নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

!! বিষাক্ত অক্সিজেন !!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

বিস্তীর্ণ রেল লাইন গুলোর দুই পাশে গড়ে উঠেছে গৃহহীন মানুষের সংসার, আলুথালু খুপরির মত ঘর গুলো কেমন যেন। ষ্টেশন থেকে কোয়াটার মাইল দূরত্বে থাকে ধ্রুপদি রয়, তিন দিনের অনাহারে মিইয়ে গেছে ধ্রুপদির শরীর। এই অগোছালো দেহ যার পুঁজি তার ক্ষুধার যন্ত্রনা নিয়ে ভাবার কি কিছু আছে !! খদ্দের চলে যাওয়ার পর থেকে সমানে বমি হচ্ছে , আজকাল সহ্য হয়না ধ্রুপদির শরীরে । ক্ষুধার যন্ত্রনায় পেটে যখন আগুন জ্বলে তখন কামনার ফোড় বড় কষ্ট হয় মেয়েটার। ধ্রুপদির স্বামী তারাপদ মণ্ডল এসে টাকা চায় ওর কাছে , দারুর নেশা চেপেছে । ধ্রুপদি হাত উচিয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা গুলো দেখায় । তারাপদ কুড়িয়ে নিয়ে সোজা চলে যায় পিছু ফিরে একবারো দেখেনা, অসুস্থ বউ তার জীবনের শেষ লগ্নে। উদাস নয়নে স্বামীর চলে যাওয়া দেখে ধ্রুপদি। মানুষটাকে এখন একেবারেই চেনা লাগেনা তার কাছে।



ব্রাহ্মণ পরিবারের খুব আদরের মেয়ে ছিলো ধ্রুপদি, এস এস সি শেষ করে কলেজে ভর্তি হয়েছে কেবল। একদিন আচমকা ঝড় জলের দিনে দেখা হয়ে যায় তারপদ মণ্ডলের সাথে। একটু একটু করে ভালবাসায় ডুবে যায় দুটি প্রাণ। কত কি করে ধ্রুপদির মন জয় করেছিলো তারাপদ। কথা গুলো ভাবতে ভাবতে ব্যথার যন্ত্রনায় কুকরে উঠে মেয়েটা। গত তিন মাস ধরে কতবার স্বামীর পায়ে পরে আকুতি করেছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারাপদের মন গলেনি। শেষ ৩/৪ দিন ধরে রক্ত বমি হচ্ছে । আজকাল বেঁচে থাকতে খুব ইচ্ছে করে ওর। ইচ্ছে করে স্বামীর পাশে বসে এক থালা গরম ভাত খেতে। কিংবা কোন চাঁদের রাতে স্বামীর গান শুনতে।



ট্রেনের শব্দ শুনে হকচকিয়ে উঠে ধ্রুপদি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গিয়েছে সে জানেনা। এ মুহূর্তে তারাপদ কে খুব কাছে পেতে ইচ্ছে করছে ধ্রুপদির, সে ভেবে পায় না শেষ কবে তার স্বামীর বুকে মাথা রাখতে পেরেছে। কিন্তু একটা সময় ছিলো ধ্রুপদি কে একদিন না দেখলে তারাপদের নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেতো, পাগলের মত করতো সে। এক দিন ধ্রুপদি আর তারাপদের প্রেমের কথা জানাজানি হয়ে গেলো, পুরো পাড়া জুড়ে ওদের নিয়ে নানান কথা রটতে থাকা দেখে ধ্রুপদীর বাবা ১০ দিন মেয়েকে তালা বন্ধ করে ঘরে আটকে রাখলো।এক রাতে তারাপদ ওর বন্ধুদের সাথে নিয়ে গিয়ে তালা ভেঙ্গে ধ্রুপদিকে নিয়ে আসে।আর বাড়ি ফেরা হলো না ধ্রুপদীর। তারাপদের হাত ধরে চলে এসেছিল এই পাষন্ডের শহরে । প্রথম কিছু দিন ভালই কাটছিলো। তারাপদ রাজ মিস্ত্রীর কাজ করতো । দুই টোনা টুনির সংসার, মায়ার স্বর্গ। ৩/৪ মাস পর থেকেই শুরু হয় জীবনের নির্মম অধ্যায়। প্রায় রাতেই মাতাল হয়ে বাড়ি ফিরে বেদম পিটায় তাকে। দুর্বল দেহের ধ্রুপদি কিছুতেই পেরে উঠেনা, তারাপদের সহকর্মী দের কাছ থেকে ধ্রুপদি জানতে পায় জুয়া আর নেশা দুটাতেই ভীষণভাবে জড়িয়ে গেছে তারাপদ। ধ্রুপদি অনেক করে বুঝাতে চায় তারাপদকে সে মা হতে চলেছে, কিন্তু তারাপদ সে কথায় একটুও টলেনা বৈকি আরো চড়াও হয়। এক রাতে ২ জন অপরিচিত লোক নিয়ে ঘরে ফিরে লোক গুলো রেখে তারাপদ বাইরে চলে যায়। তার পর থেকে প্রায় রাতেই অচেনা মানুষের সাথে রাত কাটাতে হয় ধ্রুপদির।



