নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
প্রথম পর্ব
তুহিন কোথাও পড়েছিলো, প্রকৃতির নিয়মেই পুরুষেরা বহুগামী প্রবণতা দেখায়। কিন্তু তুহিনের মনে হয়, তার ভীত বিবেক স্বয়ংক্রিয়ভাবে চিন্তার এই অংশটিকে বিকল করে রাখে।
তুলতুলির কারণে নিজেকে বন্ধুশূন্য মনে হয় তার। তুলতুলি প্রসঙ্গে সহপাঠীরা হাসাহাসি করে। তুহিন নিজেকে গুটিয়ে নেয়। একবার এক স্কুল পড়ুয়া মেয়েকে টিউশনি পড়ানোর বিবাদে, তুলতুলি ছাত্রীর বাসায় এসে পড়েছিলো। তুলতুলির কি মানসিক সমস্যা আছে? এই প্রশ্নের উত্তর তলিয়ে দেখেনা তুহিন। সত্যি বলতে ছেলেটি হয়তো ভেতরে ভেতরে অনেকদিন ধরেই মৃত।
এদিকে তুলতুলির মন জুগিয়ে কথা না বললে, একটু বিদ্রোহ করতে চাইলে, তুলতুলি কাঁদে, নিজেকে হত্যা করার ভয় দেখায়। ছোট্ট শিশুর মতো ক্ষমা চায় তুহিন। হয়তো তুলতুলির মৃত্যু হোক, এতটা বিষাক্ত হৃদয় তার নেই।
তুলতুলির কিন্তু অনেকগুলো ছেলেবন্ধু আছে। তবে তুহিন ব্যাখ্যা চায়না। কারণ, তুলতুলির দাবী সে দেখতে খারাপ এবং এরা শুধুই বন্ধু। তুলতুলি কখনো এদের প্রেমে পড়বেনা, বা এদের পড়তে দিবে না। কিন্তু যেহেতু তুহিন ছয় বছরের রাজপুত্র, তাই তার এসবে সমস্যা হবে।
আত্নীয় বা প্রতিবেশী, তুলতুলি সবাইকে সন্দেহ করে। নিরীহ নির্জীব বিশ্ববিদ্যালয় জীবন কেটে যায় আত্নমর্যাদাহীণ তুহিনের। তুলতুলি মনে মনে বেশ খুশি হয়।
স্কলারশিপ নিয়ে বাইরে যেতে গেলে, পায়ে ধরে তুলতুলি। তাকেও সাথে নেয়া লাগবে। নয়তো তুহিন তার সুতো ছিড়ে মুক্ত হয়ে যেতে পারে। তুহিনকে মন থেকে ভালোবাসে তুলতুলি। বাধ্য হয়ে দেশেই থাকে এবং সার্টিফিকেটের জোরে ভালো চাকরি পায় তুহিন। দুই পরিবারই জানতো। চাকরির তিন মাসের মাথায় বিয়ে হয়ে যায় তুহিন-তুলতুলির।
অনেক বন্ধু, আত্নীয় স্বজন তাদের বিয়েতে আসে। শুভেচ্ছা জানায়। তুহিনের ভালো লাগে। অনেকটা যেন, বহুদিন পর কবর থেকে বের হওয়ার পরের অনুভূতি। তুহিন ভাবে, এখন তুলতুলির ছেলেমানুষী কমবে। ক্ষনিকের বিরতিতে মৃত মানুষ ভুলে যায়, অবশিষ্ট হাড়টুকুও ক্ষয়ে যাওয়া না পর্যন্ত, মানুষ দুঃখ নিয়েই বাঁচে।
বিয়ের পর তুলতুলি আরো হিংস্র হয়। বাঘিনী যেমন শাবকের উপর নজর রাখে, তেমন অস্বস্তি নিয়ে সংসার শুরু হয় তুহিনের। তুহিনের ব্যক্তিগত বলে কিছু নেই। টিভি সিনেমার নায়িকা কিংবা সংবাদ পাঠিকার উপর তুহিনের 'বদদৃষ্টি' চিহ্নিত করে তুলতুলি। শূন্যতার গভীর বিষাদের বাইরে সংসার কিছুই উপহার দেয়না তুহিনকে।
বউয়ের সাথে কোথাও যেতে লজ্জা পায়, অফিস থেকে লেট করে ফিরতে ভয় পায়। বইয়ের পাতায় মুখ গুঁজে বাঁচার চেষ্টা করে তুহিন।
একদিন তুলতুলি আবিষ্কার করে, তুহিনের বইগুলো কিশোরপাঠ্য অ্যাডভেঞ্চার বই নয়। বড়দের বই। সেখানে এমন শব্দ আছে, যা পাঠ করে হয়তো তুহিন যৌন লালসা মেটায়। নিজের ব্যক্তিত্ব নিয়ে কুৎসিত মন্তব্য শুনে, ঘৃণায় কুঁকড়ে যায় তুহিন।
স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ায় আগ্রহ পায় না। যদিও তুলতুলি সোয়াগের কথা বলে, ভালোবাসি বলে। কিন্তু সেসব শ্রুতিমধুর শব্দ ওজন করতে পারেনা তুহিন।
