নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
এশিয়া মহাদেশে মোট ৪৮ টি দেশ রয়েছে। সব দেশের রয়েছে, নিজস্ব জাতীয় পতাকা। প্রতিটি দেশের মানুষের জন্য জাতীয় পতাকা, অনেক গুরুত্বপূর্ন একটি বিষয়। জাতীয় পতাকা, একই সাথে একটি দেশের মানুষের ইতিহাস, ঐতিহ্য এবং সার্বভৌমত্বের প্রতীক। তাই সকল জাতীয় পতাকাই ভীষন আগ্রহ উদ্দীপক।
বাংলাদেশ
প্রাণপ্রিয় বাংলাদেশ, মানেই যেন লাল-সবুজ। আমাদের পতাকার লাল বৃত্তটি হলো আসলে উদীয়মান সূর্য, যার গাঢ় লাল রং, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, শহীদদের আত্নত্যাগকে স্বরণ করিয়ে দেয়। আমাদের পতাকার সবুজ রং, চির সবুজ বাংলাদেশের অনাবিল সৌন্দর্যের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6
ভারত
প্রতিবেশী ভারতের জাতীয় পতাকা নিয়ে লিখতে গেলে আস্ত একটা পোষ্ট দেয়া লাগে। ভারতের জাতীয় পতাকায় মূখ্যত রয়েছে তিনটি রং। কমলা (স্যাফ্রন /কেশরী), সাদা এবং সবুজ। এর মাঝে রয়েছে, একটি অশোক চক্র যাকে ধর্মচক্রও বলা হয়। ভারতের কমলা তথা স্যাফ্রন রংটি হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ন রং, বৌদ্ধ ধর্মেও এর গুরুত্ব রয়েছে।এই কমলা রং দ্বারা আবার অনেকে শিখদের কথাও বলেন, যেহেতু শিখ গুরুরা এই রং এর কাপড় পরিধান করেন।
প্রচলিত একটি ধারণা- কমলা দিয়ে হিন্দু, সবুজ দিয়ে মুসলমান এবং অশোকচক্র সহ সাদা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধা তথা আইনের সর্বময়তাকে নির্দেশ করে।
তবে সরকারিভাবে বলা হয় ভিন্ন কথা, স্যাফ্রন রং দ্বারা শক্তি-সাহস, ধর্মচক্র সহ সাদা রং নির্দেশ করে শান্তি এবং সত্য, আর পরিশেষে সবুজ রং বোঝায় ভারতের প্রকৃতি, ভূমির উর্বরতা, সাফল্য ইত্যাদি।
ভারতের জাতীয় পতাকা সবসময় খাদি বা খদ্দের কাপড় দিয়ে বানাতে হয়, যার লঙ্ঘনে হতে পারে তিন বছরের জেল!
ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ২:৩
পাকিস্তান
পাকিস্তানের জাতীয় পতাকায় রয়েছে, দুইটি রং। সবুজ- যা ইসলামকে নির্দেশ করে, সাদা- যা পাকিস্তানের অন্যান্য ধর্মকে নির্দেশ করে। সাদা চাঁদ, এবং তারা দিয়ে উন্নতি- প্রগতি নির্দেশিত হয়।(মনে রাখা দরকার যে, চাঁদ তারার সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই। অর্ধচন্দ্র, তারা এসব অটোমান সাম্রাজ্যের প্রতীক)
পাকিস্তানের পতাকা- ইসলামের প্রতি তার কর্তব্য- দায়িত্ব, এবং অন্যান্য ধর্মের মানুষের প্রতি তার কর্তব্যকে নির্দেশিত করে।
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2
নেপাল
নেপালের জাতীয় পতাকা বিশ্বের একমাত্র ব্যতিক্রমধর্মী পতাকা যা মূলত দুটি ত্রিভূজ দ্বারা গঠিত পঞ্চভূজ! এই পতাকাটিকে নিয়েও রয়েছে অনেক ব্যখ্যা বিশ্লেষন।
নেপালের জাতীয় পতাকায় রয়েছে মূলত দুটি রং এবং সাদা রং এর চাঁদ-সূর্য। টকটকে লাল (যা তাদের জাতীয় ফুল থেকে এসেছে) এবং পতাকার চারিদিকে (যদিও পতাকাটি চারকোনা না!) গাঢ় নীল রং। এই লাল নির্দেশ করে সাহসী নেপালবাসীকে, যেখানে নীল রং দ্বারা বোঝায়, শান্তি । ১৬ই ডিসেম্বর, ১৯৬২ সালে নতুন সরকার গঠনের সময় নেপালের বর্তমান পতাকাটি গৃহীত হয়।
নেপালের পতাকার তিন কোনা অংশ গুলো হিমালয়কে চিহ্নিত করে।
সাদা চাঁদ-- রাজপরিবার কে এবং সূর্য---রানা পরিবারকে (নেপালের আদি শাসক) নির্দেশ করে।
একই সাথে নেপালবাসী চায়, নেপাল যেন চাঁদ সূর্যের মতো দীর্ঘজীবি হয়...।
এই পতাকায় চাঁদ সূর্যের আরেকটা ব্যাখ্যা আছে-
চাঁদ- হিমালয়ের উচুঁ এলাকার ঠান্ডা,
সূর্য- নিচু এলাকার গরমকে উল্ল্যেখ করে।
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, অমূলদ সংখ্যা!
জাপান
জাপানের বর্তমান জাতীয় পতাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গৃহীত হয়। এই পতাকাটির সাথে আমাদের পতাকার মিল বিদ্যমান।
জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। তাদের পতাকার লাল সূর্যের ব্যাখ্যা তাই সহজেই করা যায়। এই সূর্য জাপানের সমৃদ্ধশালী ভবিষ্যতের কথাও বলে।
সাদা জমিন- জাপানের মানুষের শুদ্ধতা, সততা ও ঐক্যকে নির্দেশ করে।
7:10 হলো জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত।
চীন
চীনের জাতীয় পতাকা নিয়ে কথা বেশি নেই, কিন্তু এই সামান্য কথাই অনেক গভীর।
চীনের জাতীয় পতাকায় লাল জমিনের উপরে পাঁচটি সোনালী তারা দেখা যায়। ১৯৪৯ সালের ১লা অক্টোবর এই পতাকাটি চীনবাসী গ্রহণ করে। এই রক্তাভ লাল দিয়ে বোঝায়, চীনের কম্যুনিষ্ট রেভ্যুলেশন। একই সাথে লাল, চৈনিকদের ঐতিহ্যগতভাবে জাতীয় রং। পতাকার বড় তারাটি দিয়ে চীনের কম্যুনিস্ট পার্টি , এবং ছোট চারটি তারা দিয়ে সমাজের অন্য চারটি শ্রেনিকে নির্দেশ করে।
- শ্রমিক শ্রেণি
- কৃষক শ্রেণি
- শহুরে (বুর্জোয়া) মধ্যবিত্ত
- জাতীয় (বুর্জোয়া) মধ্যবিত্ত
তাছাড়া চীনে ৫ সংখ্যাটি অনেক গুরুত্বপূর্ন।
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ২:৩।
শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার জাতীয় পতাকাটি আঁকা নিশ্চয়ই অনেক কঠিন, কারন এখানে তরবারি হাতে একটা সিংহ দাড়িয়ে আছে!!
