![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ
৮ই ফেব্রুয়ারী, ২০১৩ !! যারা এটাকে আর একটি তারিখ ভেবে ভুল করছেন, তারা জেনে নিন, এটা ছিল প্রজন্ম '৭১ এর কাছে ৭ই মার্চ ! এই দিন ছিল গণজাগরণের এক অভূতপূর্ব গন মহাসমাবেশ, যা আগে কেউ কোনদিন দেখে নি !! এই দিন এই দেশের ইতিহাসের সর্ব বৃহৎ অরাজনৈতিক মহা সমাবেশ, যেখানে এক দফা, এক দাবি, রাজাকারের ফাঁসির দাবি তে সমবেত হয়েছিলেন, এই দেশের লাখ লাখ আম-জনতা এবং তাদের কে কেউ টাকা দিয়ে ভাড়া করে আনে নি, তারা এসেছিলেন নিজেদের বিবেকের তাড়নায়, বাংলার কলঙ্ক মুক্তির আশে ! এটা ছিল আগাগোড়া অরাজনৈতিক কর্মসূচী এবং এখনো আছে ও থাকবে !! কিন্তু কালকের সমাবেশ নিয়ে কিছু কিছু মানুষের মধ্যে ভুল ভ্রান্তি দেখা যাচ্ছে বা কোন কোন ছাগু অপপ্রচার চালাচ্ছে !! তাদের ভাষ্যমতে, এখানে কেন রাজনৈতিক নেতারা বক্তৃতা দিলেন !! হু, কথা সত্য, একটা অরাজনৈতিক গন মানুষের প্রোগ্রামে তারা কেন, তাদের তো আসা নিষেধ !! আসলে সেটা তা নয়, বলা হয়েছিল কেউ তাদের দলীয় ব্যানারে এসে কোন দলীয় কথা বার্তা বলতে পারবেন না এবং সেটাই হয়েছে !! এখানে কালকে যারা এসে ভাষণ দিয়েছেন, সেখানে কোন তথাকথিত রাজনৈতিক ভাষণ ছিল না !! তারাও এ প্রজন্মের ছাত্র নেতা, তারাও এসেছিলেন তাদের বিবেকের তাড়না থেকে, এবং তারা এসেছিলেন এই গণ জাগরণের সাথে সংহতি প্রকাশ করতে, এবং তাদের বক্তৃতায় সেটা সু-স্পষ্ট !! সেখানে কোন রাজনৈতিক দাবিদাওয়া বা কাঁদা ছোড়াছুড়ি ছিল না, ছিল শুধু এক দফা এক দাবি, ফাঁসি, ফাঁসি !! সুতরাং, এটা নিয়ে ভুল বোঝা বুঝির কোন সুযোগ নাই !! যারা ভুল বুঝেছেন, তারা এখন ই শুদরে নিন, আর ছাগুরা যা করার কর ! জয় বাংলা !
©somewhere in net ltd.