নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের প্রোফাইল থেকে তুলে আনা কিছু কথা( ৩য় পর্ব)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৫

হৃদয় ছোঁয়া কি আর অত সহজ, হৃদয় কিন্তু ছোঁয়া যায় কখনো কখনো!! হাজার রঙের মানুষ দেখেছি, কিন্তু মন দেখেছি হিসেব ছাড়া। একই মনের অনেক গুলু রঙ।









৩য় পর্বে একটু ভিন্নতা আনতে চেয়েছি, সিরিয়াস + মজার একটা খিচুরি টাইপ ব্যাপার। জানিনা আপনাদের কেমন লাগবে। কেউ কেউ বলছিলেন ৫০ টা করে দিলে ভাল হয় , কিন্তু আমার মনে হয়েছে ৫০ টা বেশী হয়ে যায়!!? তবু একবার ট্রাই করলাম দেখি আপনারা কতটা বিরক্ত হন। :)









(১)অচিন....ঃ

আচ্ছা, এই ব্লগের মালিক কে... আমি নাকি জানা'পা



(২)ঘুড্ডির পাইলটঃ



আমি পাইলট তবে বিমানের না ঘুড্ডির।

আমি গতীময়, দুর্গম,অজেয়, ক্লান্ত কিন্তু বিরতীহিন।

(আমি কিন্তু আমার গল্পের চাইতেও বদ ! ঘাড়া ঘাড়ির অভ্যাস ছোটকাল থিকা। ক্যাচালের ধান্দায় কেউ আমার ব্লগে প্রবেশ করলে , তারে খুইজা বাইর কইরা ঘাড়ানি দিতে বেশি টাইম নিমুনা। মনে রাখবেন সামুর সবচাইতে বদ মানুষের ব্লগে আপ্নি প্রবেশ করেছেন। )





(৩)তারছেড়া লিমনঃ



জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা.....



(৪)প্রিন্স হেক্টরঃ



ক্যাচাল করতে চাইলে পূর্ন প্রস্তুতি লইয়া আইসেন। পরে ব্লেম করা চলবে না। আমি ভদ্র ব্লগার, তয় ছাগু আর ত্যানাপ্যাচানো পুলাপান দেখলে মাথা গরম হইয়া যায়।



(৫)সবুজ স্বপ্নঃ



থলের বিড়াল খুজতেছি



(৬)ভুং ভাংঃ



╬╬╬╬ দুনিয়াডা হুদাই ! ╬╬╬╬



(৭)জাওয়াদ তাহমিদ(আধ খানা ইঞ্জিনিয়ার!!)



সিরিয়াস কথাবার্তায় মন নাই। ফাইজলামি বেশি পছন্দ করি।



(৮)খায়ালামুঃ



যে নামই দেই সেটাই 'নট এভেইলেবল' !! রেগেমেগে-খায়ালামু !!



(৯)নাহোলঃ ( ভালো হইয়া গেছি গো.)



মানুষ বড়ই সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারত!



(১০)হাসানুরঃ



I am a Muslim Bloger not a Atheist !



(১১)মদনঃ



নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই



(১২)চেয়ারম্যান০০৭ঃ



যদি ও চেয়ারম্যান আমি ,টিন চুরি করিনা সো কারো ধার ধারি না :)



(১৩)লিন্‌কিন পার্কঃ (আমার সবকিছুতেই মাথা নষ্ট -_- !!)





বর্তমানে কমেন্টার হিসেবে আছি :))





(১৪)মশার কয়েলঃ



আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D



(১৫)স্বর্ণমৃগঃ



খুব ই সাধারণ একজন মানুষ।

কিন্তু কাছের কিছু মানুষের কাছে আমি শাখামৃগ থুক্কু! স্বর্ণমৃগের মতই দামী!



(১৬)লিচপেথঃ



যখন কোন মানুষ অতিরিক্ত হাসে , অকারনেই কোন খারাপ দিক দেখেও হাসে তাহলে সে ভিতরে অনেক একাকীত্ব বোধ করে



(১৭)অশ্রুহীন মনঃ



মানুষের দেয়া শাস্তি থেকে মানুষ বাঁচতে পারে, পালাতে পারে, উচ্চ আদালতে সে আপিলও করতে পারে। কিন্তু প্রকৃতির দেয়া শাস্তি থেকে মানুষ কোন দিন বাঁচতে পারেনা, কোথায় পালাতেও পারে না, কোন আদালতে আপিল করতে পারেনা...........