শ্রীলঙ্কার পতাকার সবুজ অংশ দিয়ে মুসলমান, কমলা অংশ দিয়ে হিন্দুদের, সোনালি অংশ দিয়ে বৌদ্ধদের এবং মেরুন বাদামী রং দিয়ে আসল শ্রীলঙ্কান তথা সিনহালেস আদিবাসীদের বোঝানো হয়।
পতাকার চার কোনায় চারটি অশ্বত্থের পাতা দেখা যায়, যা নির্দেশ করে বৌদ্ধ ধর্মের চারটি মূল নীতিকে, যথা-
- মেত্থা- জীবে দয়া
- কারুনা - করুণা
- উপেকশা - শান্ত থাকা, ধ্যান করা
- মুদিথা - শান্তি, সুখে থাকা
শ্রীলঙ্কায় ৪৮৬ খ্রি.পূর্ব থেকে সোনালী সিংহকে তাদের প্রতীক মানা হয়। শ্রীলঙ্কার প্রথম রাজা বিজায়া এই প্রতীক চালু করেন। এই সিংহ আবার বৌদ্ধ ধর্মেরও কিছু প্রতীক বহন করে, এর গায়ের প্রত্যেকটি অংশের মানে আছে, যেমন: এর নাক দিয়ে বোঝায় বুদ্ধিমত্তা! আসলে এই প্রতীক গুলোর পৌরাণিক ব্যাখ্যা থাকায় এদের আলোচনা অন্য সময় করা হবে।
সিংহের হাতে থাকা তরবারিটি সাধারণ কোন তরবারি নয়, এর নাম কাস্তানে তরবারি , যা দিয়ে শ্রীলঙ্কার সার্বভৌমত্ব এবং সাহসকে বোঝানো হয়।
এখানে একটা মজার ফ্যাক্ট হলো--এই পতাকায় সোনালী বর্ডার বোঝায়, বৌদ্ধ ধর্ম, অন্য সকল ধর্ম, গোত্রের মানুষকে রক্ষা করছে
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১:২।
ভুটান
ভুটানের জাতীয় পতাকার কথা দিয়েই আজকের লেখা শেষ করবো। কিন্তু ভুটানের রূপকথা শেষ করতে সারা রাত পার হয়ে যাবে।
ভুটানের জাতীয় পতাকাটি বানানো হয়েছে, ভুটানে প্রচলিত মানুষের বিশ্বাস ও মিথোলজী থেকে।
আপনারা জানেন যে, ভুটানকে বলা হয়, বজ্র ড্রাগনের দেশ
ভুটানের পতাকা খাতায় আঁকাও অনেক কষ্ট, যেহেতু এই পতাকায় একটা আস্ত ড্রাগন আছে!
১৯৬৫ সালে গৃহীত এই পতাকায় দেখা যায়, অভিজাত সাদা রংএর বজ্র ড্রাগনকে, যা ভুটানের প্রতীক
পতাকার হলুদ রং বোঝায় রাজার ক্ষমতা
আর কমলা রং বোঝায় ঐতিহাসিক ড্রুকপা বৌদ্ধ ধর্মকে
2:3 হলো এর দৈর্ঘ্য, প্রস্থের অনুপাত।
..................................................................................................................................
দোহাই১
দোহাই২
দোহাই৩
দোহাই৪
" style="border:0;" />দোহাই৫
দোহাই৬
৭
ইন্টারনেট + আমার জ্ঞান = এই পোষ্ট
সময় নিয়ে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ, হ্যাপী ব্লগিং!!
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হ্যাপি ব্লগিং
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: য়ো
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী ভাই, পড়ে কি বুঝলেন?
৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী, ধন্যবাদ
৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন পোস্ট। বুদ্ধিদীপ্ত লেখা। সম্ভব হলে দুটো লাইক দিতাম।
বল, কোন দেশের পতাকা ১:১? মানে বর্গাকার...
