনেকটা নীল।সুখের কান্নায় হবে রঙহীন জ্বল।আরো অনেক অনেক রঙ।তাহলে চোখের জ্বলের রঙ দেখে বোঝা যেত তার কান্নার কারন।
তাহলে মনে হয় মানুষের কান্নার অভিনয় আর দেখতে হতনা।
aarif chanchal
©somewhere in net ltd.