(১৮)রাসেল ( ........)ঃ



অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা



(১৯)ম্যাক্সমিরস্লাভঃ



আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন ।



(২০)হাইড্রোজেনঃ



I cannot give you the formula for success, but I can give you the formula for failure--which is: Try to please everybody.



(২১)অন্ধকার রাজপুত্রঃ



চোখের দেখায় দেখছ যাকেহয়তো কোন মরীচিকা, আঁধার পথেখুঁজছ যাকে হয়তোকোন বিভীষিকা। তাই বারণ করি বারে বারে এসো না এই অন্ধকারে হৃদয় যে মোর কৃষ্ণগহ্বর হারিয়ে যাবে চিরতরে...........



(২২)রুপসী বাংলাঃ





সব ই মায়া, মায়ার বেড়া জালে আমরা জড়িয়ে আছি আষ্টে পিষ্টে। মুক্তি নেই.........



(২৩)শরীফ মহিউদ্দীনঃ



‘মিনিষ্টার’ শব্দের মূল অর্থ ভৃত্য। বাঙলাদেশের মন্ত্রীদের দেখে শব্দটির মূল অর্থই মনে পড়ে



(২৪)সৌরভ ঠাকুরঃ



জীবনটা বড়ই প্যাঁচ খাওয়াইন্না! সিরাতুল মুস্তাকিম বানাইতে চাই.।



(২৫)সঞ্জয়ওঝাঃ



মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ।তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।







(২৬)নির্বাসন এ একাঃ



হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় না

হ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না।



(২৭) শাহরিয়ার নীলঃ



আমি ৪০ পাওয়া ক্লাশের সেই ছাত্র যার বাবা ছেলে ৪০ পাওয়ার খুশী তে গাড়ি কিনে আনে। ভুল বুঝবেন না মোটেও। যা দেখবেন সব ফাপড়, আলগা পার্ট। আমি ভবঘুরে অথবা নষ্ট একটি ছেলে। মেধাবী কিংবা জিনিয়াস হওয়ার খেলায় আমি অংশ নেই না।





(২৮) কামরুল ইসলাম (সুমন)ঃ



জীবনকে সহজ ভাবে নেয়া উচিত , জীবন থেকে তো আর জীবিত বের হতে পারবেন না so never take life seriously



(২৯) আজরাঈল আমিঃ



বান্দরের বাঁদরামি, ফাজিলের ফাইজলামি, ইবলিশের জাউড়্যামির ও একটা লিমিট থাকে। কিন্তু আমার মত আজরাঈলের কুনো লিমিট নাই। কারন আমার দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নাই। আমি নরমের ভক্ত শক্তের জম।



(৩০) ত্রিভকালঃ



আমি গ্রামের একজন সহজ সরল প্রথমশ্রেণীর আবুল, যে কিনা ছিঁড়া লেপের তলায় শুয়ে কোটিপতি হবার স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসে। কৃপণ, কাইষ্টা মানুষের নাকি অনেক টাকা পয়সা হয়, সে হিসাব অনুযায়ী আমি অক্সফোর্ড কোটিপতি হবো। নিজের টাকা নিজেই খাইয়ম ....



(৩১) দিপঃ(বিশ্বাস করো, আমি বেচে আছি!!!!!)



I always tell the truth. Even whn I lie.



(৩১) তাজা কলমঃ



আত্মনাং বিধিই হোক যাপিত জীবনের প্রেরণার উৎস



(৩২) শাহজাহান সাঈফঃ



যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম



(৩৩) ইমোশনঃ



জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন ।



(৩৪)ইমতিয়াজ ইমনঃ (কবিতায় শুরু কবিতা শেষ)



আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।



(৩৫) আরিফ্ ৯১ঃ



বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......



(৪০) একজন আরমানঃ



মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর !



