নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
রিমঝিম বৃষ্টিতে এক ভয়াবহ খুনিকে তাড়া করছেন আপনি। পুলিশ হেডকোয়ার্টার থেকে কড়া নির্দেশ আছে। জীবন্ত অথবা মৃত। আসামিকে ধরা চাই।
পলায়নপর কঙ্কাল চোরাচালানকারীকে মুহুর্তের সিদ্ধান্তে গুলি করলেন। মেরুদণ্ড ফুটো করে দিল ছোট্ট গুলিটি।
একটি ব্যাগের ভেতর অনেক গুলো খুলি পেলেন। খুনির বাসায় গিয়ে পেলেন কয়েকটি আস্ত কঙ্কাল..
ফরেনসিকের রিপোর্ট আসার আগেই সাংবাদিক সম্মেলন। কি বলবেন ভিকটিমদের সম্পর্কে?
লিঙ্গ সনাক্তকরণের সময় প্রথমেই মাথায় রাখা উচিত, কোন ব্যাক্তি বয়ঃসন্ধিতে না পৌছালে তার কঙ্কাল খালি চোখে দেখে সুবিধা করতে পারবেননা, কেননা হাড়ের গঠনে পরিবর্তন আসে বয়ঃসন্ধির সময় থেকে। দাঁতের সংখ্যা এবং আকার থেকে বয়সের একটা কাছাকাছি ধারণা পাবেন।
লিঙ্গ সনাক্ত করার জন্য আপনার মানব কঙ্কালের দুটি স্থানে বিশেষ দৃষ্টিপাত করতে হবে।
১)করোটি বা খুলি
২)পেলভিস গার্ডল বা কোমরের নিচের হিপ অঞ্চল।
পুরুষ এবং মহিলাদের খুলির পার্থক্য খালি চোখেই বেশ দৃশ্যমান। পুরুষের হাড়ের পুরুত্ব বেশি। রুক্ষ আউটলাইন থাকে। পুরুষের খুলি অনেকটা আয়তাকার। মহিলাদের খুলি গোল। আকারেও ছোট। ছবির তুলনায়, পরিস্কার ধারণা পাওয়া যাবে।
এবার আসি পেলভিসে। সন্তান ধারণ ও জন্মদানের জন্য প্রাকৃতিক ভাবে নারীদের হিপবোন গুলো চওড়া হয়। পুরুষের বেলায় এমনটি হয়না। এটিও একটি গুরুত্বপূর্ণ সনাক্তকারী বৈশিষ্ট্য। নিচের ছবিটি দেখুন।
মাথার খুলির তুলনা
পেলভিস গার্ডলের তুলনা
এই দুটি ভিডিও ক্লিপে ৩ মিনিটের মাঝে দারুণভাবে ব্যাপারগুলো ব্যাখ্যা আছে। আগ্রহীরা দেখতে পারেন।
আর কোন কিছুই না বুঝতে পারলে অপেক্ষা করুন, ডিএনএ এনালাইসিস করে চুলের রং পর্যন্ত বলা সম্ভব!
হ্যাপি ব্লগিং!
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ নতুন ভাই।
গতকাল একটা documentary দেখলাম। alpha go the movie. অনেক ভালো একটি documentary. AI নিয়ে। দেখতে পারেন।
২| ১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:০৯
অনেক কথা বলতে চাই বলেছেন: আরেকটা উপায় আছে। মেয়েদের index finger লম্বা বেশি ring finger থেকে। ছেলেদের বেলায় এটা হয় ঠিক বিপরীত। কি, হাতের আঙুলের দিকে তাকাচ্ছেন, তাই না? হাহাহা প্রমাণ পেলেন তো?
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: হাহাহা। প্রমাণ পেলাম!
ধন্যবাদ।
৩| ১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:২৩
রাফা বলেছেন: বাহ্ খুব সহজ'তো । জ্ঞান একটু বাড়লো মনে হয়...
ধন্যবাদ,ব্ল.প্রান্ত।
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৭
ব্লগার_প্রান্ত বলেছেন: মন্তব্যে কৃতার্থ হলাম রাফা ভাই। ধন্যবাদ।
৪| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মরার পরেও লিঙ্গভেদ
শান্তি নাইক্যা কুনখানে ... হা হা হা
একদম ভিন্নরকম বিষয় জানা হলো। ধন্যবাদ
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫১
ব্লগার_প্রান্ত বলেছেন: কথা সত্য হাহাহা।
ভালো থাকুন।
৫| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩২
দজিয়েব বলেছেন: আগে জানতাম না। ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৩
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ দজিয়েব। ভালো থাকুন।
৬| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৮
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার একটা বিষয় জানা হল । জানার কোন শেষ নাই।
১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ। ভালো বলেছেন।
৭| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: মরার পরেও লিঙ্গভেদ
শান্তি নাইক্যা কুনখানে ... হা হা হা[/sb
বিদ্রোহী ব্যক্তিত্ব সবসময়েই বিদ্রোহী
১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:২৫
ব্লগার_প্রান্ত বলেছেন:
৮| ১৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: জানলাম।
১৬ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০০
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো করেছেন
শুভকামনা
৯| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৪
টারজান০০০০৭ বলেছেন: বাঙ্গালীরে লিঙ্গ চিনাইতেছেন !! আজব তো ! সেই স্কুল লাইফেই বাঙালি লিঙ্গ জ্ঞান অর্জনই শুধু করে নাই বরং লিঙ্গ নির্ণয় , লিঙ্গান্তর সব সারিয়া ফেলিয়াছে , পরীক্ষায় লিঙ্গ নাড়াচাড়াও করিয়াছে ! ধাতুও পড়া সারা ! বেডায় ডাক্তার আর বিজ্ঞানীরা বুড়ো বয়সে লিঙ্গ পড়িয়া এখন বুড়োদের লিঙ্গজ্ঞান দিতাছে ! ছোহ !!
