নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

১৪.০৫.১৯

১৪ ই মে, ২০১৯ রাত ১০:৫৭


সন্ধ্যেবেলায় ঝিরঝিরে বৃষ্টিতে ভিজতে বেরুলাম। মনে প্রচন্ড প্রার্থনা চলছে, যেন খুব বৃষ্টি হোক!

সরু গলি মুখ থেকে বেরুতেই দেখি, আলো আঁধারের মধ্য দিয়ে একটা রিকশা ধীরে এগিয়ে আসছে। হুডের নিচে স্বামী, স্ত্রী, শিশু পুত্র, জড়োসড়ো হয়ে স্রষ্টার আশীর্বাদকে প্রত্যাখ্যান করছেন।

হঠাৎ, বিশুদ্ধ আবেগে শিশুটি বলে উঠল-
"আহারে! শুধু ড্রাইভার ভিজে গেলো!"

ছেলেটির সরল উদারতা আমাকে যতখানি মুগ্ধ করলো, তারচেয়েও বেশি অবাক হলাম আরেকটি বিষয়ে। এতখানি বয়সে কোনদিন চিন্তাও করিনি, "রিকশাওয়ালা" কে "ড্রাইভার" বলা যায়!

মনের বিবর্তন থেকে ছেলেটি রেহাই পাক। বঙ্গদেশে পবিত্রমনা মানুষের ঘাটতি পূরণ হোক।

মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৯ রাত ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: ব্লগার_প্রান্ত,



ছোট্ট লেখা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখানোর মতো।
++

১৪ ই মে, ২০১৯ রাত ১১:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: শুকরিয়া, আহমেদ জী এস।

২| ১৫ ই মে, ২০১৯ রাত ২:২৭

বলেছেন: দারুণ বার্তা দিয়ে গেলেন লেখাতে। +

১৫ ই মে, ২০১৯ দুপুর ২:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ লতিফ ভাই, অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন। :)

৩| ১৫ ই মে, ২০১৯ সকাল ৭:০৮

অর্পিতা মন্ডল বলেছেন: বাহ্, বেশ সুন্দর লাগলো পড়ে। অদ্ভুত একটা আন্তরিকতা লেখায়।
++

১৫ ই মে, ২০১৯ দুপুর ২:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: সত্যিকারের আবেগ নিয়ে লিখেছিলাম আপু।
ধন্যবাদ, ভালো থাকবেন

৪| ১৫ ই মে, ২০১৯ সকাল ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: ভাল লিখেছ। প্রাত্যহিক জীবনের সুন্দর গল্প। +++

১৫ ই মে, ২০১৯ দুপুর ২:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: :) মন্তব্যে ধন্যবাদ ভাই

৫| ১৫ ই মে, ২০১৯ সকাল ৮:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ছোট্ট তবে গূঢ়ার্থ ব্যাপক....

১৫ ই মে, ২০১৯ দুপুর ২:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী জনাব, উত্তম বলেছেন

৬| ১৫ ই মে, ২০১৯ সকাল ৯:০৮

মুক্তা নীল বলেছেন: খুব চমৎকার হয়েছে লেখাটা। সিলেট অঞ্চলে সচরাচর ড্রাইভার বলে সম্বোধন করে ।

১৫ ই মে, ২০১৯ দুপুর ২:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ! আপনার মন্তব্য থেকে জানা হলো বিষয়টি। তবে ঢাকায় কেউ ড্রাইভার বলেনা। আমরা একজন আরেকজনকে বলি,"এই পড়ালেখা করলে বড় হয়ে, রিকশাওয়ালা হবি"
রিকশাওয়ালারা আমাদের অর্থনৈতিক ধর্মে খুবই নীচু জাতের মানুষ।

৭| ১৫ ই মে, ২০১৯ সকাল ৯:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর গল্প !!!!!! :-B

১৫ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: গল্প নয় বাস্তব ঘটনা ভাইয়া। আমি কিছু লিখলেই সবাই গল্প মনে করে, বিষয়টা আমার জন্য আনন্দের।
ভালো থাকবেন