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ,
আমার বড় ভাই, পেশায় সহকর্মী (গোয়েন্দাগিরি)
নিজাম ভাই, আপনি খুব ভালো মানুষ। লন ভাই, পতাকা লন
৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ##আর্কিওপটেরিক্স
এই ব্যাটাকে ধরে আমি ঠ্যাঙাবো।
পোস্ট পড়ে ঠিকমত মন্তব্য করবে না। আবার ভাব নিবে পুরান বলগার।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন:
ভাই তিনি কিন্তু আপনার নিক হ্যাক করে ফেলবে
৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
ইসমত বলেছেন:
http://qorum.quantummethod.org.bd/detail/blog/74fc111a-313e-11e8-9f59-595ad95781e1
উপরের লিংকটি ঘুরে আসলে আপনার ভালো লাগবে।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ!! দারুন একটা জিনিস শেয়ার করেছেন তো........
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
আকতার আর হোসাইন বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট...
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
Sujon Mahmud বলেছেন: ভালো পোস্ট
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সুজন ভাই
১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১
ফেনা বলেছেন: নতুন কিছু শিক্ষলাম।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ, আপনাকে ধন্যবাদ ফেনা ভাই, ভালো থাকুন
১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ে কি বুঝলেন?
পতাকার সিম্বোলিক তাৎপর্য
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
ব্লগার_প্রান্ত বলেছেন: রাইট ব্রাদার
১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
নজসু বলেছেন:
সুন্দর পোষ্ট।
শুভেচ্ছা জানবেন।
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ শিশুমিয়া সুজন ভাই
১৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
জানলে ভালো, না জানলেও চলে
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
ব্লগার_প্রান্ত বলেছেন: হাহাহা সত্যি বলেছেন
চীন যেহেতু আপনার এন্টিপার্টি তাই চীনেরটা ভালো করে দেখেন।
১৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ, কবি রাজীব ভাই।
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাল, অনেক ভাল একটা বিষয় নিয়ে লেখলা।
শুভকামনা
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ
শ্রদ্ধেয় তাজুল ভাই, পাশে থাকবেন।
১৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
ঢাবিয়ান বলেছেন: বাহ বেশ লাগল পড়তে। এতটা জানা ছিল না।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭
ব্লগার_প্রান্ত বলেছেন: মন্তব্য ও লাইকে প্রীত হলাম, ঢাবিয়ান ভাই।
এই হেমন্তে ভালো থাকুন
১৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭
শাহারিয়ার ইমন বলেছেন: অনেক কিছু জানলাম ,ধন্যবাদ ।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাদের জানাতে পারাটাই, আমার স্বার্থকতা
ভালো থাকবেন, ইমন ভাই
১৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭
নিশাচর১/১০০ বলেছেন: বেশ কিছু জানলাম, আরও জানার অপেক্ষায় রইলাম...
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: প্রথমত আমার ব্লগে স্বাগতম
আপনি বিশ্বাস করবেন কিনা জানিনা, শুতে যাওয়ার আগে ব্লগে ঢু মারলাম। কোন কোন ব্লগার আছেন, দেখার জন্য লক্ষ্য করতেই আপনাকে দেখলাম, আপনি কিছু পোষ্ট করেননি, কিন্তু সর্বশেষ মন্তব্য করেছেন আমার ব্লগে!! অদ্ভূত