কত বার চেষ্টা করেছে পালিয়ে যেতে , কিন্তু পালিয়ে যাবে কোথায় ? কোন মুখ নিয়ে বাবা- মার সামনে গিয়ে গিয়ে দাঁড়াবে। খুব পানির পিপাসা পেয়েছে এই মুহূর্তে মেয়েটার। শত চেষ্টা করেও উঠে বসতে পারছেনা সে। মার মুখটা খুব দেখতে ইচ্ছে করছে ধ্রুপদীর , হাজার চেনা মুখ এসে ভীর করেছে চোখের সামনে । নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, বার বার হা করে নিঃশ্বাস নেওয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে । সাদা পোশাক পরা দুজন মানুষ এসে ধ্রুপদীর হাত ধরে ওকে নিয়ে যাচ্ছে অচেনা এক পৃথিবীতে। যন্ত্রনায় কাতরাতে থাকা শরীর নিস্তেজ হয়ে পরে আছে মাটির মেঝেতে । ধ্রুপাদির চোখের কোনে জমে আছে ফোঁটা ফোঁটা জল। কাঁদতে কাঁদতে এসেছিলো পৃথিবীতে আবার কাঁদতে কাঁদতেই চলে যাওয়া।ভালই মৃত্যুই আসলে শান্তি কিংবা মুক্তি।



পুনশ্চঃ এটা কোন গল্প নয়, আমাদের চার পাশে হাজার ধ্রুপদি । চোখ মেলে তাকালেই দেখবেন কতগুলো অশ্রু সিক্ত চোখে কান্না হয়ে ঝড়ে পরে যন্ত্রনা গুলো।

মন্তব্য ৯২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

এরিস বলেছেন: মানুষটাকে এখন একেবারেই চেনা লাগেনা তার কাছে।
ধ্রুপদি নিজেও যদি অচেনা হয়ে যেতে পারতো...!!!

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

আশিক মাসুম বলেছেন: ধ্রুপদিরা নিরুপায়, ওদের বদলে যাবার নিয়ম নেই।

২| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো হয়েছে। :)

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২১

শ্রাবণ জল বলেছেন: আমাদের চার পাশে হাজার ধ্রুপদি

একটা দীর্ঘশ্বাস ফেললাম।

লেখা ভাল লেগেছে।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

আশিক মাসুম বলেছেন: ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ।


"দীর্ঘশ্বাস" সেটাই আমাদের বিষাক্ত অক্সিজেন ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

স্বপনবাজ বলেছেন: পুনশ্চ পড়ে সত্যি দীর্ঘশ্বাস ফেললাম ! ভালো লাগলো !

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

আশিক মাসুম বলেছেন: "দীর্ঘশ্বাস" সেটাই আমাদের বিষাক্ত অক্সিজেন ।


আপনাকে অনেক ধন্যবাদ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

বটবৃক্ষ~ বলেছেন: স্বপনবাজ বলেছেন: পুনশ্চ পড়ে সত্যি দীর্ঘশ্বাস ফেললাম ! ভালো লাগলো !
হুম!++++++ :(

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

আশিক মাসুম বলেছেন: কমেন্ট এর জন্য ধন্যবাদ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

ফারজানা শিরিন বলেছেন: আমার মাথায় এমন একটা প্লট আসছিলো । বাইচা গেলাম । ভাইয়া পারফেক্ট !

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

আশিক মাসুম বলেছেন: প্লট জানিনা আপু, এমন এখ ধরুপদির মৃত দেহ দেখেই লিখা।

৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১০

একজন আরমান বলেছেন:
এই প্লটে আপনারা দেখি সিরিয়ালি লিখতেছেন।
আমিও লিখবো।
দারুন হইছে।

আসলে মানুষ সত্যিই বদলায় !
কি আশ্চর্য ! তাই না?