ওর মধ্যে মৃত মানুষের শীতলতা আসে, বর্ষার রাতের মতো। তাই ছাদে গিয়ে একাকী কাঁদে। তুলতুলির অগোচরে স্মোক করে। স্ত্রীর গায়ে হাত তোলা বা প্রতিবেশীর ভাঁড় হওয়ার সংকল্প তার মনে নেই।
কিন্তু তুলতুলি যখন কাঁদে, তখন নিখুঁত ভালোবাসা থেকেই কাঁদে।
তুহিন প্রচন্ড বিষণ্ণতায় ভোগে আজকাল। নিজেকে প্রশ্ন করে,"আমি কি পাগল হয়ে যাচ্ছি? "
(আগামী পর্বে সমাপ্ত)
৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: কথা সত্য। দেখা যাক।
২| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন:
বেশ! একপ্রকার বিয়ে ও তার পরবর্তী পর্বের ঘটনা পড়লাম। দুজনের চিন্তাশক্তির অভিমুখ দুদিকে। এখন দেখার আগামী পর্বে এই দূরত্ব কমবে না বাড়বে?
পোস্টে দ্বিতীয় লাইক।
শুভকামনা প্রিয় প্রান্তকে।
৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০২
ব্লগার_প্রান্ত বলেছেন: পৃথিবীর প্রতিটি মানুষ অন্তরের কোথাও না কোথাও স্পর্শকাতর।
লাইক এবং মন্তব্যে কৃতজ্ঞতা। আপনার সিয়াম সাধনা আল্লাহ কবুল করুক ভাইয়া।
৩| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
তুলতুলি তুহিনকে ভালোবাসে; আবার বিদেশে গেলে, তুহিন সুতো ছিঁড়ে পালাবে ভাবে? আপনি গল্পের প্লট বানাচ্ছেন, নাকি গরুর রচনার ফরমেট পুরণ করে চলেছেন?
৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম পর্ব পড়লে কিছুটা ধারণা পাবেন। ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করি।
শীঘ্রই একটি গরু রচনা লিখবো। আপনার সংক্ষিপ্ত জীবনী উহাতে পেয়ে যাবেন আশা করি।
৪| ৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
তুলতুলির মতো মেয়েদের বিয়ে দেয়া ঠিক না। এরা না সুখি হতে পারে নিজে! না সুখি করতে পারে স্বামীকে।
৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ঠাকুরমাহমুদ ভাই।
আমার ধারণা, দাম্পত্য জীবনে মানুষ সুখী হয় দৈবচক্রে বা আত্মবিসর্জন এর মধ্য দিয়ে।
ভালো থাকুন।
৫| ৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখনী। +
৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
ব্লগার_প্রান্ত বলেছেন: শুকরিয়া জনাব।
৬| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৩৫
শের শায়রী বলেছেন: আগেই কইছি তুলতুলিরে তুহিনের সাথে বিয়া দিয়েন না, এখন বোঝেন অবস্থা! সামনে তো দেখি আরো গুরুতর কাহিনী হবে
০১ লা মে, ২০২০ ভোর ৪:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: এখন আমারো ক্যামন জানি লাগতাছে, কামডা কি ঠিক করলাম!
৭| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: আপনি লেখালেখিটা অব্যহত রাখুন।
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১২
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার মূল্যবান অনুপ্রেরণার জন্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন, দোয়া রইলো।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: তুলতুলি এবং সোহাগ তাদের সমস্যা আছে। তবে চিন্তা নেই। সমাধান আছে।