নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসাদ আরিফ

আসাদ আরিফ › বিস্তারিত পোস্টঃ

বাঁচিয়া থাকুক ভালবাসা।

২৫ শে মে, ২০১৬ রাত ১১:৪৯

ভালবাসা??
সে তো এক মহাপ্রলয়ের নাম।
কেহ পায়,কেহ পায় না।
আবার কেহ পেয়েও তার মূল্য বুঝে না।

ভালবাসা???
সে তো এক মরীচিকার নাম।
লহ তব ভালবাসা,খুজিয়া দেখো মরুর প্রান্তরে।
খুজিয়া পাবে নাকো ভালবাসা,এই ধরার অন্তরে।

ভালবাসা প্রত্যেক মানবের জন্য।
ভালবাসা এই ধরনীর জন্য।
ভালবাসা ব্যতীত এই ধরনীর সবকিছুই যেন মনে হয় শুন্য!!!

ভালবাসা হচ্ছে এই ধরনীর প্রাণ,
ভালবাসা ছাড়া কি হয়েছে কোন কিছুর সমাধান??
ভালবাসতে থাকো,ভালবেসে যেতে থাকো,
তাহলে এই ধরনীর কোন কিছু মন্দ হবে নাকো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.