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭

আশিক মাসুম বলেছেন: মোটেও আশ্চর্য নয়, বরং এটাই এখন নিয়ম হয়ে দাড়িয়েছে।

৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: :( :( :(

অনেক অনেক ভালোলাগা।


এটা কোন গল্প নয়, আমাদের চার পাশে হাজার ধ্রুপদি । চোখ মেলে তাকালেই দেখবেন কতগুলো অশ্রু সিক্ত চোখে কান্না হয়ে ঝড়ে পরে যন্ত্রনা গুলো।
একদম সত্যি একটা কথা বলেছেন।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ব্রো।

আপনার জন্য শুভ কামনা থাকলো।

৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের চার পাশে হাজার ধ্রুপদী।


কিছুই চাইনা। জীবনের শেষটা যাতে ভালো হয়। শরত বাবুর মত বলি, মরণে ক্ষতি নাই, কিন্তু মরিবার সময় একটু স্নেহ করাস্পর্ষ যাতে ললাটে পৌছে।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯

আশিক মাসুম বলেছেন: মরণে ক্ষতি নাই, কিন্তু মরিবার সময় একটু স্নেহ করাস্পর্ষ যাতে ললাটে পৌছে।




অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
আশিক আমি খুব কাছ থেকে দেখেছি এমন ধ্রুপদি

মন খারাপ করিয়ে দেয়ার মত একটি লেখা

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

আশিক মাসুম বলেছেন: আমিও দেখেছি ভাই, আর সে জন্যই এই লিখা।

১১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪

স্পাইসিস্পাই001 বলেছেন: ""এটা কোন গল্প নয়, আমাদের চার পাশে হাজার ধ্রুপদি । চোখ মেলে তাকালেই দেখবেন কতগুলো অশ্রু সিক্ত চোখে কান্না হয়ে ঝড়ে পরে যন্ত্রনা গুলো।""

স হ ম ত.....

উপস্থাপনা প্রশংসনীয়......++++

ধন্যবাদ ... ভাল থাকবেন....

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

আশিক মাসুম বলেছেন: আপনিও ভালো থাকবেন ভাই।

১২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।দারুণ নেশা হবে।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

আশিক মাসুম বলেছেন: না ভাই , ঐটা দারু(বাংলা মদ ) ।


ভাল থাকবেন।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধ্রুপদীর জন্য খারাপ লাগলো :(

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

আশিক মাসুম বলেছেন: আমারো অনেক খারাপ লেগেছিলো ভাই।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর লেখা। বাস্তবতা সম্পন্ন একটা লেখা।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

আশিক মাসুম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আপু।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

এম হুসাইন বলেছেন: এ গল্প আমাদের চারপাশের অযুত/ লক্ষ ধ্রুপদীর!

পোস্টে মন খারাপ করা ভাললাগা।

আশা করছি ভালো আছেন মাসুম ভাই...

শুভেচ্ছা নিবেন, ভালো থাকুন।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

আশিক মাসুম বলেছেন: মন খারাপ করা ভাল লাগা , ভালো লাগলো কথাটা।

শুভকামনা থাকলো আপনার জন্যে।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাস্তবতার নিরিখে প্রকাশ দারুন হয়েছে।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ :)

১৭| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

মাহতাব সমুদ্র বলেছেন: বাহ! খুব ভালো লাগল।। ধারাবাহিকতা ধরে রাখুন ভাই। শুভ কামনা

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

আশিক মাসুম বলেছেন: চেষ্টা সচল থাকবে।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

মাহতাব সমুদ্র বলেছেন: বাহ! খুব ভালো লাগল।। ধারাবাহিকতা ধরে রাখুন ভাই। শুভ কামনা

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

আশিক মাসুম বলেছেন: ভাল থাকবেন ,আপনাকে অনেক ধন্যবাদ।

১৯| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লেগেছে

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

আশিক মাসুম বলেছেন: অনেক ভাল থাকবেন ভাই ।

২০| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

বাংলার হাসান বলেছেন: এটা কোন গল্প নয়, আমাদের চার পাশে হাজার ধ্রুপদি । চোখ মেলে তাকালেই দেখবেন কতগুলো অশ্রু সিক্ত চোখে কান্না হয়ে ঝড়ে পরে যন্ত্রনা গুলো।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

আশিক মাসুম বলেছেন: :(

২১| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

বোকামন বলেছেন:



এটা কোন গল্প নয়, আমাদের চার পাশে হাজার ধ্রুপদি ।

হয়তো সবার চোখে পড়ে না ! আপনার এ লেখা আপনার অন্তদৃষ্টিতে আমার ভালোলাগা ।
আমরা চোখ মেলে তাকাতে ভুলে যাচ্ছি.... মন খারাপ হবে বলে ...

