![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরেই ব্লগ লিখব লিখব করছি কিন্তু সেমিস্তার ফাইনাল পরীক্ষার কারনে লেখা হয়ে উঠছিলো না।।তাই আজ লিখছি।।কিন্তু লেখা শুরু করার আগে সংবাদপত্র ,খবর যাই দেখি তাতেই একটা সাধীন দেশের খবর দেখছি নাকি একটা যুদ্ধ ক্ষেত্র দেখি কিছুই বুঝিনা…। নিজের দেশের এই অবস্তা দেখে নিজের কাছেই মনে হয় আমি কি পারিনা একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশ কে এই পরিস্তিতির হাত থেকে রক্ষা করতে………।কিন্তু যখন দেখি এই পরিস্তিতি শান্ত করার চেয়ে মানুষ এই পরিস্তিতি ব্যবহার করে নিজের ফায়দা নেয়ার চেসটা করে তখন নিজের কাছেই নিজে ছোট হয়ে যাই……যেই বাঙালি নিজের দেশের জন্য জীবন দিয়েছে সেই বাঙালি আজ একে অপরের ক্ষতি করতে ব্যস্ত।।সরকারি দল যেখানে রাজাকারের বিচারের বিষয় টি মীমাংসা করতে পারত সেখানে তারা দেরি করায় ব্লগাররা রাস্তাই নামতে বাধ্য হইছে……।কিন্তু ব্লগার দের মধে এমন কিছু ব্লগার আছে যারা বিখ্যাত হয়ার জন্য নিজের ধর্মের নামে এমন কিছু কথা লেখে যা একজন মুসল্মান হিসেবে কোন মুসল্মান ই মেনে নিতে পারেনা……ধর্মই কে এভাবে আঘাত করা কখনই ঠিক না…। আর এর জন্যই কিছু সংখ্যক মানুষ নাস্তিকতা বিরোধি আন্দলনের নামে ধর্ম কে ব্যবহার করে দেশে অরাজক অবস্তার সৃস্টি করছে…….।সরকারি দল ও এই মুহুরতে নিজের দুর্নিতি ধামা চাপা দেয়ার জন্য সকল জনগনের দৃস্টি সুধু আন্দলনের দিকে ডাইভাট করে দিচ্ছে…… আর আন্দোলন বন্দ করার নামে মানুষ নিজের ফায়দার জন্য হরতাল দিয়ে দেশে অসস্তিকর পরিবেশ সৃস্টি করার চেস্টা করছে।।
হরতাল এর কারনে যে কত মানুষ তার প্রিয়জন কে হারাচ্ছে তা শুধু ওইসব মানুশ ই বলতে পারবে……।।তাদের কষ্ট হয়ত অন্যান্য সাধারন মানুষ বুঝবেনা……।
যারা এখন নতুন করে মুক্তিযুদ্ধের কথা বলছে যুদ্ধ লাগলে হয়ত তাদের অনেক মানুশ ই থাকবেনা।। কারন মুক্তিযোাদ্ধার কত টা ত্যাাগ সীকার করে যুদ্ধ করেছিল তা শুধু তারাই জানে,তাদের পরিবার জানে……।। যুদ্ধে যাওয়ার জন্য চাই দেশ প্রেম……।আর দেশ প্রেম থাকলে কোন মানুশ ই তার দেশের অন্য মানুষের ক্ষতির চিন্তা করত না,দেশে অরাজক পরিস্তিথি সৃস্টি করত না,দেশের মানুষের ধর্মের অনুভুতি তে আঘাত করত না………।বরং দেশের জন্য একটা সুন্দর পরিবেশ সৃস্টি করত……।। সকলে মিলে একি উদ্দেশে কাজ করত………।
তাহলেই হয়ত একটা সুন্দর দেশ পেতাম আমারা ।।যেমন টা চেয়ে ছিল মুক্তিযোদ্ধারা………। সম্ভব হত একটা সপ্নের বাংলাদেশের।।যেখানে সকল ধর্মের মানুশ সুখে শান্তিতে বসবাস করত………………………। থাকত রাজাকার ও নাস্তিক মুক্ত বাংলাদেশ……………।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ধন্যবাদ আপনাকে............। আসলেই শাক দিয়ে মাছ ঢাকা সমভোব না..........।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
বোকামন বলেছেন: আস সালামু আলাইকুম
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ওয়া লাই কুম আস সালাম
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
মাক্স বলেছেন: কি খবর নেতাজি!!
আছেন কিরাম??
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ভাই আপনারার দোয়ায় ভালই আছি......... আপনে কিমুন আছেন>??????????? শরীরডা ভালা নি???????????
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
খান সুজিত বলেছেন: ভবিষ্যত নেতা আসিফ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: খান সুজিত
:
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭
মাক্স বলেছেন: জি ভালো আছি। আপনিও ভালো থাকুন!!
শুভরাত!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: শুভরাএি...................
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
লিচপেথ বলেছেন: ভবিষ্যত নেতা আসিফ
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: লিচপেথ
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
অগ্নি দগ্ধ বলেছেন: যে কেউ ই আমাদের সাধারন মানুষের ধর্ম, আমাদের প্রানের কোন দাবী এবং অবশ্যই যৌক্তিক দাবীকে বর্ম করে নিজ স্বার্থ রক্ষা করার পায়তারা করুক সেটা কোনভাবেই কাম্য নয়। কিন্তু মনে হচ্ছে সেটাই হচ্ছে।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ধন্যবাদ আপনাকে............। নিজের সার্থে এসব বব্যহার করার পক্ষে আমি কখনোই থাকবোনা
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
আহলান বলেছেন: আপনার চমৎকার বিশ্লেষন এর জন্য ধন্যবাদ .... আলীগ তার ব্যর্থতা ঢাকার জন্যই এই আন্দোলোনকে ঢাল হিসাবে ব্যবহার করছে ...কিন্তু এভাবে কি শাক দিয়ে মাছ ঢাকা যাবে? মানুষ কি এখনো এত বোকা আছে?