![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগলদের এই শুয়রের খোয়াড়ে আমি অপাংতেয়।
নোবেল বিজয়ী অমর্ত্য সেন জীবনের বেশিরভাগ সময় পাশ্চাত্যে অবস্থান করলেও শুদ্ধ বাঙলায়, বাঙলা উচ্চারণে, কোন ইংরেজি বাক্য ব্যবহার না করে 1 ঘন্টার সাক্ষাতকারে দিতে পারেন। অনেক দিন আমেরিকায় থাকার পরও অধ্যাপক জাফর ইকবাল শুদ্ধ বাঙলায়, বাঙলা উচ্চারণে বাঙলা বলেন। কিন্তু বাংলাদেশে অভিজাত এলাকয় বসবাস কারী অনেকে কথা বলে বাঙলা ভেজাল দেয়া ইংরেজিতে। যতটুকু বাঙলা বলে তাও বিজাতীয় উচ্চারণে। নিজের মাতৃ ভাষাকে অপমান না করলে জাতে উঠা যায় না!
কোন কোন টিভি চ্যানেল ও রেডিও তে এখন ধুম পরেছে বিকৃত উচ্চারণে খিচুড়ি ভাষায় অনুষ্ঠান পরিচালনার। বাঙলা ভাষার উপর আক্রমন নতুন নয়। হাজার বছর আগে থেকে শুরু করে বর্তমানেও চলছে না রূপে নানা চেহারায়। সর্বকালের সর্বযুগের বাঙলা ভাষা বিরোধীদের প্রতি , সাড়ে তিনশত বৎসর আগে উচ্চকন্েঠ অমোঘ বাণী উচ্চারণ করেছিলেন মধ্যযুগের কবি আব্দুল হাকিম:
[গাঢ়]যেই দেশে যেই বাক্য কহে নরগণ
সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন ।
যে সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় না জানি ।
দেশী ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়
নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায় । [/গাঢ়]
-----------------------------------------------------------------------
আবদুল হাকিম মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি। তাঁর জন্ম আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে।
তাঁর কবিতায় অনুপম ব্যাক্তিত্বের পরিচয় মেলে। স্বদেশের ও স্বভাষার প্রতি তাঁর ছিল অটুট ও অপরিসীম প্রেম। তাঁর আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃ ইউসুফ জোলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালা ও শহরনামা। তিনি ১৬৯০ সালে মৃত্যুবরণ করেন।
তথ্য সূত্র : !@@!458713, !@@!458714 !@@!458715
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:০০
আরাফাত রহমান বলেছেন: আরে ধুর মিয়া আপনে একটা খ্যাত...
বাংলার লগে এট্টু ইংলিশ না মিশাইলে কি মডর্ান মডর্ান ভাব আসে ?
শুদ্ধ বাংলা ভাষায় কথা বললে কেমন জানি খ্যাত খ্যাত লাগে । তাইনা ?
তবে কৌশিক ভাইর মত শুধা (গালি) মিশ্রিত বাংলা না। মাফ চাই......