ভাই আমার শুভকামনা জানবেন

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

আশিক মাসুম বলেছেন: আমরা চোখ মেলে তাকাতে ভুলে যাচ্ছি.... মন খারাপ হবে বলে ...


সহমত।


ভাল থাকুন সব সময়।

২২| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

s r jony বলেছেন: ভাল ও শিক্ষণীয় গল্প। ++++++++++
প্রেম করে ভেগে গিয়ে বিয়ে করার এটা একটা কুফল সেটা বুঝাগেল।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

আশিক মাসুম বলেছেন: বস এত কিছু থাকতে আপনি এই শিক্ষাই নিলেন :P =p~


জয় জনি ভাই এর জয়।

২৩| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

ফারজানা শিরিন বলেছেন: :(

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫

আশিক মাসুম বলেছেন: :( :'(

২৪| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১

মিষ্টি মেয়ে বলেছেন: আমার মাঝেই হয়তো লুকিয়ে আছে কোন এক ধ্রুপদি...
আপনার লেখা সবসময়ই অসাধারন।
শুভ কামনা। :)

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

আশিক মাসুম বলেছেন: মানে কি কি ??? কমেন্ট দেখে মেজাজ খারাপ হইতাছে কিন্তু, খেয়াল কইরা।

২৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

মুনসী১৬১২ বলেছেন: ধ্রুপদী

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ ।

২৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ফারিয়া বলেছেন: মাঝে মাঝে মনে হয় মায়া কাটিয়ে ফেলে রেখে আর কোথাও না হলেও দুরে গেলে ধ্রুপদিরা বাচতে পারত, কিন্তু ওরা পারেনা!

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২

আশিক মাসুম বলেছেন: সত্যি ওরা পারেনা। :(

২৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

শায়মা বলেছেন: +++ ভাইয়া!!!:)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

আশিক মাসুম বলেছেন: হুম ,

পরিটা বেঁচে থাক সুখ সমৃদ্ধে :)

২৮| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: খুব ভালো লাগতো যদি এই ধ্রুপদী শুধু গল্পের একটা চরিত্র হত, কিন্তু এ যে আমাদের চারপাশেরই একটা মেয়ে! :(

একটা জরিপে পড়েছিলাম বাংলাদেশে একটা বড় অংশের পতিতা বৃত্তির হাতে খড়ি হয় প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে! প্রেমিক যখন ফেলে চলে যায় তখন আর মেয়েটির কিছুই করার থাকেনা- ভালবাসার মানুষের হাত ধরে ঘর ছেড়েছে, ফিরবে কোন মুখে!

পোস্টে ভালো লাগা নয়, মন খারাপ রেখে গেলাম! :( :(

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

আশিক মাসুম বলেছেন: সরি মন খারাপ করে দেবার জন্য,

পরের বার চেষ্টা থাকবে মন ভালো করে দেবার।

২৯| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

শীলা শিপা বলেছেন: সুন্দর লিখেছেন। অন্যরকম ভাল লাগল।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২

আশিক মাসুম বলেছেন: আল্লা বাচাইছে আপনার এটলিস্ট মন খারাপ হয় নি।

৩০| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখায় সহমত , এমন অনেক তারাপদ আমাদের সমাজে আবর্জনা হয়ে আছে , সেগুলো সরাতে হবে ।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

আশিক মাসুম বলেছেন: আপনার সাথেও সহমত ।

৩১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

মিষ্টি মেয়ে বলেছেন: হা হা হা মানে হলো আমাদের আশে পাশেই মুখোশ পরা ভদ্রলোক তারাপদরা ঘুরে বেড়ায়। ধ্রুপদিদেরই সব সময় সহ্য করতে হয়।
ভালো থাকবেন। :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

আশিক মাসুম বলেছেন: হুম মন্দ বলেন্নি, তবু কিছু ভাল মানুষ এখনো আছে প্বথিবীতে।


আপনার জন্য শুভ কামনা ।

৩২| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৮

ভিয়েনাস বলেছেন: এটা কোন গল্প নয়, আমাদের চার পাশে হাজার ধ্রুপদি । চোখ মেলে তাকালেই দেখবেন কতগুলো অশ্রু সিক্ত চোখে কান্না হয়ে ঝড়ে পরে যন্ত্রনা গুলো ধ্রুপদী :(

