নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ashraful Alam Khan Pranto
১৯০০ সালের ১০ই মে, ততদিনে ইংল্যান্ডে অস্তমিত হচ্ছে ভিক্টোরিয়ান সূর্য। গ্রামীণ ইংল্যান্ডের এক সুশিক্ষিত পরিবারে জন্ম হলো ছোট্ট শিশু সেসিলিয়ার। নিয়তির ফেরে ৪ বছর বয়সে ব্যারিস্টার বাবাকে হারিয়ে মায়ের কাছে বড় হচ্ছিলো কৌতূহলী শিশুটি। সেই সময়ের ইংল্যান্ডে নারী শিক্ষার সুযোগ এবং সম্ভাবনা ছিল খুবই সীমিত। সমস্ত প্রতিকূলতার বিপক্ষে গিয়ে সেসিলিয়া প্যেনের মা চেয়েছিলেন সন্তানদের সুশিক্ষিত করতে।
শৈশবেই সেসিলিয়া অনুপ্রেরনা পেয়েছিলেন প্রকৃতির রহসগুলো জানতে। লন্ডনের বরেণ্য সেন্ট পলস গার্লস স্কুলে পড়ার সময় গতিবিদ্যা, তড়িৎক্রিয়া, চৌম্বকত্ব, তাপগতিবিদ্যায় আগ্রহী হতে থাকেন তিনি। মেধাবী শিক্ষার্থী হওয়ায় সেসিলিয়া কৈশোরের শেষের দিকে পেয়ে যান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা নিউহ্যাম কলেজ স্কলারশিপ।
মজার ব্যাপার হলো, জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে মেধাবী পি.এইচ.ডি থিসিস লেখার কৃতিত্ব পাওয়া সেসিলিয়া, নিউহ্যাম কলেজে উচ্চশিক্ষা শুরু করেছিলেন উদ্ভিদবিজ্ঞানে। তবে পদার্থ এবং জ্যোতির্বিজ্ঞানে সেসিলিয়ার বরাবরই বিশেষ আগ্রহ ছিলো। কিন্তু জ্যোতির্বিজ্ঞানে সেসিলিয়ার চূড়ান্ত মনোনিবেশ ঘটে মহারথী আইনস্টাইনের কল্যাণে।
ক্যামব্রিজের বিখ্যাত জ্যোতির্বিদ স্যার আর্থার এডিংটানের থিওরী অফ রিলেটিভিটি নিয়ে বক্তৃতা দিতে আসেন নিউহ্যাম কলেজে। সেসিলিয়া প্যেন নিজের আত্মজীবনীতে সেই দিনটিকে অত্যন্ত আবেগপ্রবন ভাবে সরন করেছেন। তার বক্তব্য অনুসারে, থিওরি অফ রিলেটিভির বিশালতা অনুভব করে সেসিলিয়ার নার্ভাস ব্রেকডাউন হন। তিনি পরবর্তী তিন রাত ঘুমাতে পারেননি। অবশেষে বোটানী ছেড়ে চূড়ান্তভাবে সেসিলিয়া চলে আসেন জ্যোতির্বিজ্ঞানের পৃথিবীতে। নিউহ্যামের স্বল্প সুযোগের মধ্যেই রাতের আকাশে তদন্ত চালিয়েছেন মাসের পর মাস।
মেধাবী এই শিক্ষার্থীকে চিনতে একটুকুও ভুল করেননি স্যার আর্থার এডিংটন। এডিংটনের নেতৃত্বেই সেসিলিয়া শুরু করেন নক্ষত্রের গঠন সম্পর্কিত একটি প্রজেক্ট। উদ্দেশ্য ছিলো, একটি নক্ষত্রের গঠন কাঠামো গানিতিক যুক্তি সমূহদ্বারা প্রতিষ্ঠা করা। কিন্তু একটি জটিল গানিতিক সমস্যার সমাধানে ব্যার্থ হন সেসিলিয়া। বছরের পর বছর স্বয়ং স্যার আর্থার এডিংটনও ওই সমস্যাটিতেই আটকে ছিলেন।
আরনেস্ট রাদারফোর্ডের সাথে তিক্ত স্মৃতি রয়েছে সেসিলিয়া প্যেনের। তৎকালীন সমাজে উচ্চ সিক্ষায় ব্রতী নারীদের নানাভাবে হেয় বিদ্রুপ করা হতো। যদিও রাদারফোর্ডের ক্লাসে একমাত্র নারী শিক্ষার্থী হিসেবে সেসিলিয়া সেসব গায়ে মাখেননি। পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্রতাই সেসিলিয়াকে উপহার দিয়েছে সময়ের শ্রেষ্ঠত্ব।
ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে সেই সময়ে নারীদের আনুষ্ঠানিক ডিগ্রী দেওয়ার রীতি ছিলো না। ওদিকে পশ্চিমের আরেক সম্রাট আমেরিকায় নারী শিক্ষায় প্রতিকূলতা দিন দিন দ্রুত কমে আসছিলো। তাই হারভার্ড বিশ্ববিদ্যালয়ের পিকেরিং ফেলোসিপের জন্য আবেদন করেন সেসিলিয়া। মেধাবী এই মানুষটিকে আমেরিকায় আমন্ত্রণ জানিয়ে জ্যোতির্বিজ্ঞানের ভাগ্যই পাল্টে দেয় হারভার্ড বিশ্ববিদ্যালয়।
হারভার্ড কলেজ অবসারভেটরির পরিচালক হারলো স্যাপলের তত্ত্বাবধানে ডক্টরাল থিসিস শুরু করেন সেসিলিয়া প্যেন। সেই সময়েও নক্ষত্রের গঠন কাঠামো নিয়ে বিজ্ঞানী মহলের যথেষ্ট সন্দেহ ছিলো। অনেকে ভাবতেন নক্ষত্রগুলোতে অস্তিত্ব আছে ভারী মৌলিক পদার্থের। কিন্তু, এই চিন্তার একটি সমস্যা আছে। নক্ষত্রের বহিরাবরণে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের উপস্থিতি থাকলে শতশত নক্ষত্রের শতশত রঙ বৈচিত্র্য দেখা যাওয়ার। কিন্তু রাতের আকাশে শুধুমাত্র সাত প্রকার নক্ষত্রের খোঁজ পাওয়া যায়। তাহলে প্রশ্নটি হলো, কোন কোন মৌলিক পদার্থ নিয়ে সৃষ্টি হয় নক্ষত্রেরা? এই বিতর্কেরই কূল কিনারা আবিষ্কার করেন আমাদের সেসিলিয়া প্যেন। আর গর্বের সাথেই বলতে হয়, এই আবিষ্কারের গল্পে জড়িয়ে আছে বাঙ্গালির গর্ব মেঘনাদ সাহার নাম।
জ্যোতির্বিজ্ঞানে মেগনাদ সাহার হইচই ফেলা আবিষ্কার, নক্ষত্রের বিখ্যাত তাপ- আয়নায়ন তত্ত্ব। সোজা অর্থে যার মানে, উত্তপ্ততা এবং রাসায়নিক ঘনত্বের সাথে সম্পর্ক আছে নক্ষত্রের আয়নিক অবস্থার। হারভার্ডের উন্নত আলোক বর্নালি সমূহ পরীক্ষা নিরীক্ষা করে প্যেন বুঝতে পারেন যে, প্রতিটি নক্ষত্রই শুধু মাত্র হাইড্রোজেন- হিলিয়াম দিয়ে গঠিত! তবে বিভিন্ন তাপমাত্রা এবং আয়নিক অবস্থার কারনে নক্ষত্রের মধ্যে সীমিত সংখ্যক রঙ বৈচিত্র্য দেখা যায়।
সুতরাং, নক্ষত্রে ভারী মৌলিক পদার্থের উপস্থিতি নাকচ করে দেন সেসিলিয়া প্যেন। যার মানে, মহাবিশ্বের প্রাথমিক মৌল হাইড্রোজেন এবং অসংখ্য হাইড্রোজেন মিলিত হয়ে সৃষ্টি হয়েছে অন্যান্য মৌলিক পদার্থ। মহাবিশ্বের সৃষ্টিতত্ত্বে এই ধারনার গুরুত্ব আশা করি পাঠক উপলব্ধি করতে পেরেছেন।
১৯২৫ সালে প্রকাশিত এই থিসিসটিকেই অনেকে বলেন জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী পি.এইচ.ডি থিসিস। গবেষণাগারে হাইড্রোজেন-হিলিয়ামের বিভিন্ন কৃত্রিম বর্নালী পরীক্ষা করে প্যেনের থিসিস সঠিক প্রসানিত হয়। তবে এই আবিষ্কারটি সরাসরি প্রত্যাখান করেছিলেন তখনকার বিজ্ঞানী মহলের একাংশ। তবে ধীরে ধীরে এই আবিষ্কারটির ভিত্তি মজবুত করেন সমসাময়িক অন্যান্য জ্যোতির্বিদরা। থিসিসটির জন্য রাডাক্লিফ কলেজ থেকে Ph.D ডিগ্রী লাভ করেন সেসিলিয়া প্যেন।
