![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে সামু তে রেজা ঘটকের রমা চৌধুরী কে নিয়ে একটা লেখা সটীকই পোস্ট হিসেবে দেখলাম......। তার পোস্ট এর আগে অনেকের কাছেই রমা চৌধুরী একটা অপরিচিত নাম হয়ে ছিল......... কিন্তু আপনার পোস্ট এর পর তা সমগ্র ব্লগ জগতের মানুষ রমা চৌধুরী সম্পরকে জানতে পারে এবং পরে ফেসবুক থেকে সুরু করে সকল সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ সাইট এ তাকে নিয়ে লেখালেখি সুরু হয়...... বিভিন্ন পত্রিকায় ও প্রকাশিত হয় তাকে নিয়ে প্রতিবেদন.........।
এসবের ফলস্বরূপ আমরা দেখলাম রমা চৌধুরী এর সাথে প্রধানমন্ত্রী দেখা করেছেন...... এর কারনে হয়ত তিনি কিছুটা দুঃখ ভুলতে পারবেন.........। এবং তার প্রতি উৎসাহী হয়ে দেশের সকল মানুষ দেশ কে আর ও ভালবাসবেন.........।।
তাই ধন্যবাদ রেজা ঘটক কে.........।
আন্তরিক ধন্যবাদ রমা চৌধুরীরকে আমাদের সামনে তুলে ধরবার জন্য! আপনার এই লেখাটির মাধ্যমে রমা চৌধুরীর উপর মানুষের সুনজর পড়ুক এবং তাঁর সাহায্যে সবাই এগিয়ে আসুক এই প্রত্যাশাই থাকলো।
©somewhere in net ltd.