নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

দরিদ্র মেধাবী শিক্ষার্থী

২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৩১


আমরা প্রায়ই পত্র পত্রিকায় দেখি, দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অনেক ভালো ফলাফল করেছে। এধরণের সংবাদের একটি গভীর তাৎপর্য আছে।
এই ছেলে বা মেয়েটি অর্থের অভাবে, পুষ্টিকর খাবার খেতে পারেনি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে মলিন পোশাকে যেতে হয়েছে। তার বাবা মা তাকে প্রয়োজনীয় বইটা কিনে দিতে পারেনি। টিউশন ফি দিতে পারবে না বলে, সে স্যার ম্যাডামদের কাছে প্রাইভেট পড়তে পারেনি।
শিক্ষক, সহপাঠীদের অনুগ্রহ-সাহায্য, পরিবারের দীনতা, দুশ্চিন্তা, কঠোর অধ্যবসায় তাকে সবসময়ই একটা মানসিক চাপে রেখেছিলো।

এই দরিদ্র শিক্ষার্থীদের সাফল্য আমাদের সমাজ এবং শিক্ষা ব্যবস্থার দিকে অজস্র প্রশ্নবাণ ছুড়ে দেয়। এই সমাজ ব্যবস্থা তাকে কখনোই প্রয়োজনীয় সাহায্য করে, অনুপ্রেরণা দেয়নি, বরং দাতার কৃপায় তার নির্ভরতা তাকে প্রত্যহ হতাশ করেছে।

সে জানে, যে স্যার ভালো পড়াতে পারেন, তিনি টিউশনির আশায় ক্লাসে ভালো পড়ায়নি।
রাষ্ট্র তাকে বিনামূল্যে শিক্ষা না দিলেও, শিক্ষা উপকরণ দিয়ে সাহায্য করতে পারতো। রাষ্ট্র সেটা করেনি।
তার সামর্থ্যবান প্রতিবেশী কোনদিন চায়নি, সে বা তার ভাইবোনেরা ভালোভাবে পড়ালেখা করুক।
তার মেধা এবং পরিশ্রমকে সমাজের অধিকাংশ মানুষ পরোয়া করেনি।

আমরা কতোটা স্বার্থপর হলে ভাবতে পারি, এই ছেলে বা মেয়েটি বড় হয়ে সৎ, আদর্শ নাগরিক হয়ে দেশ দশের "সেবা" করবে।
কেউ প্রশ্ন করিনা, এর শিক্ষা এবং দক্ষতায়, সমাজের অংশ হিসেবে আমাদের আদৌ কোন ভূমিকা আছে কিনা!

এই লেখাটি পড়ে, যদি একজন ব্যক্তিও কোন অসহায়, দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনায় কোন ধরনের সাহায্য করেন, তবে ভাববো, লেখাটি স্বার্থক হয়েছে।

মন্তব্য ৪৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ রাত ৮:১৪

জুন বলেছেন: প্রান্ত
+

২২ শে মে, ২০১৯ রাত ৮:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে মে, ২০১৯ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: ব্লগার_প্রান্ত ,




দারুন দক্ষতায় একটি তাৎপর্যময় বিষয় নিয়ে লিখেছেন।
লেখার প্রতিটি লাইনই সত্য এবং চোখে আঙুল দিয়ে দেখানোর মতো।

সবটাই কোট করতে মন চাইছিলো কিন্তু যেটুকু আমাদের বোধকে নাড়িয়ে দিতে যথেষ্ট সেটুকুই কোট করছি---