(৪১) ভুল উচ্ছাসঃ



তার ফিরে আসা উপলক্ষে চলো আজ মধু পান করি, পান করি উষ্ম আলিঙ্গন !!



(৪২) প্রিন্সেস ফিওনাঃ



মানুষের জীবনে পরাজয় তখনই হয়, যখন সে পরাজয় বরণ করে নেয়...

(৪৩) ডানাহীনঃ



আমি ভাবতে চাই শান্তভাবে নিস্তব্ধতায়, সুবিস্তৃত পটভূমিতে, নির্বিঘ্নে, নিদ্রাতুর চেতনে, এক থেকে অন্য আরেকটিতে ছলকে যাব বলে, কোন প্রতিকুল বা প্রতিবন্ধক অনুভুতি ছাড়াই , ডুবে যেতে চাই গভীর থেকে গভীরতায়, পায়ের তলা থেকে বহুদুরে, নির্মম পৃথক বিচ্ছিনতায় ...



(৪৪) ফেরদৌসী কবীরঃ( ভালবাসা বড়ই সংক্রামক জিনিস। )



আমি বুড়া,তুই বুড়ী।

চল দুজনে মিলে সংসার করি।

আমি তোর পাকা চুল তুলবো, তু্ই আমার চশমা খুঁজে দিবি।



(৪৫) রোজেল০০৭ঃ (শেষ ভালো যার সব ভালো তার।শেষ দেখার অপেক্ষায়........)



সাদা কুয়াশা জ্যোস্না রাত দেয়ালে তোমার ছায়া আমি !!



(৪৬) নাজমুল নয়নঃ



হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...



(৪৭) পুরানপাপী (শুধু চেহারা বদল)ঃ (মাথা ব্যাথা সারাতে মাথা কেটে ফেলা উচিৎ)



জীবন সত্যিই পিকুলিয়ার:)



(৪৮) আদম_ঃ



রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।



(৪৯) শর্বরী-শর্মীঃ



নাস্তিক "প্রভাষক"-এর ঘরণী! নিজের আস্তিকতা নিয়েই সুখে আছি, জ্ঞানী হতে রাজী নই।



(৫০) মোঃ আলাউল হক সৌরভঃ



যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!!







১ম পর্ব যারা মিস করেছেন

২য় পর্ব যারা মিস করেছেন

মন্তব্য ১৩৬ টি রেটিং +২৯/-০

মন্তব্য (১৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৮

এম হুসাইন বলেছেন: পুত্তম প্লাসায়িত করলাম ভাইজান, বেফুক পরিস্রম করিয়াছেন--- :-/ :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩০

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রিয়েলি অনেক মজার। খুব ভাল হয়েছে। প্রিয়তে।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩১

আশিক মাসুম বলেছেন: আপনাদের ভাল লাগ্লেই কষ্ট করতে ভাল লাগে :)

কৃতজ্ঞতা জানিবেন আপু।

৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫

গ্রাম্যবালিকা বলেছেন: (৪৬) নাজমুল নয়নঃ

হৃদয়ের কথা সূর্যের মত যদি না বলিস ডুবে যাবে সন্ধার জলে...

ভালো তো, ভালোনা? ;)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৯

আশিক মাসুম বলেছেন: ভাল মানে অনেক ভাল , পুরা ভালর ছড়াছড়ি :P :P

৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: মজা পাইলাম, তয় আমারটা নাই বলে কষ্ট পাইলাম ;)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫০

আশিক মাসুম বলেছেন: হাহাহা কষ্ট পাইয়েন্না ভাই , কোন এক পর্বে থাকবে ইন্সাল্লাহ :)

৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৬

জাওয়াদ তাহমিদ বলেছেন: বেপক কস্ট করছেন মাসুম ভাই।


এক বস্তা ধইন্যা লন। :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৮

আশিক মাসুম বলেছেন: হাহাহা অর্ধেক ধইন্যা দিয়া দিলাম আপনা কে :)

৬| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৫

মাহবু১৫৪ বলেছেন: খুব ভাল কাজ

+++++++

৪ নং ভাল লাগা

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

আশিক মাসুম বলেছেন: ভাল লাগা দেখি আজকাল সবাই নাম্বারে গনে। :)