৮| ১৫ ই মে, ২০১৯ সকাল ১০:১৭

জুন বলেছেন: বেশ কয়েক বছর আগের কথা ফরমুলা ওয়ানে জীবন্ত কিম্বদন্তী প্রিয় ব্যাক্তিত্ব মাইকেল শুমাখারের তখন জয়জয়কার। সে সময় নিয়মিত আমি এই রেসটা দেখতাম। তখন খট করে একদিন কানে বেজেছিলো " ফেরারী ড্রাইভার মাইকেল শুমাখার এগেইন ইন নাম্বার ওয়ান পজিশন"। তারপর থেকে ড্রাইভার পেশাটিকে আমি মর্যাদা দিয়ে থাকি প্রান্ত।
তবে ঐ শিশুটির মত রিকশাচালককে কখনো ড্রাইভার বলে ভাবি নি এটা ঠিক।
ছোট্ট লেখায় বিশাল ভালোলাগা :).
+

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: (দেরিতে প্রতিউত্তর করায় দুঃখিত আপু, ইন্টারনেটের ঝামেলা চলছিলো)
মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি ফর্মূলা ওয়ান কখনো দেখিনি, তবে মাইকেল শুমাখারের কথা জানি। এই কিংবদন্তী, স্কি করতে গিয়ে ভয়াবহ ভাবে আহত হয়েছেন।
ড্রাইভিং সবসময় একটা চ্যালেন্জ, অনেক নার্ভ প্রয়োজন। আপনি তো বাসকাহন লিখছেন, দেশে বিদেশে বাস ড্রাইভারদের সাথে যাত্রীদের দূর্ব্যবহার নিয়ে লিখবেন আশা করি।

আপনি আমার একজন নিয়মিত পাঠক। আমি ছোট বড় যাই লিখি আপনি পড়েন। আপনাকে এর জন্য আন্তরিক ধন্যবাদ।

৯| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হোক সবার জীবন
মানবতা ফিরে আসুক মনে মনে

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী আপু, আমিও আপনার সাথে একমত।
মন্তব্যের জন্য ধন্যবাদ

১০| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:২০

কাওসার চৌধুরী বলেছেন:



একটি শিশুর মানবিক আকুতি। এখনো সে জাত-পাত, ছোটলোক-বড়লোক ইত্যাদির তফাত বুঝে না। বয়স বাড়ার সাথে সাথে পরিবার ও সমাজ তাকে বুঝিয়ে দেবে। তখনই এই শিশুটি বুঝবে একজন রিকসাওয়ালা বৃষ্টিতে ভিজলে, অসুখে মরে গেলেও আফসোস করতে নেই।

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: এইটাই কাউসার ভাই! ঠিক এই পরিনতির কথাটা ভেবেই অত্যন্ত দুঃখ পেয়েছি! আমি জানি না, যখন এই শিশুটি কথাটি বলেছিলো, তখন সেই রিকশাওয়ালা কথাটা শুনেছিলো কিনা।
সুন্দর একটি মন্তব্য করেছেন। ধন্যবাদ

১১| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রান্ত,
সাহিত্য নাকি সমাজের দর্পণ।
তবে তাই হোক চিন্তন শক্তির প্রসারতা হোক।

শুভকামনা ভালোবাসা প্রিয় প্রান্তকে।

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: এই ঘটনা কল্পনাপ্রসূত নয় দাদা। বাস্তব ঘটনায়, মনের অজানা কুঠুরিতে সে আবেগ অনুভব করেছি, তাকেই ভাষায় রূপান্তরের চেষ্টা করেছি...
মন্তব্যের জন্য ধন্যবাদ

১২| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৪৫

রেযা খান বলেছেন: ভালো লাগলো। ভালোবাসা রইলো।

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ রেযা খান। শুভ কামনা রইলো আপনার প্রতিও...