সেসিলিয়া প্যেন পরবর্তী জীবনে জ্যোতির্বিজ্ঞানে অপরিসীম অবদান রেখেছেন। জ্যোতির্বিজ্ঞানী স্বামী সের্গেই গাপোসকিনের সাথে মিলে তৈরি করেছিলেন অজস্র নক্ষত্রের তথ্যভাণ্ডার। একসময় বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞান শিক্ষার্থীদের কাছে যা ছিলো আদর্শ টেক্সটবুক রেফেরেন্স। হারভার্ড বিশ্ববিদ্যালয়ে ১৯৫৬ সালে প্যেন পান প্রফেসরের মর্যাদা। ওই বছরই দায়িত্ব পান হারভার্ডের জ্যোতির্বিজ্ঞান বিভাগে। জীবনের প্রতিকূলতা জয় করা নারীদের ইতিহাসে যা ছিলো একটি তাৎপর্যপূর্ন ঘটনা। সারা জীবনে অজস্র পদক এবং সম্মাননা পাওয়া এই মহীয়সী নারী আজো পৃথিবীতে অসংখ্য বিজ্ঞান শিক্ষার্থী নারীর অনুপ্রেরনা। ১৯৭৭ সালে এই মহান জ্যোতির্বিজ্ঞানীর সম্মানে সৌরজগতের একটি মাইনর গ্রহকে ''প্যেন গাপোসকিন'' নামে নামকরন করা হয়।
তথ্যসূত্র:
www.aps.org/ publications/apsnews/201501/physicshistory.cfm
owlcation.com/humanities/ The-Pioneering-Woman-Astronomer-Cecilia- Payne-Gaposchkin
https://en.wikipedia.org/ wiki/Cecilia_ Payne-Gaposchkin
ছবি: উইকিপেডিয়া থেকে নিয়ে নিজের এডিট করা
১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৩
ব্লগার_প্রান্ত বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
২| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০০
সালাহ উদ্দিন শুভ বলেছেন: রোমাঞ্চকর জীবন।
১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৩
ব্লগার_প্রান্ত বলেছেন: চ্যালেঞ্জিং ও বটে।
৩| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২০
পদাতিক চৌধুরি বলেছেন: সেসিলিয়া প্যেনের শিক্ষা জীবনের প্রতিকূলতা এবং জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী অবদান পড়ে সমৃদ্ধ হলাম। তথ্যবহুল পোস্টে ভাল লাগা।
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।
১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৯
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ দাদা
৪| ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৩
সোহানী বলেছেন: জানা ছিল না। অনেক ভালো লাগলো। আমার দুই বাচ্চাই জোর্তিবিজ্ঞানে মারাত্বক আগ্রহী।
১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩১
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ। আপনার শিশুদের জন্য শুভকামনা রইলো। kurzgesagt চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আশা করি।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: সেসিলিয়া প্যেন সম্পর্কে অনেক কিছু জানলাম। সত্য কথা বলি, আজই তার নাম প্রথম শুনলাম।
ভাবছি সেসিলিয়া প্যেন এর জন্ম বাংলাদেশে হলে তার ভবিষ্যৎ কি হতো!