থেঙ্কু থেঙ্কু ।

৭| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

এক্সপেরিয়া বলেছেন: আরও চাই

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

আশিক মাসুম বলেছেন: চেষ্টা করে যাব যত দিন বিরক্ত না হবেন :)

৮| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০১

১১স্টার বলেছেন: ভালো লাগলো তয় আমারটা নাই বলে :(( :((

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

আশিক মাসুম বলেছেন: ভাই এক পোষ্ট -এ সবারটা কি দেওয়া যাবে ?? কোন এক পোষ্ট -এ ইনশাল্লাহ আপনার তাও লিখা হবে । :)

৯| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৩

আমিভূত বলেছেন: আজকে ভালো লেগেছে অশ্রুহীন মন এরটা

মানুষের দেয়া শাস্তি থেকে মানুষ বাঁচতে পারে, পালাতে পারে, উচ্চ আদালতে সে আপিলও করতে পারে। কিন্তু প্রকৃতির দেয়া শাস্তি থেকে মানুষ কোন দিন বাঁচতে পারেনা, কোথায় পালাতেও পারে না, কোন আদালতে আপিল করতে পারেনা...........

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

আশিক মাসুম বলেছেন: হা হা হা আমার কাছে ভুং ভাং এর টা বেশ অন্য রকম লেগেছে

╬╬╬╬ দুনিয়াডা হুদাই ! ╬╬╬╬



ভাল থাকবেন।

১০| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫

জাকারিয়া মুবিন বলেছেন:
ভালা হইছে রে

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

আশিক মাসুম বলেছেন: সিউর কচ্চেন তো? নাকি মজা লিছেন??

১১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা.....

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

আশিক মাসুম বলেছেন: হ ভাই সত্যি কিন্তু ............


জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা..... :P :P =p~

১২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৭

কালো ঘোড়ার আরোহী বলেছেন: আপাতত প্রিয়তে রাখি। পরে সময় করে পড়ে নেব।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের ফিডব্যাক পেলে ভাল লাগে।

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

জিয়া চৌধুরী বলেছেন: সুন্দর পোস্ট।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
৭ম প্লাস।।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

আশিক মাসুম বলেছেন: ভাই কাহিনী কি প্রোপিক পরিবর্তিত মনে হচ্ছে !!!?


+ এর জন্য ধন্যবাদ থাকলো :)

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আশিক ভাই গেয়ান বাড়লো আমনেরে ধইন্যা। :D :D ;)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

আশিক মাসুম বলেছেন: আহারে আপু তুমি যে পড়াশোনা করো !!! মাঝে মাঝে খুব চিন্তা করি এত গেয়ান রেখপেনে কনে??? :P :P =p~ =p~


অর্ধেক ধইন্যা তোমাক দিয়ে দিলাম। :)

১৬| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরে হ বলতে ভুইলা গেসিপেলাচ দিয়া গেসি কইলাম। B-)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

আশিক মাসুম বলেছেন: আজব এটা আবার বলতে হয় , আমার একটা পোষ্ট তোমার +++ না দিলে দিবেটা কে??? :)

১৭| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মজার বিষয়গুলোও নেয়াতে ভাল হয়েছে কিন্তু! প্লাসায়িত।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই একটু বেরিয়েসন আনতে চেয়েছি , আপনাদের ভাল লাগ্লে আমারো ভাল লাগে ।


প্লাসের জন্য ধন্যবাদ।

১৮| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

অনীনদিতা বলেছেন: খুব খুব ভালো লাগলো:)
অনেক কষ্ট করেছেন:)
একটু গলাটা ভিজিয়ে নেন;)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

আশিক মাসুম বলেছেন: আহা ধন্যবাদ ধন্যবাদ ,

লেবুর শরবত খুব ভাল লাগে ,




এটা আপনার জন্য ।

১৯| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

ডানাহীন বলেছেন: বিভূতিভূষণের জঙ্গল মনে হইতেছে .. কত রঙ বেরঙের থোকা থোকা বুনো ফুল ..