শুভ রাত্রি, ধন্যবাদ
১৯| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ জানা হলো প্রতিবেশী দেশ সম্পর্কে । তবে ভারতীয় পতাকা সম্পর্কে প্রচলিত কথাটা সম্পূর্ণ আজগুবি । আমি তোমার পোষ্টের মাধ্যমে প্রথম জানলাম । তবে এখন বিজেপির রাজত্বে এমন আজগুবি কথা জানাটা স্বাভাবিক।
2 নম্বর প্রশ্ন নিজাম ভাই এর কোশ্চেন ,ওয়ান ইসটু ওয়ান কোন দেশের জাতীয় পতাকা ? তুমি কিন্তু চালাকি করে চলে গেলে ,উত্তর না দিয়ে। বেলজিয়ামের জাতীয় পতাকা।
শুভকামনা ও ভালোবাসা জানবে।
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৩
ব্লগার_প্রান্ত বলেছেন: হাহাহা দাদা,
আপনার কমেন্টের পুরোটাই খুব উপভোগ করলাম।
আমি ফাঁকি দিয়ে যাইনি দাদা, মন্তব্যে আমি একটি জাতীয় পতাকার ছবি দিয়েছি---Switzerland
ভালো থাকবেন
২০| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০১
কাওসার চৌধুরী বলেছেন:
আমার সবচেয়ে প্রিয় একটি জাতীয় পতাকা। দেশটির আয়তন ৫০৫, ৯৯০ বর্গ কিলোমিটার।
প্রিয় @ প্রান্ত, বেশ কয়েকটি দেশের পতাকার পরিচিতি দেখে ভাল লাগলো। আর দেশগুলো সম্বন্ধে দেওয়া তথ্যগুলো পোস্টের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। তথ্যবহুল লেখাটি পড়ে অনেক কিছু জানার আছে। এ বিষয়ে তোমার আগ্রহ দেখে ভাল লাগছে। জীবনে অনেক বড় হও এই আশীর্বাদ করি।
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: স্পেন
ধন্যবাদ কাউসার ভাই, আপনাদের অনুপ্রেরণায় সামনে আরো তথ্যবহুল পোষ্ট দেয়ার নিয়ত করলাম। তবে কিছুদিন পর থেকে-
আপনাদের সকলের মন্তব্য ও প্লাসে খুব আগ্রহ পাচ্ছি...।
আপনার প্রিয় পতাকা সম্পর্কে পড়ুন এখানে Click This Link
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: https://www.enchantedlearning.com/europe/spain/flag/
২১| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
হাবিব বলেছেন: ভালো লাগলো...অজানা অনেক কিছু জানা হলো
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী, ধন্যবাদ। ভালো থাকবেন
২২| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২২
জুন বলেছেন: সব দেশই শান্তিকে তাদের পতাকায় প্রাধান্য দিয়েছে কিন্ত কোন দেশেই শান্তির মায়ের খোজ খবর নাই প্রান্ত
প্রাঞ্জল ও সংক্ষিপ্ত লেখায় তথ্যগুলো পরিস্কার।
+
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো বলেছেন আপু
সবাই শান্তির কথা বলে, মানুষকে শান্তির পথে আসতে বলে, কিন্তু লোভের দায়ে, সবাই একে একে অশান্তির দিকে পা বাড়ায়।
আপনার মন্তব্য ও প্লাসে অনুপ্রাণিত হলাম, সামনে আরো তথ্যবহুল লেখা লিখতে চাই
সামু ব্লগে দায়িত্বশীল ব্লগিং করতে চাই, দোয়া করবেন যাতে বড় হতে পারি, সুস্থ্য থাকতে পারি
আপনিও ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন....এই কামনায়
২৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার পোস্ট!
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ হাসান জাকির লালন ভাই
আপনাদের সাহচর্যে, সহযোগিতায় বড় হতে চাই....পাশে থাকবেন
২৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
মনিরা সুলতানা বলেছেন: ভালো পোস্ট !
লিখতে গেলে এমন সব দারুণ করেই সব দেশ লিখে , রক্ষা করে যে কয়জন ।
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ মনিরা আপু
দুনিয়াই চলে আইওয়াসের উপর,
প্রযুক্তির চরম শিখরে আমরা, মারণ অস্ত্রে ভরা ঘর, মানবতা মঙ্গল গ্রহে........
শান্তির ডাক, মানবতা এসব অগ্রাহ্য করাই কি স্বাভাবিক না?
