নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবিষ্যত নেতা আসিফ

কখনো ব্লগ লেখার ইচ্ছা ছিলনা। হয়ত হবে। তাই চেষ্টা করে যাচ্ছি । অপরের ব্লগ পরতে ভালই লাগে।কিন্তু এই যান্ত্রিক জিবনে সব কিছুই হারিয়ে ফেলছি। এমন কি নিজেকেও............।

ভবিষ্যত নেতা আসিফ › বিস্তারিত পোস্টঃ

সরকারের উচিত যারা পাস করছে তাদেরকে পুরষ্কীত না কইরা যারা ফেল করছে তাদের কে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া

১৯ শে মে, ২০১৪ ভোর ৬:৫২

সরকারের উচিত যারা পাস করছে তাদেরকে পুরষ্কীত না কইরা যারা ফেল করছে তাদের কে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া ...। কারণ তারা এযুগে প্রায় অসম্ভভ কাজকে সম্ভভ করছে (অনেকটা অনন্ত জলিল এর মতো)। এ কাজটা করতে তারা যে পরিমাণ পরিশ্রম, মেধার অপচয়, সময় ব্যয় ও সততার পরিচয় (ফেসবুক এ প্রশ্ন পাইয়া ও পরে নাই) দিয়েছে তাতে তারা নিঃসন্দেহে পুরষ্কার পাওয়ার দাবিদার...   

৯১% পাসের সময় তারা ফেল করছে দেখেই হয়ত আজ দেশে পরীক্ষা সিস্টেম চালু আছে.. নাইলে হয়ত কয়েকদিন পর দশম শ্রেণী শেষ করার পরেই সবাই কে পরীক্ষা না নিয়ে A+ এর সার্টিফিকেট দিয়ে দেয়া হত...... তবে কয়েক বছর পরেই হয়ত কারো স্বপ্ন বাস্তবায়ন এ এমনটা করে ফেলা হতেই পারে......।

বিশেষ দ্রষ্টব্যঃ যারা মনে করতেছেন যারা ফেল করছে তাদের প্রতি আমার কোন সমবেদনা নাই তাদেরকে বলছি পরীক্ষায় অংশগ্রহণ করে এযুগে কেউ ফেল করছে তা আমার বিশ্বাস হয় না...। যেই ৯% বাকি ছিল তাদের হয়ত কেউ একটা পরীক্ষা দিয়ে বাকিগুলা দেই নাই,কেউ হয়ত প্রথম এক্সাম এই নকল(অত্যন্ত ভাল কাজ) এ ধরা খাইচে,কোন মেয়েরে ভাল পাত্র পাইয়া বিয়ে দিয়া দিসে ,কেউ ঘড় থেকে ভাইগা গেসে, কেউ হয়ত প্রথম এক্সাম ভাল হওয়ার কারনে অতিরিক্ত খুশিতে হার্ট আট্যাক বা লাফ দিয়ে হাত পা ভাইঙ্গা আর এক্সাম ই দিতে পারে নাই।। :P :P

তবে একটা কথা সত্য ওই ৯% ই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার (রাজনীতিবিদ)... তাই সরকারের উচিত তাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা করা   ।। কারণ এদের মধ্যেই কেউ হয়ত শিক্ষামন্ত্রী হয়ে পরবর্তী প্রজন্মের জন্য এসএমএস এ প্রশ্নের ব্যবস্থা করবে এবং বলবে বাংলাদেশে তো নেটওয়ার্ক ই নাই প্রশ্ন কিভাবে ফাস হবে??!!!! =D =D

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ সকাল ৮:০৪

দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৩৮

ল্যাটিচুড বলেছেন: তবে একটা কথা সত্য ওই ৯% ই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার (রাজনীতিবিদ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.