১৩| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: ভালো।

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৪২

ব্লগার_প্রান্ত বলেছেন: হুম

১৪| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:২১

পারভেজ আলি বলেছেন: খুব ভাল লাগলো,,,,,,,,,,

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই।
সময় করে মন্তব্য করে, আপনার ভালো লাগা জানিয়েছেন। মন্তব্য করায় অনুপ্রাণিত হলাম।
দেখলাম, আপনি একজন নতুন ব্লগার। ব্লগে স্বাগতম। আপনিও চট করে কিছু লিখে ফেলুন, আমরা পড়ি :)
হ্যাপি ব্লগিং

১৫| ১৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

কাশফিয়া মাহমুদ বলেছেন: আপনি যেটা উপলব্ধি করেছেন সেই উপলব্ধিটুকু করার মত মানুষেরও দেশে বড়ই অভাব।

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: দেশে বিবেকবান মানুষের সংখ্যা আপনাআপনি কখনো কমে না। সমাজের সকলের পৌনপুনিক ভুলে আমাদের মূল্যবোধে আচড় পড়ে। একসময় এই ক্ষত দখল করে দেয়, সম্পূর্ণ বিবেক।
মন্তব্যের জন্য ধন্যবাদ নিন।

১৬| ১৫ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: মানবতা জাগ্রত হোক......

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৫০

ব্লগার_প্রান্ত বলেছেন: মানবতা কি কখনো নিজে নিজে জেগে উঠে দাদা? আমাদের প্রত্যেকের কর্তব্য মানবতার শিখা প্রত্যকের হৃদয়ে ছড়িয়ে দেয়া।
মন্তব্যের জন্য ধন্যবাদ

১৭| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:২৫

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই

১৮| ১৬ ই মে, ২০১৯ ভোর ৬:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার জানা মতে, বাংলাদেশে একমাত্র সিলেট অঞ্চলে রিক্সা চালকের ড্রাইভার বলে। তবে নাম যাই হোক রিকশাচালকদের কে সম্মান করা উচিত। উনি একটি কাজ করছেন সততার সাথে। দুর্নীতি বা ডাকাতি করছেন না। সততাই হোক উৎকৃষ্ট পন্থা।

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: সত্যি কথা বলেছেন। সকল শ্রেণী পেশার মানুষকে সম্মান করা উচিত।
সিলেটের বিষয়টি জানা ছিলো না, মুক্তা নীল আপু আর আপনি বলায় বিষয়টি জানা হলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ, আপনি আমার একজন পুরাতন পা্ঠক।
ভালো থাকবেন

১৯| ১৬ ই মে, ২০১৯ সকাল ৯:৫০

মৌরি হক দোলা বলেছেন: !:#P !:#P

১৬ ই মে, ২০১৯ দুপুর ১:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ওয়েলকাম ব্যাক B-)

২০| ১৮ ই মে, ২০১৯ রাত ২:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:




ছোট কিন্তু শিক্ষনীয় ।

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ অপু ভাই

২১| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৩:৪১

জাহিদ অনিক বলেছেন: বাহ সুন্দর

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ কবি জাহিদ অনিক

২২| ২১ শে মে, ২০১৯ রাত ৯:৩৫

শেহজাদী১৯ বলেছেন: শিশুরা বর্তমানে যেন বড়দের চাইতেও বেশি বুঝদার।

২১ শে মে, ২০১৯ রাত ৯:৩৯

ব্লগার_প্রান্ত বলেছেন: প্রতিটি শিশুই পবিত্র মন নিয়ে জন্মায়, কিন্তু মনের বিবর্তনে সবাই এক মাপের হয়ে যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ, হ্যাপী ব্লগিং।

২৩| ২৬ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: মশার কয়েল কতদূর ?

উহা কতটি মানুষ মারিতে পারিয়াছে ?

২৭ শে মে, ২০১৯ রাত ৮:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই মন মেজাজ ভালা না, প্রজেক্ট বন্ধ :|

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৮

মাহের ইসলাম বলেছেন: ছবিটা খুব সুন্দর হয়েছে।

শুনেছি, সিলেটে নাকি রিক্সাওয়ালাদেরকে পাইলট বলে ডাকে !!

শুভ কামনা রইল।

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: লেখকের ভাবনাটা ভাল লেগেছে। তাই একাদশতম + দিয়ে গেলাম।
গতমাসে আমার একটি পোস্ট "অনিঃশেষ মুক্তি" আপনার নামে উৎসর্গ করেছিলাম। আশাকরি, একবার সময় করে পড়ে নেবেন। পড়াশোনার চাপের কারণে সময়াভাব হলে, মন্তব্য না করলেও চলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.