এই ছেলে বা মেয়েটি অর্থের অভাবে, পুষ্টিকর খাবার খেতে পারেনি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে মলিন পোশাকে যেতে হয়েছে। তার বাবা মা তাকে প্রয়োজনীয় বইটা কিনে দিতে পারেনি। টিউশন ফি দিতে পারবে না বলে, সে স্যার ম্যাডামদের কাছে প্রাইভেট পড়তে পারেনি।
শিক্ষক, সহপাঠীদের অনুগ্রহ-সাহায্য, পরিবারের দীনতা, দুশ্চিন্তা, কঠোর অধ্যবসায় তাকে সবসময়ই একটা মানসিক চাপে রেখেছিলো।
এই দরিদ্র শিক্ষার্থীদের সাফল্য আমাদের সমাজ এবং শিক্ষা ব্যবস্থার দিকে অজস্র প্রশ্নবাণ ছুড়ে দেয়। এই সমাজ ব্যবস্থা তাকে কখনোই প্রয়োজনীয় সাহায্য করে, অনুপ্রেরণা দেয়নি, বরং দাতার কৃপায় তার নির্ভরতা তাকে প্রত্যহ হতাশ করেছে।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস,
আপনাদের বোধকে নাড়া দিতে পারাটাই, লেখক হিসেবে আমার স্বার্থকতা।
ভালো থাকবেন

৩| ২২ শে মে, ২০১৯ রাত ৯:২৮

বলেছেন: ভালো লাগলো

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ লতিফ ভাই

৪| ২২ শে মে, ২০১৯ রাত ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সরকারের উচিত দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আলাদাভাবে বৃত্তির ব্যবস্থা করা। তোদের জন্য আলাদাভাবে পরীক্ষা নিয়ে বৃত্তির ব্যবস্থা করতে হবে । যারা বেশি ভালো রেজাল্ট করবে তাদেরকে বেশি বেশি সুযোগ দিতে হবে।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সত্য কথা বলেছেন, আপনার সাথে একমত।
তবে, বাস্তবে এমন ঘটনা দেখেছি যে, স্যার ম্যাডামের ছেলেমেয়েদের দূর্নীতি করে নাম্বার বেশি দিয়ে প্লেজে রাখা হয়। তবে সব জায়গায় এমনটি হবেনা, আপনি সঠিক মন্তব্য করেছেন।

৫| ২২ শে মে, ২০১৯ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: তার মানে আজকের শিশু আগামী দিনের চোর, ছিনতাইকারী, ধর্ষনকারী, দূর্নীতিবাজ?

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: অবশ্যই, আমাদের সমাজ এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ৬০% মেধা মুকুলেই ঝরে যায়।

৬| ২২ শে মে, ২০১৯ রাত ১০:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার আহ্বান !

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আর্কি ভাই

৭| ২৩ শে মে, ২০১৯ রাত ১২:১৩

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ্‌ আপনার মঙ্গল করুন।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুক।

৮| ২৩ শে মে, ২০১৯ সকাল ৭:০৭

লাল মাহমুদ বলেছেন: যারা দারিদ্র্যতাকে জয় করে জীবনের সাফল্য পেয়েছেন। তারা হয়তো প্রচন্ড ধরনের অহংকারী হয়, নয়তো অতি মাত্রায় ভালো মানুষ হয়। যারা মনে করে আমি আমার নিজ মেধার যোগ্যতায় সাফল্য পেয়েছি, যারা অতীতকে ভুলে যায়, যারা তার প্রতি মানুষের সাহায্য সহযোগীতার কথা ভুলে যায়,তারাই হয় অহংকারী, অসাধু,ভন্ড, দুর্নীতিবাজ ইত্যাদি ইত্যাদি।

২৩ শে মে, ২০১৯ দুপুর ২:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি এ কথাটাই বলতে চেয়েছিলাম। কিন্তু, আপনি কি ঐ মানুষটাকে দোষ দিতে পারেন, তার দুর্নীতির জন্য? সেওতো একটা দূর্নীতির ফলাফল!

৯| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি চিন্তা করি যারা আলোড়ন সৃষ্টি করে পত্রিকায় স্থান পায় তারা কর্মজীবনে কেমন সাফল্য পেল সেটা নিয়ে। কয়জন এদের মধ্যে কর্পোরেট বা বিসিএস জব পায় সেটা নিয়ে কোন গবেষণা হয়েছে কিনা আমার জানা নেই। নাকি এসএসসি/এইচএসসি জিপিএ ফাইভ ধুয়ে পানি খায় শেষ পর্যন্ত...

