নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না

আশিক মাসুম

মানুষ...আমি!!! তবে আজকাল..........পাখী হয়ে যেতে ইচ্ছে করে নিশিজাগা এক অচেনা পাখী,পোকামাকড় খেয়ে নাহয় বেঁচে থাকবোএখন তো মানুষ ও পোকা খায়!!

আশিক মাসুম › বিস্তারিত পোস্টঃ

!! নরক যন্ত্রনা !!

০৯ ই জুন, ২০১৩ রাত ৩:১৬

বিধবা রাত্তিরের শরীরে কাম দেবতার নোংরামি

বল্লমের খোঁচায় খোঁচায় রক্তাক্ত মেঘদূত ফিরে যায়

আরশিতে, নরক যন্ত্রনায় কুকরে উঠা কুকুরের

কুই কুই আর্তনাদে কেঁদে উঠে নক্ষত্র আকাশ।





দিনান্তে বলাকা হৃদয় পুড়ে দক্ষিণা বাতাসে,

এপাড়ায় ওপাড়ায় বাজে সুরবালার কীর্তন

আর তিলোত্তমা শহর পথ ঘাট যেন দিশেহারা

অশরীরী কোন অপয়া ছায়ার অভিশাপে।





ললাটে ললাটে হাত বদল হওয়া কিছু স্বপ্ন

স্বতন্ত্র বিশ্বাসের বিনিময়ে বিধাতার পরিহাস,

কদর্য হয়ে তবু লীলা রতি সবি চলে

তবু কালচে রঙের শরীর নিয়ে দেবতা রূপ

আর ঘৃণার জীর্ণতায় বেড়ে উঠে দিবাকর ।





ক্ষেদ আক্ষেপ কত কি বাচন এখানে

একান্নবর্তী ঋজু তিক্ততা আর সরলতা

যেন সব শূন্যভিটার মায়ায় জড়ো হওয়া মিথ্যে,

যেন তুলকালাম কত কি জমা আছে তথায়।





অগত্যা তেমনি থেকে যায় নিরুপায়,

অসহ্য সহ্য বল নিয়ে তবু বয়ে চলা

নীহারিকা আর কূল হারা নদী একাকার

নিঃসঙ্কোচ এই তমালের বুনো জীবনে।

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ৩:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু বানান ভুল মনে হচ্ছে।
এমনিতে কবিতা কঠিন ই হইছে :)

০৯ ই জুন, ২০১৩ রাত ৩:৫৩

আশিক মাসুম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আশরাফ ভাই, ঠিক করে দিয়েছি আরো ভুল থাকলে ধ্রিয়ে দিবেন আশা করি ।

২| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৪:২০

একজন আরমান বলেছেন:
ললাটে ললাটে হাত বদল হওয়া কিছু স্বপ্ন
স্বতন্ত্র বিশ্বাসের বিনিময়ে বিধাতার পরিহাস,
কদর্য হয়ে তবু লীলা রতি সবি চলে
তবু কালচে রঙের শরীর নিয়ে দেবতা রূপ
আর ঘৃণার জীর্ণতায় বেড়ে উঠে দিবাকর ।


সেইরাম।

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৬

আশিক মাসুম বলেছেন: আরমান ভাই কবিতার এই অংশটা আপনি সহ সকল যুবক কে ডেডিকেটেড করা :)


অনেক শুভ কামনা আপনার জন্য।

৩| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৬

বোকামন বলেছেন:



তিলোত্তমা শহরে কালচে রঙের শরীর নিরুপায় হইয়া অসহ্য আক্ষেপে নিঃসঙ্কোচ চিত্তে স্বপ্ন দেখিতে চায় !

কবি তাই বলেন - “যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... ”

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৯

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা !! কবি কত কি বলে কই আসেযায় :)


মনরে মনরে তুই বড় বোকা নিজের বুঝ বুঝলিনা খাইয়া গেলি ধোঁকা!!

৪| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৬:০৭

যোগী বলেছেন:
এ্যাবস্ট্রাক্ট কবিতা মনে হচ্ছে।

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:৪০

আশিক মাসুম বলেছেন: হুম!! কবির মাথায় আগুন জ্বলে।


আজকাল খুব এলোমেলো শব্দ বেরুচ্ছে :(

৫| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:২৩

কালোপরী বলেছেন: :| :| :|

০৯ ই জুন, ২০১৩ সকাল ৮:৪১

আশিক মাসুম বলেছেন: মন খারাপ করার কিছু নাই পরি বেগম, জীবনটা এমনি ।

৬| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার জন্য একটু বেশি কঠিন হইয়া গেছে মিতা

০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

আশিক মাসুম বলেছেন: কি বলেন মিতা, আমি যাতা লিখি এখানে না বুঝার কি :) আজকাল পাগলটা খুব জালাচ্ছে সমানে। এলোমেলো লিখা তাই।