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:০২
অতিথি বলেছেন: আ.র......গাইল হইতাছে ভাষার অলংকার।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:০৩
অতিথি বলেছেন: আরাফাত, আমি গালি দেই না এখন। বইয়ের ক্যাম্পেইনের জন্য আপাতত বন্ধ রাখছি।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:০৫
অতিথি বলেছেন: ড: জাফর ইকবাল তো আমেরিকা গিয়েছেন গ্র্যাজুয়েট স্টাডি করার জন্য। 25 বছর বয়সে? বাংলাদেশের অভিজাত এলাকার যারা বিকৃত উচ্চারণে বাংলা বলে, তাদের দেখা যায় ছোটবেলা বাবা মা ইংরেজীতে দক্ষতার জন্য বাসাতেও ইংরেজীতে কথা বলতে উৎসাহিত করছে। টিভিতে চলছে হিন্দী বা ইংরেজী। ইংরেজী মাধ্যম স্কুলে তো সারাক্ষন ইংরেজীতে কথা বলতে উৎসাহিত করা হয়। ওরা বাংলা যে বলতে পারে এ-ই হয়তো বেশি! 25 বছর পর্যন্ত পুরাপুরি বাংলা পরিবেশে থেকে তারপরে ইংরেজীতে এক্সপোজড হওয়া আর ছোটবেলা থেকে একটা মিশ্র ভাষা পরিবেশে (ইংরেজী ও বাংলা) এক্সপোজড হওয়ার মধ্যে অনেক তফাৎ।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:১৬
আরাফাত রহমান বলেছেন: ভালো ভালো @ কৌশিক
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:২১
অতিথি বলেছেন: কি চমৎকার! নিজের ভাষা বাদ দিয়ে অন্য ভাষায় দক্ষ হওয়া!
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:২৩
অতিথি বলেছেন: ব্যাপারটা কুৎসিত, কিন্তু বলতে চাচ্ছিলাম, এর উপর ওদের নিজেদের হাত কম। দোষটা বাবা মায়ের।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:২৬
হযবরল বলেছেন: হুম , সেসব কাহার জন্ম নির্ণয় জানিলেও কিছু করবার জন্য সাংস্কৃতিক বিপ্লব দরকার।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:২৬
অতিথি বলেছেন: একমত @ আস্তমেয়ে
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:২৯
অতিথি বলেছেন: সমস্যা হচ্ছে.....শুদ্ধ বাংলা, ইংরেজী কোনটাই জানিনা।
আসল কথা হচ্ছে, ভাল করে কথা বলতেই শিখিনি। আমি একজন ব্যার্থ মানুষ!!
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৩৬
অতিথি বলেছেন: আমি শুদ্ধ বাংলায় কথা বলার কথা বলি নাই। বলেছি ভাষাকে হেয় করা নিয়ে। কথ্য ভাষায় কথা বলা কোন অপরাধ না, সারা পৃথিবীর মানুষ তাই করে।
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৩৬
অতিথি বলেছেন: উপরের মনতব্য @ দ্্রোহী
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৪১
অতিথি বলেছেন: আস
১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৫১
অতিথি বলেছেন: ইশটাইল।
১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৫৬
অতিথি বলেছেন: একেবারে শেষের লাইনের শেষ শব্দের আগের টায় কি কোন আ-কার আছে অ. বাঙালী?
আমি যখন আউড়াই কবিটাতা তখন আ-কার ছাড়াই চলে আসে তাই দোটানা লাগছে।
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:০০
তিমুর বলেছেন: কী হইসে? অ্যাতো হাউ কাউ ক্যান? আমাগো বাপদাদারা কী সহি ঘটি মাখরাজে বাংলা নিকলাইতো?
১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:০৫
অতিথি বলেছেন: বাংলা ভাষার সবচেয়ে বেশী অবমাননা হচ্ছে হিন্দি শব্দগুলো ঢুকে গিয়ে.... এত ফালতু লাগে যখন কেউ হিংলা(হিন্দি + বাংলা) ভাষায় কথা বলে.... ভারতীয় চ্যানেলগুলো সবচেয়ে বেশী অপভাষার আমদানী করছে.... এসব ঠেকানোর জন্য বন্ধ করে দেয়া উচিত ঐ সব ফালতু চ্যানেলগুলো....
১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:০৭
অতিথি বলেছেন: মনে হয় আ-কার ঠিকাছে। ড: আহমদ শরীফের 'বাঙালীর চিন্তা-চেতনার বিবর্তন ধারা' থেকে আমি নিয়েছি @ ধুগো
২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:২৪
অতিথি বলেছেন: কে কইছে আপনের বাপ দাদা সহি ঘটি মাখরাজে বাংলা নিকলাইছে ? @ তিমুর
২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৬
রাগিব বলেছেন: বাংলাদেশে জন্ম হওয়া, বড়ো হওয়া ইংরেজি মিডিয়ামে শিক্ষিতা একজন আমার এই বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট করছিলো। কোনো এক দাওয়াতে কি কথা থেকে আমার মুখে "অমুক মৃত্যুবরণ করেছে" এই বাক্যটা শুনে হা করে ছিলো। তার পর প্রশ্ন করলো "মৃত্যুবরণ " মানে কী?
