নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
জর্জ অরওয়েল এর আসল নাম এরিক আর্থার ব্লেয়ার। তবে বিশ্ব সাহিত্য অঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সকলের কাছে পরিচিত। তার দুটি উপন্যাস- "এনিমেল ফার্ম" ও "নাইন্টিন এইটি-ফোর" - বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে। তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
মাত্র ৪৬ বছর বয়সে এই মহান লেখক যক্ষ্মারোগে মৃত্যুবরণ করেন।
২.
ম্যাসিডোনিয়ার তৃতীয় আলেকজান্ডার ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন, ইতিহাসের পাতায় তিনি আলেক্সান্ডার দি গ্রেট নামেই সর্বাধিক পরিচিত। খ্রিস্টপূর্ব ৩২৬ সালে আলেকজান্ডার ভারতের মাটিতে পা রাখেন।
মাত্র ২০ বছর বয়সে ক্ষমতায় বসলেও ৩২ বছর বয়সে ব্যাবিলনের দ্বিতীয় নেবুচাদনেজারের প্রাসাদে এই সম্রাটের জীবনাবসান ঘটে।
৩.
চৈনিক দার্শনিক কনফুসিয়াস, খ্রিস্টপূর্ব ৫৫১ সালের ২৮ সেপ্টেম্বর চীনের ছুফু শহরে জন্মগ্রহণ করেন। নীতিবাদী এই দার্শনিকের বিশ্বাস ছিলো শিক্ষার মূল ভিত্তি হলো নীতিজ্ঞান। এই প্রাচীন চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব ৪৭৯ সালে ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষ তার নীতিশিক্ষায় জীবন পরিচালনা করে থাকেন।
৪.
গ্রীসের সামোসে জন্মগ্রহণ করা পীথাগোরাস বিশ্বব্যাপী এখনো বরেণ্য সমকোনী ত্রিভুজের বাহু- অতিভূজ উপপাদ্যের জন্য।
৫.
ভারতের সবচেয়ে ক্যারিশমেটিক রাজনীতিবিদ হলেন শশী থারুর।
৬.
১৯৯৪ সালটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের অন্যতম স্বরণীয় একটি সাল। বাংলা ভাষা ও সাহিত্যে অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৪ সালে হুমায়ূন আহমেদকে বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মাননা 'একুশে পদকে' ভূষিত করেন। একই বছরেই তিনি 'আগুনের পরশমণি' চলচ্চিত্রের জন্য 'শ্রেষ্ঠ চলচ্চিত্র', 'শ্রেষ্ঠ কাহিনীকার' ও 'শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা' বিভাগে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫২
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি অরওয়েল ১৯৮৪ বইটা পড়তে পারেন ভাইয়া।
ক্ষমতাসীনরা প্রতিনিয়তই অতীতকে নিয়ন্ত্রণ করে বা করতে চায়। অমুক সরকারের আমলে আমরা অনেক কিছু করেছিলাম, এই সরকার কিছুই করেনাই তার তুলনায়। অথচ অমুক সরকারের আমলে চুরি ছাড়া তারা কিছুই করেনাই।
অনেক সময় ইতিহাস বিকৃত করে মুভি বানানো হয়, এসব আসলে অতীতকে নিয়ন্ত্রণ। বিজয়ীরা ইতিহাস লিখে অতীতকে নিয়ন্ত্রণ করে এবং ভবিষ্যত কে জয় করে নেয়!
ধন্যবাদ ভাইয়া। শুভকামনা, ভালো থাকুন সতত।
২| ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৬
আহমেদ জী এস বলেছেন: ব্লগার_প্রান্ত,
অর্থপূর্ণ সব উক্তি।
পিথাগোরাসের উক্তিটি বেশী অর্থবহ।
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৪
ব্লগার_প্রান্ত বলেছেন: সহমত আহমেদ জী এস।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো। ভালো থাকুন।
৩| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর সুন্দর সব কথামালা।
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৪| ২১ শে জুলাই, ২০২০ রাত ৮:২৩
ঢুকিচেপা বলেছেন: প্রান্ত কি খবর ?