৭| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:২২

সোহাগ সকাল বলেছেন: পড়তে মজা লাগলো। যদিও বুঝলাম না কিচ্ছু! |:

০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

আশিক মাসুম বলেছেন: হাহহাহাহা :)

৮| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:২৩

সোহাগ সকাল বলেছেন: পড়তে মজা লাগলো। যদিও বুঝলাম না কিচ্ছু! :|

০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৪

আশিক মাসুম বলেছেন: একটু খেয়াল করে পড়েন ঠিকি বুঝে যাবেন ভাই।

৯| ০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১

বাংলাদেশী দালাল বলেছেন:
আপনার কবিতা ভালো লাগে। কোনোটাই একবার পইড়া বুঝিনা দুই তিনবার পড়লে কিছুটা বুঝি। :((

এইটা কিছুই বুঝলাম না।বুঝাইয়া দেন।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪২

আশিক মাসুম বলেছেন: ফেবুতে সময় করে বুঝিয়ে দিব পরে , এত বড় ব্যাখ্যা লিখতে ইচ্ছে করেনা ভাই।


শুভ কামনা আপনার জন্য।

১০| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৫০

ইখতামিন বলেছেন:
এত্তো সুন্দর কবিতা কীভাবে লেখেন?

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪

আশিক মাসুম বলেছেন: হাহাহা সুন্দর অসুন্দর জানিনা ভাই , লিখাটা ভেতর থেকে আসে।

১১| ০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

অভ্র নিয়ে দারুণ সমস্যায় রয়েছি। একটু সম্পাদনার প্রয়োজন ছিল যে।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৬

আশিক মাসুম বলেছেন: ভাই আপনি খেয়াল করবেননা ভাবিনি আমি অপেক্ষায় ছিলাম আমার ব্লগে ৫০০০ তম কমেন্ট আপনার করা।

১২| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: একটা প্রবাহমান ঘটনার বর্ণনা হলো যেন ।

অসহ্য সহ্য বল ---- এইভাবে ভালো লাগে না দেখতে।

কবিতা খুব একটা গোছানো লাগে নাই মাসুম ভাই। যেহেতু এলোমেলো শব্দেরা ভর করছে লেখনির উপরে, লিখতে থাকেন।

ভালো থাকেন ।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২

আশিক মাসুম বলেছেন: আপু লিখতে ভাল লাগে তাই লিখি, আমার সব কবিতায় একটা নিজস্বতা থাকে তা হচ্ছে এলোমেলো কিছু লিখে একটা জটলা পাকিয়ে দেয়া আর সাধারন লিখার চে ভিন্ন করে লিখা যেটা দেখতে সুন্দর লাগবেনা। অসহ্য সহ্য বল তেমনি একটা লিখা, আর একটু খেয়াল করলে দেখবেন এর অর্থটা কতটা অন্যরকম দারায়!!! সহ্য হয় না এমন কিছু জিনিস সহ্য করার শক্তি । অনেক চিন্তা করে এমন শব্দের জন্ম দেওয়া।


শুভ কামনা থাকলো আপনার জন্য

১৩| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৫০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো পড়তে। বেশ ঝাঁঝ আছে।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

আশিক মাসুম বলেছেন: হাসান ভাই অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার আশিক ভাই !

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

আশিক মাসুম বলেছেন: হাহাহা আর চমৎকার, ধন্যবাদ জানিবেন।

১৫| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৩

সাদেকুর বলেছেন: জটিল যন্ত্রণার জটিল রোদন।

সব মিলিয়ে অসাধারন।


তবে অন্যান্য পাঠকদের জন্যও সদয় হওয়া উচিৎ ।

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩১

আশিক মাসুম বলেছেন: ভাই আমার আগের পোষ্ট গুলু দেখলে বুঝবেন আমি খুব স্রল কিছু লিখার চেষ্টা করি যেন সবাই বুঝে।

কিন্তু এই কবিতা লিখার সময় কিজে হলো।

১৬| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সাদেকুর বলেছেন: তবে "আমি তোমার কাছে ২ ইঞ্চি সুখ চাই" !!! B:-/


২'' সুখ B:-/ B:-/ B:-/ :!> :!> :#>

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩২

আশিক মাসুম বলেছেন: জি ২" সুখ বেশী হলে সহ্য হবেনা :)

১৭| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: বিধবা রাত্তিরের শরীরে কাম দেবতার নোংরামি


ভাল তো, ভাল না :P :P

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩

আশিক মাসুম বলেছেন: হ ভালই, দেবতাদের জন্য সবই ভালো।

১৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২৫

মামুন রশিদ বলেছেন: অষ্টম ভালোলাগা++

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩

আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

১৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০০

গ্রাম্যবালিকা বলেছেন: আমার মত অভাগী নির্বোধ পাঠকের বুঝার জন্য দুই লাইনের ফুটনোট যদি থাকত........