১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৩
ব্লগার_প্রান্ত বলেছেন: বাংলা ভাষায় ওনার জীবন নিয়ে বোধ হয় প্রথম আর্টকেলটি আমিই লিখলাম।
বাংলাদেশে জন্ম হলেও উনি বাইরে চলে যেতেন, আমাদের দেশের অনেক মেধাবী মানুষ বাইরে চলে গেছেন সিস্টেমের কারণে..
৬| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: দক্ষ ও যোগ্য লোকদের দেশ ধরে রাখতে পারছে না। সবাই তো আর হুমায়ূন আহমেদ এবং জাফর ইকবাল না।
১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯
ব্লগার_প্রান্ত বলেছেন: একমত
৭| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তথ্যসমৃদ্ধ পোস্ট। ভাললাগলো অজানাকে জেনে।
১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আপনাকে
৮| ১৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৪
ফুয়াদের বাপ বলেছেন: এরা আমাদের মতো স্বার্থপর সুস্থ্য মানুষ না...এই পাগল বিজ্ঞানীরা নিজের জীবনের জাগতিক সুখ বিসর্জন দিয়ে পৃথিবীকে সমৃদ্ধ করেছে নতুন নতুন আবিষ্কারে...ধন্যবাদ আপনাকে সামুবাসীকে তথ্যনির্ভর বিজ্ঞানের গল্প শোনানোর জন্য।
১৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২০
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যটির জন্য। মানুষ স্বার্থপর এবং কৃতঘ্ন চরিত্রের একটি প্রাণী। যারা এই পৃথিবীতে প্রকৃত সম্মানের হকদার, তাঁদের অবদানকেই ভুলে যাই আমরা..।
৯| ০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অনেকটা গল্প বলার স্টাইলে চমকপ্রদ কিছু অজানা তথ্য উন্মোচনের জন্য। Cecilia Helena Payne সম্বন্ধে আগে কিছুই জানা ছিল না, আপনার এ পোস্ট পড়ে এবং পোস্টের সূত্র ধরে আরো কিছু তথ্যভান্ডার ঘাঁটাঘাটি করে অনেক কিছুই জানলাম। এ বিদুষী নারীর মেধা, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং ওনার মায়ের প্রতিও, কারণ মাত্র চার বছর বয়সে তার পিতার মৃত্যুর পর তার মা তাকে অনেক কষ্টে প্রতিপালন করেছিলেন, শিক্ষা দীক্ষায় দীক্ষিত করেছিলেন।
কোথায় ভর্তি হচ্ছেন জানাবেন। দোয়া করি, বিজ্ঞানের কোন মৌলিক বিষয়ে (প্রথমতঃ পদার্থ বিজ্ঞান) আপনার পড়ার ইচ্ছেটা যেন আল্লাহ পূরণ করে দেন!
পোস্টে অষ্টম ভাল লাগা + +।
২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫২
ব্লগার_প্রান্ত বলেছেন: ধন্যবাদ স্যার। মাঝখানে বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের জীবন এবং কাজ নিয়ে পড়াশোনা করেছিলাম। সেখান থেকেই উৎসাহিত হয়ে এই আর্টিকেলটি লেখা। আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
এখনো ভর্তি পরীক্ষা শুরু হয়নি। আগামী মাসের শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইনশাআল্লাহ আমার ভর্তি পরীক্ষার ফলাফল আপনাকে জানাবো। আপনার আন্তরিক প্রার্থনার জন্য কৃতজ্ঞতা, মাহে রমজানের বরকত এবং নেয়ামতগুলো আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে হাসিল করার তৈাফিক দিক। আমিন।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫২
নীল আকাশ বলেছেন: খুব সুন্দর তথ্য মূলক পোস্ট। বেশ কষ্ট করেছেন তথ্য যোগাড় করার জন্য।