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

আশিক মাসুম বলেছেন: হাহাহা লজ্জায় লা হয়ে গেলাম উপমা শুনে।


অনেক ভাল থাকবেন ।

২০| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল হয়েছে আশিক মাসুম ভাই ...পোষ্টে প্লাস+++++

আপনার এই সিরিজটা বেশ ভাল লাগে....।

ধন্যবাদ .....ভালা থাকবেন......।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

আশিক মাসুম বলেছেন: হেই অনেক দিন আপনার সুন্দর লিখা পাচ্ছিনা , কি ব্যপার ??? নতুন লিখার অপেক্ষায় থাকলাম ।

২১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২

এরিস বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর ........................^infinity

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

আশিক মাসুম বলেছেন: সুন্দর তাও infinity , হাহাহাহা

মজা পাইলাম ।

২২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: নাহ ৫০টা পড়তে বিরক্ত হইনি । বরং কমি মনে হচ্ছে :)
১৩ তম ভাল লাগা

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

আশিক মাসুম বলেছেন: নিয়েল ভাই আপনেরা কইলে ১০০ টা কইরা দিমু , কারন এই সিরিজ আজীবন চালানুর ইচ্ছে নাই :P =p~

২৩| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

ইখতামিন বলেছেন:
তুমি তোমার প্রোফাইল মতোই নিজেকে গড়ো। কি ব্লগে, কি জীবনে.

অনেক মানুষের অনেক গুলো কথা একসাথে পড়তে পেরে খুব ভালো লাগলো. :)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

আশিক মাসুম বলেছেন: ইখতামিন ভাই অনেক কৃতজ্ঞতা জানবেন,
আর সব সময় ভাল থাকবে।

২৪| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: ১৫তম ভালো লাগা । :)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

আশিক মাসুম বলেছেন: হায়রে দুষ্ট পাইলট :)

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর সংকলন+

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

আশিক মাসুম বলেছেন: আপনার কাছে সুন্দর শুন্তেই কেমন যানি আন্যরকম এক অনুভূতি, অনেক ভাল থাকবেন ।

২৬| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

একজন আরমান বলেছেন:
রাফাত ভাইয়ের টা সেইরাম হইচে। =p~ =p~ =p~

প্রিয়তে নিলাম।

ও আর আমার লেখার শেষে আমার নাম দেন নাই কেন? ওইটা পুরাটাই আমার উক্তি !

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! - একজন আরমান

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

আশিক মাসুম বলেছেন: বেটা সব জাগাত খালি নাম খুজ কি জন্যি??? ইচ্ছে করেই নাম কেটে দিয়েছি । কারন নাম থাকলে লিখাটা কেমন যানি ধূসর বর্ণের হয়ে যায়।

২৭| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: ধইন্যা :)+

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

আশিক মাসুম বলেছেন: টিন চোর না হলেও আপনি যে গম চোর জাতী টের পাইয়ে গেছে :)

আপ্নাকেও ধন্যবাদ ব্রো , ভাল থাকবেন ।

২৮| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

হুমায়ুন তোরাব বলেছেন: amar nam koi ????
kosto pailam.

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

আশিক মাসুম বলেছেন: ভাই এক সাথ তো সবার টা দেওয়া সম্ভব না , ইনশাল্লাহ কোন এক পর্বে আপনার তাও থাকবে।


ভাল থাকবেন ।

২৯| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

সিয়ন খান বলেছেন: অনেক ভাল হইছে +++

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে । শুভ কামনা থালো।

৩০| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

মাক্স বলেছেন: পেলাচ ;) ;)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

আশিক মাসুম বলেছেন: ধইন্যা নিয়ে যান দেশি :)

৩১| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

স্বপনবাজ বলেছেন: বেফুক পরিস্রম করিয়াছেন--- :-/ :)

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

আশিক মাসুম বলেছেন: আহা একটু তো করেছি মনে হয় :)

৩২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

লাবনী আক্তার বলেছেন: ভালা হইছে!! পোস্টে +++++++++++++++++++++++++++++++++

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপু , কোন এক পর্বে আপ্নার ক্তহাও থাকবে আশাকরি।