উক্তি নিয়ে পোস্ট ভাল হয়েছে। বেশী ভাল লেগেছে ছবিসহ পরিচিতি দেয়াতে।
শুভেচ্ছা রইল।
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৭
ব্লগার_প্রান্ত বলেছেন: প্রিয় ঢুকিচেপা,
আপনাকে চিনি বলে মনে হচ্ছে না, আপনি কি তবে লবন?
অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য,
আমার নিজে বানানো সবগুলো ডিজাইন।
আপনার ভালো লাগলো জেনে খুব খুশি হলাম। শুভকামনা জানবেন।
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
আপনারা সবাইও ভালো থাকুন, দোয়া রইলো।
৫| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কথামালা অনবদ্য পোস্ট ।+
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: অশেষ ধন্যবাদ কবি সাহেব। ভালো থাকবেন।
৬| ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৭
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর কথামালা।
২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৯
ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৭| ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:১৩
ঢুকিচেপা বলেছেন: চিনি তো A+ পাওয়ার আগে থেকেই।
তখন অন্য নিক ছিল। এখন এটা ফিরে পেয়েছি।
২২ শে জুলাই, ২০২০ রাত ১২:২১
ব্লগার_প্রান্ত বলেছেন: আলহামদুলিল্লাহ, আপনার সমস্ত নিক একশো বছর হায়াত পাক, দোয়া রইলো।
৮| ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৪
ঢুকিচেপা বলেছেন: নিক ১০০ বছর হায়াত পাবে আর আমি মরে যাই ?
“আমার নিজে বানানো সবগুলো ডিজাইন।”
ডিজাইন ভাল হয়েছে।
এটা জন্য আবার মন্তব্য করা।
২২ শে জুলাই, ২০২০ রাত ১:৩৬
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি আপনাকে চিনতে পারছি, কিন্তুক আপনার এমন উইয়ার্ড একটা নিক থাকতে পারে কল্পনাও করি নাই।
অসম্ভব ভালোবাসা নিয়েন,
আপনার সুস্থতা কামনা করি। আর আপনার একদেসশ বছর বাঁচা উচিত, ইনশাআল্লাহ বাঁচবেন
৯| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: এরকম বানী মনকে শান্তি দেয়। ভরসা দেয়।
২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি আপনার সাথে একমত রাজীব ভাই।
১০| ২২ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৩২
করুণাধারা বলেছেন: ব্লগার_প্রান্ত, ভালো লাগলো কীর্তিমান কিছু মানুষের উক্তি। সাথে তাঁদের ছবি দেয়ায় চেহারা দেখে নেয়া গেল। সবচাইতে ভালো লেগেছে পিথোগোরাসের উক্তি।
শুভেচ্ছা রইল।
২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
ব্লগার_প্রান্ত বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ডিজাইনগুলো আমার নিজের করা, তাই আপনাদের ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
আপনার জন্যও শুভকামনা রইলো।
১১| ২২ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৩
জুন বলেছেন: অসাধারন ব্যক্তিদের অসাধারন সব উক্তি প্রান্ত । তবে এর মাঝে শশী থারুরের উক্তিটাতে অনেক মজা পাইলাম । এটাকে বৃটেনে একটু সেন্ড করা যায় না
+
২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:০৩
ব্লগার_প্রান্ত বলেছেন: আপু, জেনে খুশি হবেন যে, এই উক্তিটি শশী থারুর খোদ ব্রিটেনের অক্সফোর্ড ইউনিয়নের একটি ডিবেটে দাড়িয়ে বলেছেন!
