নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়াজ

[লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ধধধিলনষড়ম/ঢ়ড়ংঃ/24094] [রং=#ঈঈ3300] Can

আওয়াজ

আওয়াজ !!! আওয়াজ এর কাছ থেকে হয় তো আপনারা কিছুই পাবেন না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি কোন কষ্ট পাবেন না। সামান্য ধন্যবাদ দেওয়া ছাড়া তো আমার কাছে কিছু নেই। একটা শিশুর যখন জন্ম হয় তখন কিন্তু প্রথম তার কান্নার আওয়াজ পাওয়া যায়। আমিও অনেক ক্ষেত্রে ঐ শিশুর মত। অনেক কিছু জানি না বা বুঝতে পারি না বা শিক্ষার ইচ্ছা আছে কিন্তু কি ভাবে শুরু করবো তাও হয়তো বুঝতে পারছি না... ওয়েব রিলেটেড অনেক অনেক প্রশ্ন আমার ভিতর ঘুড়ে বেড়ায়। কিন্তু কোন সমাধান খুঁজে পাই না। এখানে তো অনেক অনেক ব্লগার আছেন, ওয়েব রিলেটেড অনেক ব্যাপারে আপনারা অনেকে অনেক কিছু জানেন... এই শিশুর দিকে কি একটু লক্ষ্য করেবেন। সে ব্যাপারে আপনাদের কে প্রশ্ন করবো... সমস্যা হলেই প্রশ্ন করবো... আশা করছি... আমার পাশে আপনাদের সবাইকে পাবো চাওয়া পাওয়া খুব সীমিত [গাঢ়]খুব ভালো একজন ওয়েব ডেভলপার হতে চাচ্ছি...[/গাঢ়]

আওয়াজ › বিস্তারিত পোস্টঃ

কিভাবে এই ধরণের ফিডব্যাক তৈরী করা যাবে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৮

অনুগ্রহ করে কেউ কি আমাকে বলবেন, কিভাবে এই ধরণের একটা ফিডব্যাক আমার ওয়েব পেউজ এ রাখতে পারবো। এ ব্যাপারে যদি কেউ সাহায্য করতেন খুব উপকার হবে। ওয়েব এ পাওয়া যায়, ঐ ধরণের ফ্রি ফিডব্যাক পেইজ এর লিংক চাচ্ছি না। প্লিজ একটু লক্ষ্য করুন:



একটা Example দিয়ে বুঝাতে চেষ্টা করলাম,



১ম স্কীন সর্ট: সব গুলো ফ্লিডে লেখার পর Submit Contact Form এ ক্লিক করার পর Author এর নিধার্রিত মেইল এ চলে যাবে।



২য় স্কীন সর্ট: তারপর একটা ম্যাসেজ আসবে। অনেক ধরণের ম্যাসেজ এসে থাকে। যা সিলেক্ট করা থাকবে।



যদি কেউ বিস্তারিত লিখে জানাতেন অনেক উপকার হতো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৩

ফরিদ বলেছেন: আামার ওয়েবসাইটের কন্টাক্ট ফরম যেটা আছে সেটা চলবে?

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:০৯

অতিথি বলেছেন: সহজ ভাষায় যেটুকু পারি, বলার চেষ্টা করছি। বাকিটা নিচের লিংক থেকে দেখে নিন।

একটা ওয়েব পেজ বানাতে হবে আপনাকে, যেখানে একটা ফর্ম থাকবে। ফর্মটা পোস্ট করা হলে এর কনটেনট আপনার মেইলে পাবেন। তবে এক্ষেত্রে কনফার্মেশন দেয়া সম্ভব নয় (যেটা আপনার দ্্বিতীয় ছবিতে আছে)।

Click This Link
(বাম দিকে HTML কোড আর ডানদিকে আউটপুট দেয়া আছে)

কনফার্মেশন সহ যদি চান, তবে আপনাকে পিএইচপি বা এধরনের কোন ভাষা ব্যবহার করতে হবে। গুগল করে দেখেন এই কি-ওয়ার্ড দিয়ে, php form tutorial, অনেক উদাহরণ পেয়ে যাবেন।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৪

আওয়াজ বলেছেন: ফরিদ,
অবশ্যই চলবে। আপনি প্লিজ ব্যবস্থা করুন।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৪৫

আওয়াজ বলেছেন: বায়েজীদ,
আপনাকে ধন্যবাদ।

আমি চেষ্টা করছি। আপনাকে বিস্তারিত আরো হয়তো অনেক কিছু লিখে জানাবো।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:২০

অতিথি বলেছেন: এই ফিড ব্যাক আর মন্তব্য ডায়রী তৈরী করতে অনেক পড়াশুনা করলাম ।
ফল হল, শূণ্য !

কারণ নিজস্ব সাভার্র ব্যতীত তৈরী অসম্ভব । যেখানে তথ্য রাখা যাবে আর প্রয়োজনে টানাটানি করা যাবে । অনেকটা ডাটা ট্রানসফার এর স্টাইলে । জাভা, পি.এস.পি. সব ভাষায়ই ট্রায় মারলাম ।
একটু অভিজ্ঞতা হল আর কি কম্পিউটারের ভাষা সম্পর্কে ।

৬| ০৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৪:৪১

আওয়াজ বলেছেন: সবাইকে ধন্যবাদ।

ফরিদ,
আপনি প্লিজ আমাকে মেইল করে কোড গুলো সেন্ড করে দিন।

বায়েজীদ আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.