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।


ভাল থাকবেন সব সময়।

৩৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

যোগী বলেছেন:
আশিক ভাই নায়িকার নাম রাখছে ধ্রুপদি
এইটা একটা কাম করলেন মিয়া
ঊর্মতো মাইন্ড খায়া যাইবো #:-S :P


ওহ! গল্পটা আগে পড়ি, তারপর আসল কাহিনী ধরতে পারবো B-))

৩৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

আশিক মাসুম বলেছেন: ঊর্মি কি আর আমার ব্লগে আসেরে ভাই , সে দেখবেনা মাইন্ড ও খাবেনা।

আপনি মিয়া আশা দিয়ে আমায় আসাহত করিয়াছেন ।

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

যোগী বলেছেন:
ঐ মিয়া আপনে জাপান আসেন না কেন?
নাকি জাপানের কুনো চিপায় লুকায়া ব্লগিং করেন?

৩৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

আশিক মাসুম বলেছেন: নারে ভাই বাংলা দেশে আছি , দেখি আসব জাপানে আবার আসার ইচ্ছে আছে। আসলে জাপান টা টানে।

৩৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

তারছেড়া লিমন বলেছেন: অনেক ভাল হয়েছে মন খ্রাপ করার মত।।।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

৩৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

বাংলাদেশী দালাল বলেছেন:

ধ্রুপদিরা যেন সব ছেলেদের "তারাপদ মণ্ডল" না ভাবেন।
"আশিক মাসুম" রা ও আছে এ সমাজে।

গল্প ভাল লাগছে।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

আশিক মাসুম বলেছেন: হাহাহা হুম বাংলাদেশী দালাল ।

৩৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগসে গল্প।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

৪০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লেগেছে আশিক ভাই। :)
শুভ কামনা নিবেন।

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

মামুন রশিদ বলেছেন: আপনার ধারার বাইরে এসে লিখেছেন । কিভাবে যে কমপ্লিমেন্ট জানাই, সতিই খুব খুব ভালো লিখেছেন ।


বিশতম ভালোলাগা জানবেন ব্রো..

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

আশিক মাসুম বলেছেন: মামুন ভাই কৃতজ্ঞতা জানবেন।

৪২| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:৫৫

রহস্যময়ী কন্যা বলেছেন: চমৎকার একটা লেখা, লেখনীতে বাস্তবতা ফুটে উঠেছে...... +++++++ ভাইয়া

০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩৬

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪৩| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৪৭

কালোপরী বলেছেন: :)

০২ রা মে, ২০১৩ দুপুর ২:৩৭

আশিক মাসুম বলেছেন: হাসছেন আপনি??? এটা কিছু হলো?

৪৪| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৪৩

কালোপরী বলেছেন: কেন হবে না ???!!! :| :| :|

০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আশিক মাসুম বলেছেন: হাসি মুখে কিছু একটা বলতে হয়।

৪৫| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩০

কালোপরী বলেছেন: কিছু বলার মত খুঁজেই পাই না :(

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৩

আশিক মাসুম বলেছেন: তাহলে ঠিক আছে।

৪৬| ০৭ ই মে, ২০১৩ রাত ১০:১৫

রোকেয়া ইসলাম বলেছেন: লেখাটা খুব ভালো লাগলো। তবে সত্যি মন খারাপ হয়ে গেল দ্রুপদির জন্য। আপনি ঠিকই বলেছেন আমাদের চার পাশে হাজার ধ্রুপদি । চোখ মেলে তাকালেই দেখবেন কতগুলো অশ্রু সিক্ত চোখে কান্না হয়ে ঝড়ে পরে যন্ত্রনা গুলো।
লেখায় ++++++++++++++++++
অনেক অনেক শুভেচ্ছা।

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:০৪

আশিক মাসুম বলেছেন: আপনাকে ধন্যবাদ রোকেয়া আপু............।

৪৭| ০৯ ই মে, ২০১৩ সকাল ১১:২৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: নির্মম বাস্তবতার ধ্রুপদী রূপ।

অসাধারন লেগেছে লেখা।

+

০৯ ই মে, ২০১৩ দুপুর ১:৫৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ।

৪৮| ১০ ই মে, ২০১৩ বিকাল ৪:১২

এম হুসাইন বলেছেন: বেরাদার হোয়ার আর ইউ? লং টাইম নো সি...... :-*

আমি ৬ ইন পর সামু তে লগ ইন করতে পারলাম... মেজাজ টা...... X(( X(( X(( ;)

৪৯| ১২ ই মে, ২০১৩ ভোর ৬:০৭

আশিক মাসুম বলেছেন: Sorry brooo..... kind of busy with life....

so, what about u? how is life going on?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.