এই নিন লিংক: https://www.youtube.com/watch?v=f7CW7S0zxv4
আমার অনেক প্রিয় একজন বক্তা শশী থারুর, উনি কিন্তু একজন টুইটার সেনসেশন ও
১২| ২২ শে জুলাই, ২০২০ রাত ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: চমৎকার এসব উক্তিসমূহ সংকলন করে এখানে প্রকাশ করার জন্য ধন্যবাদ।
আরো কয়েকজনের মত আমার কাছেও সবচেয়ে ভাল লেগেছে পীথাগোরাস এর উক্তিটা। এবং তার পরেই কনফিউসিয়াস এরটা।
১ নং প্রতিমন্তব্যটা চমৎকার হয়েছে। +
"নিজের ক্ষুদ্রতা এবং জ্ঞানের স্বল্পতা স্বীকার করো" - এ উক্তিটাও হয়তো একদিন বিখ্যাত হয়ে যাবে!
২৩ শে জুলাই, ২০২০ রাত ১২:১১
ব্লগার_প্রান্ত বলেছেন: আস সালামু আলাইকুম স্যার,
আশা করি সপরিবারে সুস্থ আছেন। আমার এই পোস্টে আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো।
আমারো ব্যক্তিগতভাবে কনফিউসিয়াসের উক্তিটি প্রিয়। জীবনযাপনের ব্যপারে কনফুসিয়াসের চিন্তাধারা আসলেই মুগ্ধ করে মাঝে মাঝে।
আমি মানুষের ভালোর জন্য কিছু করতে চাই।
আল্লাহ কাল কেয়ামতে প্রসন্ন চিত্তে আমাকে মনে রাখলেই সন্তুষ্ট হবো।
আপনার জন্য দোয়া রইলো। আশা করি আল্লাহ আপনাকে সুস্বাস্থ্যের বরকত দিয়ে কবুল করে নিবেন।
শুভ রাত্রি। ফি আমানিল্লাহ।
১৩| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫২
প্রেক্ষা বলেছেন: ভালো আছেন ভাইয়া? আপনার প্রোগ্রামিং এর কি খবর?? এতদিনে তো মনে হয় প্রো হয়ে গিয়েছেন
২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৬
ব্লগার_প্রান্ত বলেছেন: হ্যালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তুমিও ভালো আছো।
আমার প্রোগ্রামিং এর খবর খুব একটা খারাপও না ভালোও না। আমি কয়েকটা প্রজেক্টে বর্তমানে কাজ করছি, তাই টুকটাক শেখার মধ্যে আছি। কিন্তু নিজেদের একটা ব্লগিং ওয়েবসাইট আর ইউটিউব চ্যানেল চালানোর জন্য ফোকাসটা শুধু প্রোগ্রামিং এ নেই।
আশা করি তুমি ভালো এগিয়েছো, দোয়া রইলো।
শুভকামনা।
১৪| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৮
প্রেক্ষা বলেছেন: আলহামদুলিল্লাহ আপনি তো ভালোই এক্টিভ। আমাকে ডিজিটাল পেইন্টিং এর ভূতে ধরেছে তাই আপাতত সেদিকে মন দিয়েছি।
ভাইয়ার ইউটিউব চ্যানেল কি নিয়ে???
