নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
আফগানিস্তানকে ইতিহাসের ছাত্ররা চেনেন গ্রেভয়্যার্ড অফ এম্পায়ারস নামে। আলেক্সান্ডার দা গ্রেট থেকে শুরু করে ব্রিটিশ এম্পায়ার, সোভিয়েত রাশিয়া এবং সবশেষে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কেউই পারেনি স্বাধীনতাকামী আফগানদের বশ করতে। তবে আগামী দিনগুলোতে দরিদ্র আফগানিস্তানের ভাগ্যে কি লেখা আছে, সেটাই এখন দেখার বিষয়।
আফগানদের সমৃদ্ধ এবং রক্তাক্ত ইতিহাসকে জানুন সাবেক ব্রিটিশ ডিপ্লোম্যাট, লেখক এবং শিক্ষক ররি স্টুয়ার্টের সাথে।
এই ডকুমেন্টারির ১ম পর্বের লিংক এখানে যুক্ত করে দেয়া আছে।
ডকুমেন্টারিটির ১ম পর্ব দেখে আপনি যা জানবেন:
১. আফগানিস্তানে ব্রিটিশ সাম্রাজ্য কেনো প্রবেশ করেছিলো।
২. এংলো আফগান যুদ্ধ কেনো হয়েছিলো।
৩. ট্রাভেলস টু বুখারা বইয়ের লেখক এবং গুপ্তচর আলেক্সান্ডার বার্নসের যাত্রা এবং পরিনতি।
৪. কিভাবে ইংরেজরা আফগানিস্তান থেকে বিদায় নিয়েছিলো।
৫. ব্রিটিশরা চলে যাওয়ার পরে আফগানিস্তানে কি হয়েছিলো।
১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: আস সালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো এবং সুস্থ আছেন।
জ্বী ভাইয়া, অনেক কিছুর পরে শেষ পর্যন্ত পরীক্ষা হলো না। অবশ্য আমি পরীক্ষা হওয়ার পক্ষে ছিলাম, কিন্তু পরিস্থিতি আসলেই সরকারের প্রতিকূলে ছিলো হয়তো।
আপাতত এডমিশনের প্রস্তুতি নিচ্ছি ভাইয়া, সপ্তাহে তিন দিন সেকেন্ড ইয়ারে ওঠা একজন ছেলেকে ফিজিক্স পড়াই। অনলাইনে কোয়ান্টাম কম্পিউটিং এর উপর আট মাস ব্যাপী একটা কোর্স করছি। মাঝখানে নিজেদের একটা প্ল্যাটফর্ম আর ওয়েবসাইট খুলেছি। ওগুলোতে মাঝে মাঝে সময় দেই। ২১ সালে আইলস দিবো ইনশাআল্লাহ।
লকডাউনে অনেক ডকুমেন্টারি দেখেছি, সপ্তাহে একটা দুইটা ডকুমেন্টারি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ।
ব্লগে এখন আমি একজন নিতান্ত পাঠক, ইন্টারনেটে খুব কম মানুষের সাথে ইন্টারেক্ট করি, পরিচিত মানুষেরা ব্লগে লিখছেন দেখে অনেক ভালো লাগে। আশা করি আপনারা সবাই নিয়মিত লেখবেন। ধন্যবাদ এবং শুভকামনা।
২| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৪
ভুয়া মফিজ বলেছেন: ইন্টরেস্টিং বিষয়! বিরাট ভিডিও ক্লিপ। সময় নিয়ে দেখতে হবে। তবে, ভিডিও না দিয়ে বিষয়টা লিখলে ভালো হতো। ব্লগে ভিডিও দেখার চাইতে লেখা পড়তেই ভালো লাগে।
১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৭
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভুয়া মফিজ ভাই,
লেখার শক্তি এবং সময় হাতে তেমন নাই। তাই চোরামি করে ব্লগে লকডাউনে দেখা ডকুমেন্টারিগুলো মাঝে মাঝে শেয়ার করবো । যেসব ডকুমেন্টারি শেয়ার করবো ইনশাআল্লাহ তার প্রত্যেকটাই অনেক ইন্টেরেসটিং এবং ভালো কোয়ালিটির হবে।
অনেক কিছু জানতে পারবেন সবাই আশা করি।
চেষ্টা করবো প্রতিটির ডক নিয়ে দশ বারো লাইন লিখতে। ডকুমেন্টারির সারাংশটা উপস্থাপন করবো, এতে নিজেরো নোট থাকবে।
ভালো থাকবেন, শুভকামনা।
৩| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৫
করুণাধারা বলেছেন: সময় নিয়ে ভিডিওটা দেখবো প্রান্ত। অনেক শুভকামনা জানিয়ে আপাতত বিদায় নিলাম।
১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আপু। প্রতি সপ্তাহে দুটি করে ডকুমেন্টারি শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে।
অফ টপিক: নতুন জীবন কি বইমেলায় আসছে?
৪| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৪
রাজীব নুর বলেছেন: ভিডিও টা অবশ্যই দেখব।
১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ
৫| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৮
ফয়সাল রকি বলেছেন: ডকুমেন্টারীটা দেখা হয়নি। লিংকের জন্য ধন্যবাদ।
১৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
স্থিতধী বলেছেন: ডকুমেন্টরী দেখতে ভালোই লাগে। সময় করে দেখতে হবে। ধন্যবাদ শেয়ারের জন্য।
২১ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১১
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৫
ঢাবিয়ান বলেছেন: কেমন আছ প্রান্ত? ইন্টারমিডিয়েট পরীক্ষাতো হল না। কিভাবে কাটছে সময়?