৩৩| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

লিন্‌কিন পার্ক বলেছেন: :P :P

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

আশিক মাসুম বলেছেন: আমার সবকিছুতেই মাথা নষ্ট -_- !! হাহাহাহ

বেশী মাথা নষ্ট কইরেন্না।

৩৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ++++++

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

মামুণ বলেছেন: দারুন পোষ্ট চালায়া যান ।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই, আপনারা চাইলে চালিয়ে যাব ইনশাল্লাহ।

৩৬| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

লেখোয়াড় বলেছেন:
++++++++++

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

আশিক মাসুম বলেছেন: + এর জন্য ধন্যবাদ।

৩৭| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভাল লাগল রে ভাই।


১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ রইলো রে ভাই।

৩৮| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২

আরজু পনি বলেছেন:

খুব অল্প কথায় ব্লগারদেরকে বুঝতে গেলে তাদের প্রোফাইল দেখলেই চলে...ভালো কাজ করেছেন...চালিয়ে যান।।

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

আশিক মাসুম বলেছেন: চালিয়ে যাবার ইচ্ছে আছে।

৩৯| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

একজন আরমান বলেছেন:
আরে মিয়া বুঝেন না নিজের মার্কেটিং এর দরকার আছে না? ;) ;) ;)

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

আশিক মাসুম বলেছেন: ও আইচ্ছা তাই নাকি।

৪০| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

তারছেড়া লিমন বলেছেন: সিউর কচ্চি জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা..... কান্ডারী অথর্ব ভাই ইডা এখন আমার জীবন দর্শন..........আর কি কব বরাবরের মত মাসুম ভাই +++++++

স্বপ্ন চারি কোন এক সময়ের খেঁজে................................
হেঁটে চলেছি অবিরাম............
চেনা পথের অচেনা গলিতে.....
জীবনরে তুই মম বাঁশের বাঁশি...
..............................
শুধু প্রার্থণা করি খোদা
মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।।
..................................
বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ লিমন ভাই, জীবন একটা বাঁশ ঝাড়........খালি মুথা আর মুথা.....

৪১| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

অচিন.... বলেছেন: আমি দেহি ফাস্টু! B-)

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

আশিক মাসুম বলেছেন: জি ভাই ১০০% ফাস্টু।

৪২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :)

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

আশিক মাসুম বলেছেন: =p~ :P

৪৩| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ড. জেকিল বলেছেন: প্লাস ......সুন্দর হইছে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮

আশিক মাসুম বলেছেন: ভাল থাকবেন মিঃ জেকিল :)

৪৪| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

পেন্সিল চোর বলেছেন: আমি চোর বইলা আমার সাথে এই কি আচরণ!!
আমার কিছুই নাই!! :(( :(( :(( :(( :((

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

আশিক মাসুম বলেছেন: সেটা আপনি ভাল জানেন আপনার প্রোফাইল খুঁটিয়ে খুঁটিয়ে কিছুই পাইনাই। :)

প্রত্যাশা কোন একদিন পাব আপনার প্রিয় উক্তি । ভাল থাকবেন।

৪৫| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ফারজানা শিরিন বলেছেন: ৯)নাহোলঃ ( ভালো হইয়া গেছি গো.)
মানুষ বড়ই সস্তা, কেটে ছড়িয়ে দিলেই পারত!

(২৮) কামরুল ইসলাম (সুমন)ঃ
জীবনকে সহজ ভাবে নেয়া উচিত , জীবন থেকে তো আর জীবিত বের হতে পারবেন না so never take life seriously

(৪০) একজন আরমানঃ
মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর !

(৪৩) ডানাহীনঃ

আমি ভাবতে চাই শান্তভাবে নিস্তব্ধতায়, সুবিস্তৃত পটভূমিতে, নির্বিঘ্নে, নিদ্রাতুর চেতনে, এক থেকে অন্য আরেকটিতে ছলকে যাব বলে, কোন প্রতিকুল বা প্রতিবন্ধক অনুভুতি ছাড়াই , ডুবে যেতে চাই গভীর থেকে গভীরতায়, পায়ের তলা থেকে বহুদুরে, নির্মম পৃথক বিচ্ছিনতায় ...

জানি না এই চারজন ব্লগার কি যেন বলে গেলো।।???