২৫| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাইয়া বলতেই হবে খুব চমৎকার একটি পোষ্ট দিয়েছ।
শুভ কামনা নিরন্তর।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
ব্লগার_প্রান্ত বলেছেন:
থ্যাংকস থ্যাংকস
ভালো করে সব কিছু মুখস্থ করে ফেলো, বিসিএসে আসতে পারে
২৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২০
আহমেদ জী এস বলেছেন: ব্লগার_প্রান্ত ,
ব্লগার জুন একেবারে খাটি কথাটিই বলেছেন --- সব দেশই শান্তিকে তাদের পতাকায় প্রাধান্য দিয়েছে কিন্ত কোন দেশেই শান্তির মায়ের খোজ খবর নাই
ভালো পোস্ট ।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ আহমেদ জী এস
ভালো থাকুন
২৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: লাইক এবং মন্তব্যে প্রীত হলাম সুমন ভাই
সামনে আপনাদের সাথে আরো অনেক আগ্রহ উদ্দীপক বিষয় শেয়ার করতে চাই
২৮| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
⓪ বলেছেন: সবুজ রংয়ের সাথে ইসলামের কি সম্পর্ক? ইসলামের পতাকা সব যুগেই সাদা ছিল। অটোমান তুর্কিদের পতাকা ছিল লাল। মোঘল সম্রাটদের পতাকা ছিল হলুদ। সবুজ রং ইসলামে কোন যুগে ঢুকেছে?
২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
ব্লগার_প্রান্ত বলেছেন: https://en.wikipedia.org/wiki/Green_in_Islam
প্লিজ একটু ঘাটাঘাটি করে নেন, আমি একটু বিজি
২৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বাহ!
দারুন পতাকা সম্পর্কীয় লেখাটি।
২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ কঙ্কাআপু
লাইক এবং মন্তব্যে হেমন্তী ভালোবাসা
৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
আর্কিওপটেরিক্স বলেছেন: মন্ডলবাড়ির ছেলের কি আমাকেই চোখে পড়ে
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, কি অবস্থা ভালো আছেন?
আপনি তো আর বুক রিভিউ লিখলেন না...
৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে যেয়ে সামু ভাবনা ২ এর কমেন্টগুলো পড়ো....
সামুর উপর রিসার্চ চলছে...
পোস্ট দিবো... সময় লাগবে...
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
ব্লগার_প্রান্ত বলেছেন: সময় লাগুক, কোয়ালিটি কনটেন্ট দেন
৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: সবাই দেখে সাইজ আর তুমি কোয়ালিটি
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনি কিন্তু ডিপ সাইকোলজির লোক
আমিও সামনে ভালো কিছু লেখার প্ল্যানে আছি....
যাহৌক ভাই, চাইলাম কি, আর পাইলাম কি?! আপনার দেয়া সাইট গুলোতে তো লগইন করতেই আমার বয়স ৩০ বছর বেড়ে যাবে। সহজ কিছু নাই
আমি সরকারি বিজ্ঞান কলেজে, ১ম বর্ষে পড়াশোনা করছি, দোয়া রাখবেন
৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ত্যাংকু ফর ইয়োর এনালাইসিস
সহজ জিনিসে কি আর কাজ হয়
দোয়া করা হইলো
০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০
ব্লগার_প্রান্ত বলেছেন: তাহলে ভাই, যাই
কাল কলেজ আছে, শুয়ে পড়ি,
আপনিও শুয়ে পড়েন, সারাদিন পিসির সামনে থাকেন, চোখটা একদিন যাবে ভাই....
পরে এই ইমোর মতো কালা চশমা লাগাইয়া ঘুরবেন হাহাহা
শুভরাত্রি, আজকে একটা ভূতের স্বপ্ন দেখবেন !
৩৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আরে ভূত আসবো ক্যা
পরী আসবে পরীইইইই
এবার সোজাগুলো দিলামঃ
Mashable
Zdnet
Mashable
Techcrunch
Ars Technica
Recode
Verge
Vice
Thenextweb
আরও লাগলে বইলো....
৩৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি চাইলাম যারে....