২৩ শে মে, ২০১৯ দুপুর ২:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: তারা সাধারণত ভালো করে। এসএসসি/এইচএসসির জিপিএ ফাইভ তাদের জীবনে প্রথম এবং সর্ববৃহৎ অনুপ্রেরণার ভূমিকা পালন করে।

১০| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৪০

মেঘ প্রিয় বালক বলেছেন: তাদের মত আমিও একজন ছিলাম,যে শুধু মূলবই পড়ে পরীক্ষা দিতাম,ক্লাস ওয়ান থেকে ইন্টার পর্যন্ত আমি কারো কাছে প্রাইভেট পড়তে পারিনি। আমাদের মত হতদরিদ্র আম মধ্যবিত্তরাই সমাজের আসল ভয়াবহ চেহারা অবলোকন করে।

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার জন্য দুঃখিত। আমাদের সমাজ বাস্তবতা আমাকে প্রতিদিন হতাশ করে, কিন্তু আয়নায় নিজেকে দেখেই একটু যেন ভরসা পাই। আমাদের প্রত্যেকের উচিত, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক সহায়তা দেয়া।
মন্তব্যের জন্য ধন্যবাদ

১১| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রান্ত,

খুব ভালো একটি বিষয় তুলে ধরেছো। ভালো লিখেছো। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো।


শুভকামনা জানবে।

২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাই।
সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে খুব একটা লাভ হয়না, সমাজ নেগেটিভ পাওয়ার চশমা পড়ে থাকে কিনা!
আপনাদের ভোট নিয়ে আপনার একটি লেখা আশা করছি।

১২| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:০২

মুক্তা নীল বলেছেন: খুব ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর মন মানসিকতার জন্য। আমার অন্তর থেকে ভালো লাগা জানাচ্ছি। শুভকামনা ও দোয়া রইল।

২৩ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: পৃথিবীর প্রতিটি মানুষের মন স্বচ্ছ, আমরা ইচ্ছে করে সেখানে দাগ লাগাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ২৩ শে মে, ২০১৯ রাত ৮:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দরিদ্র মেধাবীদের কেউ খবর নেয়না, ভাল রেজাল্ট করলে তখন অনেককে গলা চাড়াতে দেখা যায় ।

২৪ শে মে, ২০১৯ রাত ৮:০১

ব্লগার_প্রান্ত বলেছেন: হ্যাঁ, অনেক ভাবে মেয়েটার সাথে বিয়ে দিয়ে ঘরজামাই করা যায় কিনা

১৪| ২৫ শে মে, ২০১৯ বিকাল ৫:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রান্ত,

প্রতিমন্তব্যে আবার আসা। তুমি নির্বাচন পরবর্তী পর্যালোচনার জন্য পোস্ট আশা করেছিলেন। কিন্তু আমাদের এখানে ব্যাপকভাবে উগ্র হিন্দুত্ব বা বিজেপির বাড়বাড়ন্তে মানসিকভাবে আমরা প্রচন্ড উদ্বিগ্ন আছি। গতকালেই তিন চার জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। আগে এসব ঘটনা পশ্চিমবঙ্গের বাইরে ঘটলেও বিজেপির তেমন প্রভাব না থাকাতে খুব বেশি চিন্তা করতে হয় নি। কিন্তু বর্তমানে রাজ্য বিজেপির বাড়বাড়ন্তে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। পেপারে বলছে বিজেপি- তৃণমূল সংঘর্ষ। কিন্তু আসল ঘটনা সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার রাজনীতি মত্ত হয়ে উঠেছে এক শ্রেণীর বিজেপির দুষ্কৃতী। কর্মসূত্রে যেখানে যেতে হয় সেখানেও বিজেপি ভোটে জয়লাভ করেছে। সার্বিকভাবে প্রচন্ড উৎকন্ঠায় আছি।
এই অবস্থায় ভোট-পরবর্তী পর্যালোচনা বা ব্লগে কমেন্ট করতেও আগের মতো স্টামিনা পাচ্ছি না।

শুভকামনা ও ভালোবাসা জানবে।


২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: বিষয়টি জেনে অত্যন্ত দুঃখ পেলাম। আশা করি, সাবধানে থাকবেন।

১৫| ২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: +

২৮ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাংকস

১৬| ২২ শে জুন, ২০১৯ সকাল ১০:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: কি ব্যাপার! অনেকদিন কোন সাড়াশব্দ দিচ্ছ না। কেমন আছো?

