নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘৃণা

শুধু রাজাকারদের জন্য আর সুযোগ মত পাইলে খতম

অচেনা বাঙালী

ছাগলদের এই শুয়রের খোয়াড়ে আমি অপাংতেয়।

অচেনা বাঙালী › বিস্তারিত পোস্টঃ

বাংলার আঞ্চলিক ভাষা - কত বৈচিত্রময়

১৪ ই মে, ২০০৭ সকাল ১১:৩৭

ড: মুহম্মদ শহীদুল্লাহ্‌ তাঁর 'বাঙ্গলা ব্যকরণ' বইয়ে আঞ্চলিক ভাষার নমুনা দিয়েছেন এইভাবে :



সাধু ভাষা : এক লোকের দুইটি ছেলে ছিল।

কলকাতা-নদীয়া : অ্যাকজন লোকের দুটো ছেলে ছিল।

খুলনা-যশোর : অ্যাকজন মান্‌সির দুটো ছাওয়াল ছিল।

মানভূম : এক লোকের দুটো বেটা ছিল।

মেদিনীপুর : এল লোক্কার দুই পো থাইল।

মালদহ : য়্যাক ঝোন ম্যানশের দুটো ব্যাটা আছলো।

বগুড়া : য়্যাক ঝনের দুই ব্যাটা ছৈল আছিল।

রংপুর : একজন ম্যানশের দুইক্‌না ব্যাটা আছিল্‌।

ঢাকা : একজন মানসের দুইডা পোলা আছিলো।

ময়মনসিংহ : য়্যক জনের দুই পুত্‌ আছিল।

সিলেট : এক মানুশর দুই পোয়া আছিল।

চট্টগ্রাম : এগুয়া মানশের দুয়া পোয়া আছিল্‌।

নোয়াখালী : একজনের দুই হুত আছিল।





দেখা যাচ্ছে উপরের নমুনায় বরিশাল বাদে বাংলার প্রায় সব অঞ্চল কাভার হয়েছে। কৌশিক নিশ্চয়ই শিঘ্রি বরিশালের টা দিয়ে দিবেন। আমার সবচেয়ে ভালো লেগেছে নোয়াখালীর ভাষা। কি সুইট আর স্মার্ট ! বাংলা ভাষা প্রমিত করণ আন্দোলনে আমি নোয়খানীকে ভোট দিব।



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০০৭ সকাল ১১:৪৩

আনোয়ার সাদাত শিমুল বলেছেন: হা হা। এইটা নিয়ে আমাদের ক্লাসে হেভী হাসাহাসি হইছিল। ধন্যবাদ

২| ১৪ ই মে, ২০০৭ দুপুর ১২:৪৭

সাব্বির০০৭ বলেছেন: ওই হারামী বরিশাল কই

৩| ১৪ ই মে, ২০০৭ দুপুর ১২:৫৪

অচেনা বাঙালী বলেছেন: আবাল সাব্বির, পোস্ট পইড়া দেখ ?

৪| ১৪ ই মে, ২০০৭ দুপুর ১:২৪

এ. কে. লিপু বলেছেন: খুলনারডা হইনি

৫| ১৪ ই মে, ২০০৭ দুপুর ১:২৮

অচেনা বাঙালী বলেছেন: তাইলে আপনে কন @ লিপু

৬| ১৪ ই মে, ২০০৭ রাত ৮:৩৪

রািজব বলেছেন: এই আবালগুলা ব্যান করা উচিত!

৭| ১৪ ই মে, ২০০৭ রাত ৮:৪২

আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: রািজব নামক আবালগুলা ব্যান করা উচিত

৮| ২২ শে মে, ২০০৭ সকাল ১০:৩১

হযবরল বলেছেন: জোশ পোস্ট।

৯| ২২ শে মে, ২০০৭ সকাল ১০:৩৩

কৌশিক বলেছেন: এক ব্যাডার দুইডা পোলা আছিলো!

১০| ২২ শে মে, ২০০৭ সকাল ১০:৩৭

তেলাপোকা বলেছেন: নোয়াখালির ভাষাতো অর্ধ ইংরেজী ভাষা ঐটা স্মার্ট হইবো নাতো আপনি স্মার্ট হইবেন , এখানে সব এলাকার আঞ্চিলক ভাষা উঠে আসুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.