![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নকল সাজে নকল মানুষ সেজে
পার করি নকল জীবন –
লাল রিবনের আড়ম্বর ফুরালে
তুলতুলে পুডল কুকুরের হাত বদল হবে
সেই নকল রাতে নকল ঝাড়বাতি
নকল উচ্ছ্বাস নকল আশ্বাস
নকল নকল করে হাত তালি দেবে
দারুণ অভ্যাসে আমারই কণ্ঠস্বর
অবিকল নকল হবে চরাচরময়
অনাগত দিনে
কোন আটপৌরে ভোরে
আটপৌরে নিজেকে চিনব কী করে?
©somewhere in net ltd.