শেষে পাইলাম জরিনারে
৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
নজসু বলেছেন:
প্রান্ত ভাই, অনেকদিন আপনার নতুন পোষ্ট নাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫
ব্লগার_প্রান্ত বলেছেন: সুজন ভাই, একটু ব্যস্ততায় আছি, আপনারা সবাই ভালো আছেন, জেনে ভালো লাগছে। দেখি কিছু পোষ্ট করা যায় কিনা...
৩৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
অপু দ্যা গ্রেট বলেছেন:
পতাকা সমাচার ভাল লাগল । পতাকার তাৎপর্য জানতে পারলাম ।
ভাল থাকবেন ।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ অপু ভাই, লেখাটি পড়েছেন এবং মন্তব্য করেছেন বলে প্রীত বোধ করছি।
আপনিও ভালো থাকুন
৩৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: What you are doing right now?
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: সার্ফিং
৩৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের প্রান্ত ,
আমার সর্ব শেষ পোষ্টটি তোমাকে উপহার দিয়েছি । আমি তোমার অপেক্ষায় রইলাম।
শুভকামনা জানবে।
৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭
ইসিয়াক বলেছেন: অনেক কিছু জানা হলো।ধন্যবাদ
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাই
আমি মন্তব্যটি আরো আগে দেখিনি বলে সরি
মাফ করবেন
৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮
কালীদাস বলেছেন: একই সবুজ রংএর পাশাপাশি তিন দেশে তিন মিনিং ফ্ল্যাগের জন্য! ইন্টারেস্টিং।
১৯৭১ সালে বাংলাদেশের ফ্ল্যাগে দেশের মানচিত্রও দেখতাম। ঐ ফ্ল্যাগটা আবেদনই ছিল অন্যরকম।
জাপানরে সুর্যদয়ের দেশ উপাধিটা কে দিছে খুব জানতে ইচ্ছা করে! ইন্টারন্যাশনাল ডেট লাইনরে পূব দিকের সীমানা ধরলে, সবার আগে সুর্য ওঠে সম্ভবত নিউজিল্যান্ডে। যতসব আজগুবি মাল দিয়ে ভরে রাখছে বইগুলা।
শ্রীলংকার বাচ্চারা নির্ঘাত ছোটবেলা থেকেই ভাল আঁকা শিখে যায় এই সিংহওয়ালা ম্যাপ আঁকা শিখতে গিয়ে
আয়রনিক
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
ব্লগার_প্রান্ত বলেছেন: আরে কালীদাস ভাই, আপনাকে আমার এই পোষ্টটায় পেয়ে ভালোই লাগলো। পতাকা নিয়ে যে গবেষণা করা হয়, তার নাম হইলো Vexillology আমার পতাকা অনেক ভালো লাগে
আপনার প্রশ্নের একটা ছোটখাট উত্তর দেই, জাপানের এই নামের পেছনে চীনের হাত আছে। চীনের কোন রাজা সম্ভবত এই নাম করনে দায়ী। জাপানের কিছু রাজা, চীনের সংস্কৃতির প্রতি দূর্বল ছিলেন
শ্রীলংকার বাচ্চারা নির্ঘাত ড্রয়িং ই শিখে না, সিংহওয়ালা ম্যাপ নিঁখুতভাবে আঁকার জন্য বহুত চর্চা লাগার কথা।
বাংলাদেশের পতাকা নিয়ে আপনার মতামতে সহমত দিলাম
আমার লেখা সর্বাধিক পঠিত গল্পটি পড়ার অনুরোধ Click This Link
৪২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতীয় পতাকা নিয়ে পোষ্টে ভাল লাগা ।
নতুন বছরের শুভেচ্ছা
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভৃগুদা, লাইক ও মন্তব্যে কৃতজ্ঞ।
আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
ফোয়ারা বলেছেন:
আমার আজকের পোস্ট, পড়ে আসার অনুরোধ পথপ্রান্তের খোশ গল্পঃ ছুটির দিন ।