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

আশিক মাসুম বলেছেন: হুম মাথায় থাকলো ব্যাপারটা।


ভালো থাকবেন সব সময়।

২০| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: কোন বানান ভুল নাই..দারুণ কবিতা্ ভালা লাগা রেখে গেলাম ।

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:৪১

আশিক মাসুম বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।

২১| ১০ ই জুন, ২০১৩ রাত ২:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতা কবি!
ভালোলাগা জানালাম...........

১০ ই জুন, ২০১৩ সকাল ৯:২৭

আশিক মাসুম বলেছেন: হাহা কবি বলিয়া লজ্জা দিবেন না।



শুভেচ্ছা নিন।

২২| ১০ ই জুন, ২০১৩ রাত ২:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: বেদনার কবিতা ।






উপ্রের ছবিতে দেখা যাচ্ছে একটা মানুষ দৌড় দিছে !

১০ ই জুন, ২০১৩ সকাল ৯:২৮

আশিক মাসুম বলেছেন: নরক যন্ত্রনায় দৌড় দিছে।

২৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:২১

রোকেয়া ইসলাম বলেছেন: ভিন্ন স্বাদের একটা কবিতা।
বোঝার জন্য ৩/৪ বার পড়তে হল একটু কঠিন ভাষায় লেখাত তাই। তবে খুব ভাল লাগলো।
ভালোলাগা জানিয়ে গেলাম।

১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৭

আশিক মাসুম বলেছেন: হাহাহাহা:) ধন্যবাদ আপু।

২৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন: একটু যেন আগোছাল মনে হল। আরও সময় নিয়ে লিখলে ভাল করবেন।
কবিতায় ভাললাগা থাকল। :) :)

১১ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৪

আশিক মাসুম বলেছেন: হাহহা সত্যি নাকি? ধন্যবাদ আপনাকে।

২৫| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:১১

ভিয়েনাস বলেছেন: তবু কালচে রঙের শরীর নিয়ে দেবতা রূপ
আর ঘৃণার জীর্ণতায় বেড়ে উঠে দিবাকর .....

ভালো লাগলো :)

১২ ই জুন, ২০১৩ সকাল ৯:১০

আশিক মাসুম বলেছেন: হেই ভিয়েনাস কেমন আছেন আপনি , ভাল্লাগার জন্য ধন্যবাদ পেতেই পারেন :)


ভাল থকবেন সব সময়।

২৬| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০২

এরিস বলেছেন: আফসোস! ১ নাম্বার জায়গা থেকে ২৬ নাম্বারে নামতে হল পুরো কবিতাটা বুঝার জন্যে। কাণ্ডারী ভাইয়ের নগরীনি কবিতায় একটা মন্তব্যে লিখেছিলাম, কবিতার মর্মার্থ বুঝার চেয়ে আমি বেশী মাথা ঘামাই কবির মনে অবস্থা বুঝতে। আপনার নরক যন্ত্রণা আমার মনে আর মগজে এমন নরক যন্ত্রণা তৈরি করেছে, আমি কবির কথা ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। শেষ কয়েকটা দিন কবিতার পরিবেশ আন্দাজের পেছনে ছুটেছি। একজন ঋষি'র শরণাপন্ন হতে হয়েছে। তার কাছে বুঝে নিলাম, একটুখানি। একটুখানি বললাম এজন্যে যে, আমার অস্থিরতার তুলনায় পাবার জায়গাটা নিতান্তই নগণ্য।



হুম। জীবন চলতে থাকবে এমনই। যে খারাপ, তারও জীবন, যে নিষ্পাপ তারও জীবন। কামদেবতার জন্যে সহ্য, আর মেঘদূতের জন্যে অসহ্য, বল নিয়ে জীবন চক্রাকারে ঘুরতে ঘুরতে একসময় শূন্যে মিলাবে। পৃথিবী তার সব ক্ষেদ, আক্ষেপ, তিক্ততা, সরলতা, মিথ্যে নিয়ে থেকে যাবে একই রকম।

কবি লিখতে থাকবে। আমি হন্যে হয়ে ছুটতে থাকবো বুঝবো বলে।

কবির অস্থিরতা কেটে যাক। ভালোলাগা।

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫৭

আশিক মাসুম বলেছেন: বাপরে !! ঋষি দেখি যেই সেই ঋষি না পুরু কবিতার পোস্ট মরটেম করে ছাড়ছে।

কবির অস্থিরতা সারবার রগ ন্য :)


ভাল থাকবেন , অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.