![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাগলদের এই শুয়রের খোয়াড়ে আমি অপাংতেয়।
চরম অপমানজনক এই ছবিটা ব্লগে প্রায়ই দেখতে হয়। এটা কোন ব্যক্তিকে অপমান করা না গোটা বাংলাদেশকে অপমান। কোন মানুষ যত নীচু মানসিকতার হোক না কেন নিজ জাতির এই অপমানের ছবি নিজের প্রোফাইলে রাখতে পারে না। বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিকধারী এই কাজ করেছে।
অশ্লীলতা নিয়ে অনেক হাউকাউ হচ্ছে, কিন্তু এই নিকটা কি অশ্লীল না। নোটিশ বোর্ড কে অনুরোধ করছি নিকটা ব্যান করতে।
২| ২৯ শে মে, ২০০৭ বিকাল ৪:১১
চোর বলেছেন: পোস্টে সহমত।
৩| ২৯ শে মে, ২০০৭ বিকাল ৪:১৯
অচেনা বাঙালী বলেছেন: রবিনহুডের বক্তব্যের অপেক্ষায়, যদিও আগে এ নিয়ে জিজ্ঞাস করে উত্তর পাওয়া যায় নাই।
৪| ২৯ শে মে, ২০০৭ বিকাল ৪:২১
হাসিব বলেছেন: আমিও রবিনহুডের অপেক্ষায় আছি । আমার এক পোস্টে উনি এরশাদ করছেন আমি নাকি বিষ্ঠা ছড়াই । বিষ্ঠা কে কোথায় কিভাবে ছড়ায় সেইটা নিয়ে আমি সেদিন সময়ের অভাবে আলোচনায় বসতে পারি নাই । বসার ইচ্ছা আছে ।
৫| ২৯ শে মে, ২০০৭ বিকাল ৪:২৯
স্যমলা বলেছেন: অপমান করতে পারেন, আর তা ব্লগে দিতেপারবান না, এটা কেমন কথা!!
৬| ০৪ ঠা জুন, ২০০৭ বিকাল ৩:০৮
হ।স।ন বলেছেন: বাংলাদেশের অপমান? লুংগি পরাটা তাইলে পাকি নাকি?
৭| ০৪ ঠা জুন, ২০০৭ বিকাল ৩:২৫
চোর বলেছেন: নোটিশবোর্ডের টাইম আছে এইগুলা দেখার?
৮| ০৪ ঠা জুন, ২০০৭ বিকাল ৩:৩০
ধূসর ছায়া বলেছেন: শালার রক্তে দোষ ।
৯| ১৩ ই জুন, ২০০৭ রাত ১১:৪২
রবিনহুড বলেছেন: এই ছবি টা যদি আশ্লীল হয় তাহলে "হযবরল" এর ছবিটা কি?
এই ছবি টা আশ্লীল না, এর আন্য একটা অর্থ আছে।
আমি যা বুঝাতে চেয়েছি, তা হল সেই দিন গুলোতে আমরা কতটা আসহায় ছিলাম।
দুক্ষ লাগল খোলা মনের প্রবক্তারা ছবি টাকে খোলামনে দেখতে পারলেন না।
১০| ১৩ ই জুন, ২০০৭ রাত ১১:৪৩
রবিনহুড বলেছেন: পোষ্টটা আনেক দেরী করে দেখলাম বলে উত্তর দিতে দেরী হল।
১১| ১৩ ই জুন, ২০০৭ রাত ১১:৪৫
নুরা পাগলা বলেছেন: রবিন মিয়া, পাবলিক বালা পায় না - ফটুটা বদলান
১২| ১৯ শে জুন, ২০০৭ দুপুর ১:১৪
রবিনহুড বলেছেন: নুরা পাগলা @ ছবিটা পরিবর্তন করতাম, যদি এটা অশ্লীল কিছু হত।
আমি আমার পক্ষে ব্যাক্ষা দিয়েছি। এর পর আমি আর কি করতে পারি?
আপনার কথায় যুক্তি আছে অন্যদের তুলনায়। আনেকেই অন্ধ ভাবে সমালোচনা করছে। তারা প্রমান করতে ব্যার্থ হয়েছে এটা অশ্লীল।
১৩| ২৩ শে জুন, ২০০৭ বিকাল ৪:১৮
হাসান বিপুল বলেছেন: সরি, আপনারা সম্ভবত ভুল বুঝছেন। এই ফটোর পেছনের সংক্ষিপ্ত ইতিহাস পাবেন আমার একটা লেখায়, লিংকটা দিয়ে দিলাম-
Click This Link
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৯:১০
মামু বলেছেন: অভিযোগটা তো অশ্লীললতা নিয়া, ছবি অশ্লীল হইলে তাইলে শ্লীল কোনডা?
মোনালিসার ছবির উন্নত বক্ষের ছবি কি অশ্লীল?
১৫| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৩৩
কালা পাহাড় ২০০০ বলেছেন: এইখানে সব পাগলের কথা। আমি তাই ভালা মানুষ কিছু কইলামনা।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০০৭ বিকাল ৪:০৭
ধূসর ছায়া বলেছেন: রবিনহুডের বক্তব্যের অপেক্ষায় আছি ....