নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পড়ি এবং নিজের ক্ষুদ্রতা ও জ্ঞানের স্বল্পতা স্বীকার করি। নিজেকে বুদ্ধিজীবী ভাবি না। ঐ বয়সটা পার করে এসেছি।

ব্লগার_প্রান্ত

Ashraful Alam Khan Pranto

ব্লগার_প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

স্পেসপেন

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪১


জিরো গ্র্যাভিটিতে সাধারণ কলমগুলো কাজ করেনা বিধায়, মহাকাশ যাত্রার শুরুর দিকে স্পেসশিপে পেন্সিল ব্যবহারের প্রচলন ছিলো। তবে কার্বন তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায়, লেখার সময় ভেঙ্গে যাওয়া পেন্সিলের ছোট ছোট টুকরোগুলো স্পেসশিপে নানা ধরণের বিপদের ঝুঁকি তৈরি করেছিলো।

১৯৬৫ সালে আমেরিকার ফিশার কোম্পানি মহাকাশচারীদের জন্য বিশেষ ধরণের স্পেশপেন তৈরি করে। এই স্পেসপেনগুলোর মধ্যে সবসময় নাইট্রোজেন গ্যাসের কৃত্রিম চাপ থাকে বলে মহাশূন্যেও এই কলম দিয়ে লেখা যায়। আরো মজার ব্যাপার হলো যে, এই কলমগুলো দিয়ে অতি উচ্চ বা নিম্ন তাপমাত্রার পাশাপাশি পানির নিচেও লেখা সম্ভব!



আবিষ্কারের পেছনে ফিশার কোম্পানিকে ১ মিলিয়ন ডলার খরচ করতে হলেও বর্তমানে বেশ সুলভ মূল্যেই কিনতে পারেন এই কলমগুলো। প্রিয় মানুষকে একটি স্পেস পেন উপহার দিতে হলে আপনাকে গুনতে হবে মাত্র ২০০০ টাকা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৫

সাগর শরীফ বলেছেন: সিম্বল অফ এক্সেলেন্স!
ড. ভীরু সহস্রবুদ্ধি'র কথা মনে পড়ে গেল।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি নিজে থ্রি ইডিয়েট দেখি নাই, কিন্তু এটা ফেসবুকে শেয়ার করলাম পরে অনেকেই থ্রি ইডিয়েট এর রেফারেন্স দিলো প্রথমে। ব্লগেও এটা হলো। অসাধারণ ব্যাপার!

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৮

নেওয়াজ আলি বলেছেন: আপনার সাহায্যে কতদুর হলো বাচ্চাটার । পারলে আরো দিতাম এখনতো অভাবের দিন ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: আলহামদুলিল্লাহ আমাদের বিকাশে ৪৭০০ টাকার মতো আছে, আমরা ভিডিওটা ছাড়ার পর ওর বিকাশে ৩৬০০ টাকা এসেছে।
আমরা অনেকের কাছে যাচ্ছি এবং সাধ্যমতো যোগাযোগ করছি। আমাদের জন্য দোয়া করবেন।

আপনি ৫০০ টাকা দিয়েছেন, এতেই অনেক উপকার হয়েছে ভাই। আল্লাহ আপনার মঙ্গল করুক।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৭

ইলি বলেছেন: ড. ভীরু সহস্রবুদ্ধি'র কলম মনেহয়।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: জ্বী ভাই।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪২

সাবিনার বচন বলেছেন: ধন্যবাদ!

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: ওরা স্পেসে কলম দিয়ে করবে কি? ল্যাপটপ বা ট্যাব নাই ওদের?

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক সময় কাগজে লিখতে হয়। আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অনেক কাজে লাগে ভাই। ধন্যবাদ।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

রাশিয়া বলেছেন: ড. ভীরু সহস্রবুদ্ধি (ভাইরাস) কি এসব তথ্য জানতো না? রাস্তোগি যখন প্রশ্ন করেছিল, পেন্সিল কেন ব্যবহার করা যায়না, তখন এঈ উত্তর দিলেই তো হত।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: মুভির আকর্ষনীয়তা ধরে রাখার স্বার্থে সংলাপগুলো লেখা হয়েছে। তাই হয়তো জেনেও জানতেন না

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল ইনফো, পুরা ভিডিওটাও দেখলাম। ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

ভুয়া মফিজ বলেছেন: মন্তব্যে অনেকেই দেখলাম ''থ্রি ইডিয়েটস'' মুভিটা নিয়ে কনফিউজিং মন্তব্য করেছে। আপনার মুভিটা দেখা উচিত। আমার অল টাইম ফেভারিট একটা মুভি। আমার মতে এটা আমীর খানের বেস্ট ক্লাসিকাল আর্টওয়ার্ক। ইউটিউবের একটা লিঙ্ক দিলাম,Three Idiots

আর হ্যা, ভিন্নধর্মী লেখাটা ভালো হয়েছে। :)

১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভাই। এই লেখাটা ফেসবুকে মোটামুটি ভাইরাল হয়েছিলো। দোয়া রাখবেন। আর থ্রি ইডিয়টস সময় নিয়ে দেখবো। ফি আমানিল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.