২২ শে জুন, ২০১৯ বিকাল ৩:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: :)
হ্যা দাদা, ইদানিং সাড়াশব্দ দেয়ার বিশেষ অবকাশ পাচ্ছি না।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।

১৭| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট! শেষে এসে যে প্রশ্নটা করেছেন, তা নিয়ে কখনো ভাবিনি। আমার মনে হয় অন্যেরাও তেমন ভাবেনি। পোস্টটা নিঃসন্দেহে এ নিয়ে ভাবনার খোরাক যুগিয়ে গেল।
ধন্যবাদ, এমন একটি বিষয় নিয়ে ভাবার জন্য এবং তা এখানে তুলে ধরার জন্য।
পোস্টে নবম প্লাস + +

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার অনুপ্রেরণায় আনন্দিত।
দেরিতে উত্তর দেয়ায় দুঃখিত, ব্যস্ততার কারণে ব্লগে আসতে পারলাম না কিছুদিন।
ভালো থাকুন :)

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১১

অন্তরন্তর বলেছেন: খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি পোস্ট। ব্লগার চাঁদগাজি সাহেব দেখবেন প্রায়ই একটি মন্তব্য করেন যে ১৯৭১ এর পর বঙ্গবন্ধু / তাজুদ্দিন সাহেব দরিদ্র মানুষদের পড়াশুনার দায়িত্ব সঠিকভাবে যদি নিতেন তবে আজ আর আপনার এ লিখার প্রয়োজন হত না। আমাদের দেশের কোন সরকার আজ পর্যন্ত এই কাজটি করেনি বা সঠিকভাবে করতে পারেনি। যাই হউক এখন এইসব দরিদ্র মানুষদের জন্য সমাজের সকলের একটু আন্তরিকতার প্রয়োজন, তাতে সবাই যেন শিক্ষা হতে বঞ্চিত না হয়। আমি বা আপনি মিলে একটু চেষ্টা করলে আপনার পোস্ট সার্থকতার মুখ দেখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শুভ কামনা।

৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ প্রিয় অন্তরন্তর ভাই,
পরাশোনার কারনে ব্লগ থেকে দূরে ছিলাম। তাই প্রতিমন্তব্য করতে দেরি হলো।
নতুন বছরের শুভেচ্ছা,
ভালো থাকবেন,
শুভকামনা। :)

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রান্ত,

জানি পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছ।‌ তোমার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যক্তিগত ভাবে আমি খুশি যে তুমি যথাযথ পড়াশোনার মধ্যে আছ জেনে। তবুও অনেক দিন খোঁজ খবর না পাওয়ায় বর্তমান সময়ের অবস্থান জানতে পারলে খুশি হতাম। আশাকরি সকলের সঙ্গে কুশলে আছ।
ভাইয়ার ভালোবাসা নিও।

৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: প্রিয় পদাতিক ভাই,
আপনার ব্লগে আসছি... :)

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কি খবর :-B

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: এইতো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো ☺

২২| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪

মেহরাব হাসান খান বলেছেন: কতটুকু চাপ থাকে, আমার চেয়ে কে বেশি জানে?
চেষ্টা করছি বন্ধুদের নিয়ে, দোয়া করবেন।

৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১০:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার জন্য শুভকামনা। আপনি উদ্দ্যোগ নিয়েছেন। মহৎ কাজের সূচনাটুকুই সবচেয়ে জটিল।
আপনাদের সফলতা কামনা করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.