ওহ আরেকটা কথা,HSC পরীক্ষার কথা ভুলে গেলে কিন্তু চলবে না
২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৬
ব্লগার_প্রান্ত বলেছেন: আমরা দুইটা ইউটিউব চ্যানেল চালাই, একটা ইতিহাস নিয়ে আরেকটা অ্যাকাডেমিক/ নন অ্যাকাডেমিক পড়াশোনা নিয়ে।
আর আমি নিজেও আজকাল ডিজিটালে আঁকাআঁকি করছি, নিচে কয়েকটা দিলাম।
HSC পরীক্ষার কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ, দেখি কি করি।
তোমার জন্যেও শুভকামনা আপু।
১৫| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৫০
ব্লগার_প্রান্ত বলেছেন:
১৬| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৩
প্রেক্ষা বলেছেন: বাহ আপনি তো ভালো আর্ট করেন।
এটা আমার করা একটা লোগো,অস্ট্রেলিয়ান একটা ক্লোথিং কোম্পানীর জন্য করেছিলাম
১৭| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৫
প্রেক্ষা বলেছেন:
১৮| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৮
প্রেক্ষা বলেছেন: ফাইলের সাইজ বড়ো হওয়ায় ছবি সম্ভবত ডার্ক হয়ে গেছে।
২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৫
ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক সুন্দর হয়েছে লোগোটা।
আশা করি ভালো কিছু করতে পারবে সামনে আপু।
লোগো দেখানোর জন্য এবং পুনরায় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আগামীর জন্য শুভকামনা রইলো।
১৯| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৫
কবিতা পড়ার প্রহর বলেছেন: উক্তিগুলো দারুন।
২৭ শে জুলাই, ২০২০ রাত ১:০৭
ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক গুলো ধন্যবাদ আপনাকে।
২০| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: Click This Link
সত্যি সত্যি তাই। কিন্তু স্বপ্ন জানার চেষ্টা আমরা কয়জন করি।
০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:৫৭
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি আপনার সাথে একমত ঠাকুর ভাই।
২১| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৬
শায়মা বলেছেন: বিখ্যাতদের উক্তিগুলি আসলেও কাজের। একটু ভেবে দেখলে বুঝা যায় কি পরিমান উপলদ্ধি জ্ঞান ছিলো তাদের।
১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৭
ব্লগার_প্রান্ত বলেছেন: সহমত আপু। তবে এই কথাটাই আগামী দশকে আর বলা সম্ভব হবে না হয়তো।
কারন আশেপাশের বিখ্যাতদের অধিকাংশের কাছ থেকেই "বিলাসবহুল জীবন যাপনের" বাইরে কিছু শেখার নেই।
২২| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৯
শায়মা বলেছেন: বিলাস বহুল জীবন যাপনে থেকে কি রবিঠাকুর কিছু শেখাতে পারেনি?
আসল কথা উপলদ্ধি জ্ঞান!
১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৩
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি সেটা বলিনি আপু।
আমি বলেছি আমাদের সেলিব্রেটিরা আমাদের কিভাবে বিলাস বহুল জীবনযাপন করতে হয় সেটা শেখাচ্ছে!
রবি ঠাকুর বিলাস বহুল জীবন যাপন করেছেন ঠিকই কিন্তু তিনি তার লেখায় সেটাকে কোনদিনই প্রাধান্য দেননি।
কিন্তু আপনি একটু অনুসন্ধান করে দেখেন, কারা মেইন স্ট্রিম সেলেব এবং তারা কেন সেলেব্রেটি, তাহলেই আমার বক্তব্য ধরতে পারবেন।
ধন্যবাদ। শুভকামনা।
২৩| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫২
শায়মা বলেছেন: আত্তা আত্তা বুঝেছি!!!!!!!!
পুচ্চুভাইয়া!!!
১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৩
ব্লগার_প্রান্ত বলেছেন: থ্যাঙ্কু সো মাচ
২৪| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানী কথা জীবনের সাথে ওৎপ্রোতভাবে জড়িত। প্রথমটা একেবারে মিলে গেছে
ধন্যবাদ আপনাকে
১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৫
ব্লগার_প্রান্ত বলেছেন: সত্যি কথাটাই বলেছেন। আপনিও তাহলে একজন বিপ্লবী।
ধন্যবাদ এবং শুভকামনা।
২৫| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি আপনার সাথে একমত রাজীব ভাই।
আপনি নিয়মিত পোষ্ট দেন না কেন?
১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১৫
ব্লগার_প্রান্ত বলেছেন: আমি নিয়মিত পোস্ট হয়তো আর কখনোই দিতে পারবো না রাজীব ভাই। অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি আর বাংলা টাইপের জন্য ব্লগে লগড ইন থাকি। তবে সময় পেলেই লিখবো এবং আপনার সাথে নিয়মিত হবো। দোয়া রাখবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ উক্তিগুলো নিয়ে একটা দারুণ পোস্ট।
অতীতকে নিয়ন্ত্রণ করা যায় কীভাবে- উদাহরণসহ বোঝাতে পারবেন?