নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
সূর্য তোমার অকৃপণ উত্তাপে,
ভুলে গেছি আমি, এসেছিলো শীত-
দুজনের দুই মনে।
বৃক্ষ তোমার,
প্রবীণ পাতা, ঝরে গেছে এই ভোরে,
হারিয়েছি আমি,
শীতল সকাল, প্রেমিকার বাহুডোরে।
পাখিদের গানে শুনেছি আমি-
দূরে চলে যাবে শীত;
শুধু রয়ে যাবে- এ পৃথিবীতে,
মানুষের হার-জিত।
.
.
(নোট: কবিতাটি এবারের বই মেলায়, একটি সম্পাদিত কবিতার বইয়ে প্রকাশিত হয়েছে)
.
আর ছবি দেয়া প্রসঙ্গে: আপনাদের আগের কোন লেখায়, ব্যবহার করা ছবি, চাইলে নতুন লেখায় যোগ করতে পারেন। এডিট করুন- এ গিয়ে ছবির লিংকটা কপি করে নিন মন্তব্যে ধন্যবাদ গ্রহন করছি
১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: ক্ষতি আছে একটা। ধরেন ঐ বইটা খুব বিক্রি হওয়া শুরু করলো, তখন?
সবাই ভাববে আমি নিজের বই প্রচার করছি। যদিও সেটা খারাপ না
২| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: অফুরান ধন্যবাদ
৩| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
ল বলেছেন: সুন্দর
১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ প্রিয়
৪| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৬
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
৫| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৮
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৩
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ সুমন ভাই
৬| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৩
আহমেদ জী এস বলেছেন: ব্লগার_প্রান্ত ,
সকল খেলাই সাঙ্গ হবে একদিন, শুধু রয়ে যাবে তার হার-জিত...........
ভালো লেগেছে।
১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই,
পাঠ এবং মন্তব্য কৃতজ্ঞতা জানবেন
৭| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রান্ত ,
কবিতাটি বেশ ভালো লাগলো। কিন্তু তোমার কি খবর বলো দেখি ? কলেজে কি ঝাড়ি খেয়েছ ? সব পোস্ট গুলো ধুম করে তুলে নিলে ? যাই হোক ভালো থেকো ,সুস্থ থাকো ,সকলের মধ্যে আনন্দের সঙ্গে থাকো ।
শুভকামনা ও ভালোবাসা জানবে।
১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৮
ব্লগার_প্রান্ত বলেছেন: হাহাহা, না পদাতিক ভাই,
কবিতায় লাইক দেয়ায় ধন্যবাদ
লেখা উধাও করার কারণ হলো, যাতে ব্লগারদের সাথে যোগাযোগ না থাকে, কিছুদিন পড়াশোনায় ব্যস্ত ছিলাম, এখনো আছি।
নিয়মিত আপনাদের লেখা পড়তাম, কিন্তু ব্লগে ভিপিএন দিয়ে ঢোকা লাগে দেখে, ভাবলাম, কিছু লিখি--- ব্লগের দুঃসময়ে কিছু লেখা জরুরী।
আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম, মরীচিকা শেষ হলে, একটা রিভিউ লিখবো, আপনি চালিয়ে যান
৮| ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০০
জুন বলেছেন: প্রান্ত তোমার কবিতায় একরাশ মুগ্ধতা।
তবে শীত চলে গেছে এখন বসন্তেরও বিদায়ের পালা।
আরেকটি দারুন কাব্যের প্রত্যাশায় .
+
২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ প্রিয় জুন আপু
আরেকটি বসন্ত হারিয়ে যাচ্ছে, তাও বসন্তের শুভেচ্ছা জানবেন
কবিতা লেখার চেষ্টা করছি, নতুন কিছু লিখলে ইনশাআল্লাহ প্রকাশ করবো
আপনার অশেষ অনুপ্রেরণায় কৃতজ্ঞতা।
৯| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৫৮
আনু মোল্লাহ বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আনু ভাই
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
আকতার আর হোসাইন বলেছেন: বাহ খুব সুন্দর হয়েছে। সম্পাদিত বইটির নাম লিখলে ক্ষতি তো নেই।