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১২

আশিক মাসুম বলেছেন: হাহা ওনারা যা বলেছে তা ব্যাখ্যা করতে গেলে একটা পোষ্ট লিখে ফেলতে হবে :)

৪৬| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ৩১) দিপঃ(বিশ্বাস করো, আমি বেচে আছি!!!!!)

I always tell the truth. Even whn I lie. [/sb ]

+++++

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩

আশিক মাসুম বলেছেন: ভাল থাকবেন রাজ কন্যা।

৪৭| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অনীনদিতা বলেছেন: আমি আমাকে নিয়েই তো এখনও বেচে আছি । একদিনআমাকে নিয়েই চলে যাব । সেদিন খুঁজলেও আর পাবি না..........আমার ভার্চুয়াল ফ্যাক্টরিতে স্বাগতম । আমার মন খারাপের সময়টা এখানে আর ফেসবুকে কাটে । মাঝে মাঝে দু একটা লেখা তৈরি করতে ইচ্ছা হলে চলে আসি এখানে ।


এই লেখটা এ্যাড করতে পারেন:)

আইসক্রিমের জন্য অনেক অনেক ধন্যবাদ:)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫

আশিক মাসুম বলেছেন: কত দিন দেখিনা তোমায়
কত দিন ছুইনা ঐ মুখ আমার এই হাতে.....

এটাই পেলাম আপনার ব্লগ থেকে।



কমেন্ট এর লিখা কেমনে এড করি, পাবলিক রে একটা এবিডেন্স দেখানো লাগবেনা :)

৪৮| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার প্রয়াস। প্লাস!

আমারটা কি এখানে আসার মত?

Life is too short to be wasted in finding Answers. Enjoy the Questions!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

আশিক মাসুম বলেছেন: জি ভাইয়া অবশ্যই আসতে পারে, এবং চলে আসবে কোন এক সঙ্কলনে :)

৪৯| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

টানিম বলেছেন: হুম । ভালো ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

আশিক মাসুম বলেছেন: জি ভালইতো ভালনা ???


ভালো থাকবেন।

৫০| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: প্লাসায়িত করা হইল++++++++++++++

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০

আশিক মাসুম বলেছেন: আপনাকে ধন্যবাদের জোয়ারে ভাসানু হলো :)

৫১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২

খায়ালামু বলেছেন: পিলাচ গো ভাই.।।। ;)
এখন পাল্টায়া অতিভদ্র দিছি।। সামনে আবার পরীক্ষা কিনা।। সবার দোয়া কাম্য B-) :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

আশিক মাসুম বলেছেন: থেঙ্কু গো ভাই, ব্যপারনা পরিবর্তিত কথা গুলু নিয়ে আরেকটা সঙ্কলন করা যাবে :)

৫২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

শান্তা273 বলেছেন: ভালো লাগছে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ সান্তা আপু, আপনার জন্য অনেক শুভ কামনা থালো।

৫৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

অনীনদিতা বলেছেন: Click This Link
ভাইয়া,এই নিক থেকে নিয়েছি ঐ লেখাটা:)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

আশিক মাসুম বলেছেন: ও সুন্দর, নেক্সট পর্বে দিয়ে দিব।

৫৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগলো অনেক ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়। সুন্দর । অন্য গুলো ও সুন্দর ।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপু।


ভালো থাকবেন।

৫৫| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১১

*কুনোব্যাঙ* বলেছেন: আর ২টার চাইতে এই পর্বের কালেকশনগুলা বেশী পছন্দ হইল।

১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৮

আশিক মাসুম বলেছেন: হাহহা , সবকিছুই দিনে দিনে পরিবর্তিত হয়। যত সামনে আগাবেন তত মজা।

৫৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

মামুন রশিদ বলেছেন: সবগুলাই অভিনব, মজার । খুটে খুটে এইসব মজার প্রোফাইল ইনফো প্রকাশ করাটা প্রশংসার দাবী রাখে ।


