নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবিষ্যত নেতা আসিফ

কখনো ব্লগ লেখার ইচ্ছা ছিলনা। হয়ত হবে। তাই চেষ্টা করে যাচ্ছি । অপরের ব্লগ পরতে ভালই লাগে।কিন্তু এই যান্ত্রিক জিবনে সব কিছুই হারিয়ে ফেলছি। এমন কি নিজেকেও............।

ভবিষ্যত নেতা আসিফ › বিস্তারিত পোস্টঃ

feeling আমিও ভোটার .........।। কিন্তু ভোটার আইডি কার্ড ১ বছর ধইরা পাইনাই......... :( :

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯

আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন …............।।

টিভি ও প্রিন্ট মিডিয়া গুলো খুললেই দেখা যাচ্ছে আওয়ামী লীগ এর নেতা- নেত্রীরা বলছে ৫ ই জানুয়ারী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ পাস করবে

সারা বিশ্ব এ সবাই জানে আওয়ামীলীগ ইতিমধ্যে ১৫৪ টি আসনে ( খালি মাঠে ) পাস করেছে এবং এই সংখ্যা সরকার গঠনের জন্য যথেষ্ট ।। তারা চাইলে বাকি আসন গুলো তে ও একই কাজ করতে পারত কিন্তু নির্বাচনের নামে নাটক করার জন্য বাকি আসন গুলো তে নিজেদের বিপরীতে নিজেদের প্রার্থীই দাড়া করাইছে...তার মানে আওয়ামী লীগ ই জিতবে.........।

যেখানে সব আসনে তাদের দলের প্রার্থী ই জিতবে সেখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে হয় তা হয়ত ২০১৪ সালের জনগণের বুঝতে কষ্ট হয়ার কথা না......।

.. শুধু শুধু এই নাটকীয় নির্বাচনের নামে দেশের মানুষের কষ্টে অর্জিত কোটি কোটি টাকা নষ্ট করা হচ্ছে.........।



...( মনে করেছিলাম এই নিলজ্জ নির্বাচন নিয়ে কিছু লিখবনা... বাধ্য হইসি রাঙ্গামাটির নির্বাচনী অবস্থা দেখে... এখানে আওয়ামী প্রার্থী বিপরীতে দারাইছে পার্বত্য অঞ্ছলের বহুল আলোচিত সন্ত্রাসি গ্রুপ এর নেতারা ।। যাদের প্রথম শর্ত হচ্ছে পার্বত্য চুক্তি মানে তিন পার্বত্য এলাকা কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে অন্য একটা রাষ্ট্র তৈরি করা...।। তার মানে রাঙ্গামাটি তে যদি কোন মতে ওই প্রার্থী জিতে ( কারণ আওয়ামী প্রার্থী এর উপর সবার আস্থা অনেক অনেক কম) তাহলে তিন পার্বত্য অঞ্ছলের সন্ত্রাসি গোষ্ঠী অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং বাঙালিরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পরবে...। ( hats off আওয়ামী লিগ...। তোমাদের কারনে হয়ত নতুন একটা দেশ পেতে যাচ্ছি ।। sorry আমরা না...উপজাতিরা একটা নতুন দেশ পেতে যাচ্ছে.........। I think so সকল বাঙ্গালীর উচিত তিন পার্বত্য অঞ্ছলে প্রবেশ করার জন্য এখন থেকেই একটা ভিসা ও পাসপোর্ট তৈরি করে রাখা......বলা যায়না ভবিষ্যৎ এ কখন আবার এইসব জাইগায় ঘুরতে যাইতে মন চায় . .....। )

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭

েফরারী এই মনটা আমার বলেছেন: কবি বলেছেন,
পাগলের সুখ মনে মনে ,
রাইত হইলে তারা গুনে ।।
কবি উপরোক্ত কবিতায় একটি বিশেষ শ্রেনীর পাগলের বৈশিষ্ট্য বর্ননা করেছেন।
কি সেই বৈশিষ্ট্য?
এদের কথাবার্তা মোটামুটি স্বাভাবিকই থাকে।শুধু তারা কল্পনার জগতে বাস করে ,আর যা দেখে মুলতঃ সবই তার দাবী করে।ভাবটা এমন গোটা দুনিয়ারই বাদশাহ্‌ সে।রাস্তায় রাস্তায় ঘুরে বেরায়। রাস্তায় ছদ্মবেশে বেড়াছ্ছে প্রজাদের অবস্হা দেখার জন্যে। এ ভাবের জগতে থাকার কারনে সারাদিন সে খুব সুখে থাকে।ভাবতে থাকে রাতের বেলা সে তার রাজপ্রসাদে ফিরে যাবে।
কিন্তু যখন রাতের বেলা হয় তখন ফুটপাতে শুয়ে আকাশের তারা গুনে।
এই হইলো Mango peaple....। আমরা ৫ বছরে একবার কোন একটা মার্কায় সীল মারার সুযোগ পেয়ে ঐ পাগলের মতো নিজেকে দেশের মালিক মনে করি।বাকি ৫ বছর রাস্তায় রাস্তায় ঘুরি।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.