![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনি হলেন কুয়েতের রানী Sheikha Intisar Al Sabah যিনি সফররত প্রধানমন্ত্রী মোদিকে বিরল সৌজন্য সাক্ষাৎকার দিচ্ছেন তাঁর সদ্য সমাপ্ত সফরে । তিনি নিজে হিজাব বোরকা অনেকদিনই পদদলিত করেছেন এবং এক পুরোদস্তুর আধুনিকা । কিন্তু আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশের মহিলাদের এগুলো পরিধান করা নিশ্চিত করেছেন ধর্মীয় চাবুকের মাধ্যমে ।হিন্দু ধর্মের সকল ধর্মগ্রন্থের মধ্যে কোন শ্লোকটি আপনার সবচেয়ে প্রিয়, যেটি মৃত্যুর সময় পাঠ করলে মনে হয় আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করছেন?
আমাকে প্রশ্ন টি করার জন্য ধন্যবাদ জানাই।
শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা
আ যে ধামানি দিব্যানি তস্থূ॥
বেদাহমেতং পুরুষং মহান্তম্
আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ।
তমেব বিদিত্বাতিমৃত্যুমেতি
নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়॥
— শ্বেতাশ্বতর উপনিষৎ
''শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ/ দিব্যধামবাসী। আমি জেনেছি তাঁহারে মহান্ত পুরুষ যিনি/ আঁধারের পারে জ্যোতির্ময়। / তাঁরে জেনে তাঁর পানে চাহি/ মৃত্যুরে লঙ্ঘিতে পার, অন্য পথ নাহি।''(রবীন্দ্রনাথের অনুবাদ) এটি আমার সবথেকে প্রিয় বেদমন্ত্র। যদি এটি বলার যোগ্যতা অর্জন করতে পারি, আর মৃত্যুর মুহূর্তে (এখনো অর্ধ শতাব্দীকাল পার হইনি!)পরিপূর্ণ জ্ঞান থাকে এবং এই মন্ত্র পাঠ করতে পারি, তাহলে মনে হয় মৃত্যুকে ছাড়িয়ে অমৃতের পথে যাত্রা সহজ হয়ে যাবে। ধন্যবাদ।
©somewhere in net ltd.