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ব্লগিং এবং ব্যাকরণ দুটোতেই আমি দূর্বল টারজান।
১০| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো পোষ্ট। পোস্টে লাইক।একটা কথা বলার যে
এটা না হয় বুঝলাম পুরুষ-মহিলা স্কালের পার্থক্য। কিন্তু যদি এমন হয়, একজন মেডিটেরিয়ান , একজন নিগ্রিটো ও মঙ্গালয়েড মানুষের স্কাল পাশাপাশি আছে। সেক্ষেত্রে কি ভাবে চিনবে?
১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৩
ব্লগার_প্রান্ত বলেছেন: এর উত্তর আছে anthropology তে। মজার ব্যাপার হলো সেখানে উত্তর আরো সোজা। কারো পার্থক্য চোখের ছোট কোটরে , কারো নাকের লাভ আকৃতির গর্তে। কারো খুলি বেশি আয়তাকার। কিন্তু সবকিছু ব্যাটে-বলে মেলানোর জন্য Dna বাবাজি তলব করা উচিত।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
নেটে অনেক ডিটেইলস পাবেন।
শুভকামনা
১১| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:০২
মা.হাসান বলেছেন: মৃত লোকের ওসব দেখে কি লাভ ভাই?
সাজ পোশাকের কারণে আজকাল মাঝে মাঝে জীবিতদের টা নিয়েই সমস্যায় পড়ে যাই।
১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১২:১৮
ব্লগার_প্রান্ত বলেছেন: আমার এক এলাকার ছোট ভাই এক ঘন্টা এক বড় চুল ওয়ালা ছেলেকে ফলো করেছিলো। বাস্তব ঘটনা -_-
১২| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১:০০
শের শায়রী বলেছেন: ইদানিং আপনার লেখা গুলো বেশ উৎসাহ নিয়ে দেখি কারন এই টাইপের লেখা আমার ভালো লাগে।
১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৫
ব্লগার_প্রান্ত বলেছেন: Thanks Vai. Take love.
১৩| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: খুব বিরক্তিকর অবস্থার মধ্যে আছি। প্রতিমন্তব্য দেওয়ার সবুজ বাটন আসছে না।
আমার সর্ব শেষ পোষ্টে তোমার সুন্দর মন্তব্যের জন্য খুশি হয়েছি। ম্যাক্সিমাম চেষ্টা করেছিলাম গ্রামের পটভূমি তুলে ধরতে। কিছু কিছু কথা আছে যেমন- আমাদেরকে আঙ্গা বা আমার্গা, তোমাদেরকে তোঙ্গা বা তোমার্গা বলা হয়। এরকম দু'একটি ছাড়া তেমন কিছু পরিবর্তন আমার চোখে ধরা পড়েনি। আসলে আমাদের নর্থ 24 পরগনা জেলাতে শহর ও গ্রামের মধ্যে কথ্য ভাষার তেমন পার্থক্য নেই। তবে আমার জানা পৌন্ড্র সম্প্রদায়ের একটা গোষ্ঠী ভাষাপাড়া ও আদিবাসী সম্প্রদায়ের ভাষা অনেকাংশে পৃথক।
যেমন-
তুমি কি দিয়ে খেয়েছো? ওদের ভাষা হবে, কি দে খেচু?
কোথায় যাচ্ছ? কাই যাল্লু?
এখন বল আমার নয়, প্রতিবেশী পাড়ার এই ভাষায় গল্প লিখে পাঠক সমাদর পাওয়া কি সম্ভব?
দেখি কখন আবার প্রতিমন্তব্য দেওয়ার সুযোগ আসে।
ভালো থেকো সুস্থ থেকো।
২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১২:৫৭
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার ঝামেলার কথা মেইলে জানান মডারেটরকে।
আন্তরিক প্রতিমন্তব্যে কৃতজ্ঞতা।
কি দে খেচু কথাটিতো দারুণ। হাহাহা।
সর্বদা ভালো থাকুন এই কামনায়। হ্যাপি ব্লগিং।
১৪| ১৮ ই জুন, ২০২০ রাত ৮:৪৪
নতুন নকিব বলেছেন:
জানলাম। +
১৮ ই জুন, ২০২০ রাত ৮:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ, যাযাকাল্লাহ।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:১০
নতুন বলেছেন: নতুন জিনিস জানলাম। আগ্রহ ছিলো কিন্তু গুগুলে খোজা হয় নি।