আবদুল হাকিমকেই তখন স্মরণ করেছিলাম।
২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৩৭
অতিথি বলেছেন: এই অবস্থা ও আলোচনা, আজ থেকে নয়, অনেকদিন ধরেই চলে আসছে। মাঝে মাঝে সচেতনতার হাওয়া বয়, তখল বেশ বাংলা চলে, নতুন নতুন প্রতিশব্দ তৈরী হয়। দু'দিন পর আবার সেই তিমিরেই!
জার্মানীতেও এ সমস্যা রয়েছে বেশ। বেশ কিছু বেতার সংস্থা রয়েছে, তারা ইচ্ছাকৃতভাবেই এমন সব ইংরেজী শব্দ ব্যাবহার করে, অবাক হয়ে যেতে হয়। ইংরেজীর এই দাপট সবখানেই চলছে। বিশেষ করে কম্পিউটার সময়ের প্রভাবে এই দাপট আরো বেশী বিস্তারিত।
এই লেখার উত্তরে যারা লিখলেন, তাদের অনেককেই দেখলাম, তারা বাংলা প্রতিশব্দ থাকা সত্বেও ইংরেজী ব্যবহার করলেন। তাতে অবাক হলাম বেশ।
২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৫১
তিমুর বলেছেন: অচেনা, আপনার জেলা কই ? প্রমিত বাংলার বিধানে তাদের মুখের ভাষা কতটুকু শুদ্ধ? (শুদ্ধতার সংজ্ঞা এখানে অবশ্য অবান্তর) । প্রমিত বাংলায় কথা না বলার জন্য তাদেরকেও কী 'হিংসে বঙ্গবাণীর' গিলোটিনে ফেলতে হবে না কি ?
২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৫২
অতিথি বলেছেন: আমারো মনে হচ্ছে শেষ লাইনে না এর জায়গায় ন হবে।
আমাদের বাংলা ভাষার এই সমস্যাটা নতুন না।শেষের কবিতায় কেতকীর কথাগুলো পড়লেই বোঝা যায়।আমার মনে হয় না এটা আমাদের জন্য বড় কোন সমস্যা। যারা নিজের মাতৃভাষায় কথা বলতে অনীহা প্রকাশ করে তারা পৃথিবীর কোন ভাষাতেই বিকাশ লাভ করতে পারে না।
২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০৫
অতিথি বলেছেন: তিমুর,
আমি কোথায় বললাম প্রমিত বাংলার কথা? কথ্য ভাষা বলার জন্য গিলোটিন ফেলতে হবে এটাই বা কোথায় বললাম। দয়া করা দ্্রোহী কে যে মন্তব্য করেছি সেটা দেখুন। এই পোস্ট টা যারা ইচ্ছা করে বাংলা ভাষাকে বিকৃত ,হেয় করে তাদের কে নিয়ে।
২৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:০৮
অতিথি বলেছেন: এই পোস্ট যারা পড়েছেন এবং মন্তব্য করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ।
বিভ্রান্তি দূর করার জন্য কয়েকটি কথা :
1. আঞ্চলিক বা কথ্য ভাষার বিরূদ্ধে এই পোস্ট না। আঞ্চলিক ভাষা যে কোন ভাষার সম্পদ।
2. ইংরেজি বা অন্য কোন ভাষা শেখা বা বলার বিরূদ্ধে এই পোস্ট না।
3. বাংলাদেশে বসবাসকারী সকল ণৃ গোষ্ঠির মাতৃভাষাকে হেয় করে এই পোস্ট না।
4. এই পোস্ট যারা ইচ্ছাকৃত বাংলাকে হেয় করে বিকৃত করে তাদেরকে নিয়ে।
5. ভারতীয় চ্যনেলকে নকল করে নতুন প্রজন্মকে যারা খিচুড়ি ভাষায় দীক্ষা দিতে চাচ্ছেন তাদেরে হীন প্রচেষ্টার বিরুদ্ধে এি পোস্ট।
২৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:২২
অতিথি বলেছেন: সময়োপযোগী পোস্ট। দৃষ্টিভঙ্গীটাও ভালো। এরকম আরো লিখুন।
২৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:২৫
অতিথি বলেছেন: আস্ত ঠিক্কৈছে।
২৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০২
অতিথি বলেছেন: কিছু ভাবনা সংযুক্ত করছি::
প্রচলিত শুদ্ধ বাংলা'র বিপরীতে মিডিয়াতে আজকাল যে বাংলা চালানো হয় ( আনিসুল হকদের সিনেমা ও নাটকে, ব্রাত্য রাইসু ও আরো ক'জনের লেখায়), বেশ একটা ভাব ধরা হয় যে এই বাংলা ভাষা টা মানুষের মুখের ভাষা ।
মেনে নিচ্ছি, কিন্তু এই কথ্য রুপ কি সমগ্র বাংলাভাষাভাষিদের প্রতিনিধিত্ব করে? এটা বড়জোর ঢাকা ও আশেপাশের মানুষদের উচ্চারনরীতির সাথে মানায় । আমরা সিলেটের মানুষেরা তো এ রকম উচ্চারনে কথা বলিনা, চট্রগ্রামের মানুষ, নোয়াখালীর মানুষ বলেনা ।
যদি বলা হয়, এই ধরনটা একটা আঞ্চলিক একসেন্ট কে ধারন করে তাহলে ঠিক আছে কিন্তু গায়ের জোরে এটাকে 'নতুন বাংলা' বললে তো হবেনা ।
৩০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৭
অতিথি বলেছেন: প্রত্যেকটা অঞ্চলের মানুষের 'লোকাল ডায়ালেক্ট' কে সম্মান করে একটা কমন প্রমিত বাংলা ধরন(যা প্রচলিত আছে) কে চর্চায় রাখাটাই শ্রেয় ।
নাটক সিনেমায় সিলেট,নোয়াখালী বা অন্য সব আঞ্চলিকে উচ্চারনের কৌতুকপ্রদ উপস্থাপন আগ্রাসী ফাজলামী ছাড়া আর কিছুই নয় ।
৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:০০
অতিথি বলেছেন: হাসান মোরশেদ এর শেষ লাইনটি সত্যিই ভালো লাগলো। এভাবেই তৈরী হয় বিদ্ধেষ।
আগ্রাসী ফাজলামী না বলে, অবিবেচক ইতরামী বলাই শ্রেয়।
৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:৪৭
পথিক!!!!!!! বলেছেন: চমৎকার লেখা
৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৮
অতিথি বলেছেন: Ham future me ai language eo to bat korte pari !
৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:৩৭
আরশাদ রহমান বলেছেন: আমার লেখায় আপনার মন্তব্যের জবাবে লিখেছিলাম আপনার লেখা ভালো লেগেছে। তারপরেও ভাবলাম এখানেও জানিয়ে দেই।
৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:২৫
অতিথি বলেছেন: গুরু, পথিক ও আরশাদ রহমান
অশেষ ধন্যবাদ আপনাদের।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৭
অতিথি বলেছেন: একটা আন্দোলন হওয়া দরকার। সেই সাথে রেডিও ফুর্তি আর টুডে'র প্রডিওসরদের নেংটা করে কয়েকদিন শহীদ মিনারের সামনে টানিয়ে রাখা দরকার।