লেখকের অসীম ধৈর্য্য দেখিয়া আমি টাসকিত :| :|

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

আশিক মাসুম বলেছেন: হাহাহা একদিনেতো করিনাই ভাইয়া, অনেক দিন ধরেই এতার কাজ করছি। এর মাঝে অনেকের লিখা গুলু পরিবর্তন ও করে ফেলেছে :)



আপনাদের প্রশংসা আমার কাজের গতি বারিয়ে দেয়, আর ভিন্ন কিছু করতে ইচ্ছে করে।

৫৭| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

আমি তুমি আমরা বলেছেন: +++

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ছুট্ট সোনা :)


৫৮| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

আদম_ বলেছেন: ধুর মিয়া! কি করছেন এসব! নাহ্ আপনাদের নিয়া আর পারা গেলনা। অল্প কয়ডা পেলাস ছিল, দুই-তিনডা থুয়ে আর সব গুলাই দিয়ে দিতে হচ্ছে।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

আশিক মাসুম বলেছেন: আদম ভাই,
রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আপনার এই লাইন টা খুব ভাল লেগেছে । অনেকেই দেখি প্রোফাইলে তেমন কিছু লিখেনা। আপনারা এমন সুন্দর সুন্দর স্ট্যাটাস এড করলেই আমার কাজটা আর সহজ হয়।



অনেক ভাল থাকবেন।

৫৯| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

ভুল উচ্ছাস বলেছেন: সুন্দর, তবে আমারটা তো নিয়মিত চেঞ্জ হয় আমার মনের উপর ডিপেন্ড করেই।



ভালো লাগা।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা ব্যপার না ব্রো, চেঞ্জ হলে আবার নতুন কোন সঙ্কলনে নতুন করে আবার আপনার নাম আসবে। আমার পোষ্ট গুলু নাহয় আপ্নাদের উচ্ছিষ্ট কথা গুলু জমিয়ে রাখলো :)



ধন্যবাদ আপনাকে।

৬০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

মদন বলেছেন: ওরে খাইসে, আমিও দেখি লিস্টে, আমি এখন সেলিব্রেটি ব্লগার :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

আশিক মাসুম বলেছেন: হ হের লাইগাই লিঙ্ক দিলাম।

৬১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

এ্যাপোলো৯০ বলেছেন: আমি নাই :-P

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০

আশিক মাসুম বলেছেন: নেক্সট কোন পর্বে থাকবেন ইনশাল্লাহ :)

৬২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++

১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ জানিবেন।

৬৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫

ভিয়েনাস বলেছেন: ভালো কাজ করেছেন,মেলা খাটনি গেছে :)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২০

আশিক মাসুম বলেছেন: হাহাহা কাহত্নির উপ্রেই আছি :)

৬৪| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

কালো ঘোড়ার আরোহী বলেছেন: আসতে অনেক দেরী হয়ে গেল।

খুবই ভালো লেগেছে এবারের পোস্টটা। সম্ভবত আগের দুটোর চেয়েও ভালো হয়েছে! :)

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

আশিক মাসুম বলেছেন: আরে ব্যাপার না এসেছন তো :)


অনেক অনেক ধন্যবাদ।

৬৫| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১০

নেক্সাস বলেছেন: বহু আগে এই ধরনের একটা পোষ্ট দিয়েছিলাম


সুন্দর

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

আশিক মাসুম বলেছেন: আপনার পোষ্ট দেখে হয়নি, সময় করে দেখে আসব ভাইয়া :)




অনেক ভাল থাকবেন ।

৬৬| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মনোয়ার মিলন বলেছেন: আগের গুলা বেশি ভাবুক ধাচের ছিলো । আর এইগুলা মিক্সড মনে হইছে । :-0 :!> চালিয়ে যান ।

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১

আশিক মাসুম বলেছেন: জি ভাইয়া সুরুতেই বলেছি এটা খিচুড়ি টাইপ :)

৬৭| ১৭ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আর্কিওপটেরিক্সের টা বলেন দেখি B-))

০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:০৮

আশিক মাসুম বলেছেন: চেষ্টা করতে হবে .... আমি একজন অনিয়মিত ব্লগার

৬৮| ০৫ ই জুন, ২০১৯ সকাল ১১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: দেন ট্রাই B-))

১২ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৭

আশিক মাসুম বলেছেন: দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.