![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জানতাম এম.পি. গোলাম মাওলা রনির ক্ষেত্রে ও একি ঘটনা হবে...। সাংবাদিক পিটানোর পর যখন সবাই রনির বিপক্ষে তখন জানতাম রনির বক্তব্যের পর অনেকেই রনির পক্ষে কথা বলা শুরু করবেন এবং দেশ আবার দুই ধরনের মানুষের মধ্যে বিভক্ত হয়ে যাবে যেমন টা হয়েছিল গনজাগরন মঞ্ছ , হেফাজত আন্দোলন, রেশমা এর অলৌকিক বেচে যাওয়া , কোটাবিরোধি আন্দোলনের সময় ।
আসলে আমাদের বাঙালি দের নিজেদের মধ্যে ভেজাল লাগানোর এখন শুধু উছিলার দরকার হয়...... দেশের কি অবস্থা হবে তা কেউ চিন্তা করেনা......।। আর সাধারন মানুষ কে দুই দিক থেকে যখন যা বোঝানো হয় তাই ই বুঝে.........।
জামিন বাতিল হয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সরকার অনেক দুর্নীতিবাজ দের কে দুর্নীতি তে আর ও উৎসাহিত করল.........। কারণ এখন আর কেউ দুরনিতির বিরুদ্ধে কথা বলার আগে অনেক চিন্তা করে সরে আসবে......
তবে যাই হোক গোলাম মাউলা রনি , তারেক রাহমান , আন্দালিভ রাহমান পার্থ , মাহি বি চৌধুরি এর মতো নেতা এদেশে ভবিষ্যৎ এ অনেক দরকার......। তাদের মতো নেতা সামনে হয়ত বাংলাদেশ অনেক কম ই পাবে..................
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:১২
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: হুমম........ আপনার সাথে একমত.।.।.।.।.।।।
২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৮
ফুরব বলেছেন: এরা মুখে বড় বড় কথা বলে ঠিকই কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড কলুষিত । আন্দালিবের বাবা নাজিউর রহমান মঞ্জু এরশাদের আমলের মন্ত্রি । চরম দুর্নীতিবাজ ।
মাহি বি চৌধুরী বি চৌধুরীর পুত্র বিএন পির রাজনীতি করেও আওয়ামী দালাল। যার পরিনতি দল থেকে বহিস্কার।
তারেক জিয়া স্ব নামে মহান।
রনি নাম ফাটানোর জন্য এক এক সময় এক এক কথা বলে ।।
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: কিন্তু তবুও.।.।.।.।। তাদের মতো নেতা সামনে হয়ত বাংলাদেশ অনেক কম ই পাবে.................
৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৬
খইকাঁটা বলেছেন: ভাই 'ফুরব' কি বিএনপি করেন?
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৯
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ফুরব বলেছেন: খইকাঁটা বলেছেন: ভাই 'ফুরব' কি বিএনপি করেন । আমি কোনটাই করি না। সব রাজনীতি বিদ দুর্নীতি বাজ কালো বাজারী।
৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪০
জগ বলেছেন: +++++++++++
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ধন্যবাদ আপনাকে.।.।.।.।.।.।.।।।
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ধন্যবাদ আপনাকে.।.।.।.।.।.।.।।।
৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১
ফুরব বলেছেন: খইকাঁটা বলেছেন: ভাই 'ফুরব' কি বিএনপি করেন । আমি কোনটাই করি না। সব রাজনীতি বিদ দুর্নীতি বাজ কালো বাজারী।
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: কিন্তু তবুও.।.।.।.।। তাদের মতো নেতা সামনে হয়ত বাংলাদেশ অনেক কম ই পাবে.................
৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
নাঈম বলেছেন: বিয়াপক গিয়ানী পুষ্ট, স্টিকি করা হউক
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৪
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ভাই আপনার মতো গিয়ানি হইতে পারলাম কই?????????
৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
মোমেরমানুষ৭১ বলেছেন: নোংরা রাজনীতির শীকার গোলাম মাওলা রণী
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৮
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: হুমম........ আপনার সাথে একমত.।.।.।.।.।।।
৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮
ভ্রমন কারী বলেছেন: +++++++
২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৬
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ধন্যবাদ আপনাকে.।.।.।.।.।.।.।।।
৯| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:০৬
ম.র.নি বলেছেন: কে, আমাগো জয় মামা কি দোষ করছে, হে শেখ মুজিবের নাতী হয়েও নেতা হতে পারলো না?
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: জয় মামা তো রাজনীতি এর দিক দিয়ে অনেক ছোট...............।।
১০| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১:৫২
দুরন্ত-পথিক বলেছেন: আপনার আইডি বলছে আপনি ও একজন ভবিষ্যৎ নেতা ,
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:২২
ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ভাই দোয়া কইরেন । ভবিষ্যৎ এ আমারে ও ওদের সাথে পাইতে পারেন ...।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৮
ইউরো-বাংলা বলেছেন: বাংলাদেশে যে কজন তরুন ভাল নেতৃত্ব আছে তাদের মধ্যে রনি দা একজন। রনি দা'র নিরপেক্ষতা ও তার বাচন ভঙ্গি এদেশের সবাইকে মন জয় করে নিয়েছে। কিন্তু নেত্রীর মন জয় করতে পারেনি রনি দা। কারন রনি দা'র কাছে সালমান এফ রহমানের মত অঢেল কালো টাকা নাই।
রনি দা, নো টেনশন, আমরা আছি তোমার সাথে।