![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণ একজন, ভালবাসি ঘুরতে আর পড়তে। মানুষ হতে চাই।
জীবনটা উন্মুক্ত সমুদ্রের মত, আপনি যেদিকে ইচ্ছে যেতে পারবেন। তবে আপনি কোন দিকে যাবেন সেদিকটা নির্ধারণ করতে হবে। এটাই আমাদের বড় সমস্যা, আমরা দিক নির্ধারণ করি না। গতানুগতিক ধারায় কেটে যায় শিক্ষাজীবন। পড়ালেখা শেষ করে মাথায় আসে আমি কী করব
তখন নতুন জীবনে পদার্পনের সময়। কর্মজীবন শুরু করার সময়। এ সময় নিজের অপূর্ণতাগুলো ধরা পরে। তখন তার জন্য দিতে হয় আলাদা সময়, বা লজ্জিত হতে হয় পরিবারের কাছে। একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়, এতটা বছর কী করেছ। অথচ আমরা যদি ছাত্র জীবনেই আমাদের লক্ষ্য নির্ধারণ করে এগুতে পারি- তাহলে মুক্তি পেতে পারি এ সমস্যা থেকে।
আমাদের গোটা জীবনটাতেই নানা ধরণের সমস্যা আসে। আসে নানারকম বাধা। সময় তখন থমকে দাঁড়ায়। আমরা হতাশাগ্রস্ত হই। হাল ছেড়ে দেই। ভাবি এই বুঝি সব শেষ। জীবনে সমস্যা আসবেই তাই বলে হাতগুটিয়ে বসে থাকলে চলবে কী করে?
তাই জীবন চলার পথে গুরুত্বপূর্ণ হলো সাপোর্ট। লাইফ সাপোর্ট। সেটা আমরা পরিবার সমাজ, বন্ধু-বান্ধব থেকে নিতে পারি। নিতে পারি মোটিভেশনাল বা আত্মোন্নয়নমূলক এ বই থেকেও।
আত্মোন্নয়নমূলক বই হিসেবে আমরা সাধারণত ডেল কার্নেগীর বইগুলো পড়ি। এ ধরণের বইগুলো শুকনো টাইপের হয়। পড়তে খটখটে। অনেক বইপ্রেমী সে কারণে এসব বই হাতে নেন না। অথচ বইগুলো আমাদের জীবনের জন্য খুবই দরকারি।
তবে ‘লাইফ সাপোর্ট’ এ ক্ষেত্রে ভিন্নতা এনেছে। এটি মোটিভেশনাল বই হলেও বাস্তব গল্প দিয়ে মোড়ানো। বাস্তব জীবনের নানা স্বাদ পাবেন গল্পে গল্পে। আবার সেসব থেকে পাবেন জীবনের দুস্তর সময়ের দীক্ষা। বইটি পড়তে পড়তে একদম বোর হয়ে যাবেন না। আমারা কিছু বিষয় খুব গুরুত্বের সাথে দেখি। কিন্তু বাস্তব জীবনে তার কানাকড়ি মূল্যও নেই। লেখক এ ধরণের কিছু বিষয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
লাইফ সাপোর্ট বইটি লিখেছেন রোকন রাইয়ান। এটি তার পঞ্চম বই। এর আগে চারটে বই গল্প, উপন্যাস নিয়ে হলেও এটি পুরোপুরি ভিন্ন ধাচের। বইটি প্রকাশ করেছে বুকশেলফ। কভার করেছেন আবদুল্লাহ আশরাফ। বইয়ের মুদ্রিত মূল্য ১৫০ টাকা।
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৭
আবদুল্লাহ আফফান বলেছেন: পড়ে দেখতে পারেন। খারাপ লাগবে না আশা করি।
২| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: সামু আমার সবচেয়ে ভালো লাগে এই কারনে এখানে মাঝে মাঝে ভালো বইয়ের সন্ধান পাওয়া যায়।
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯
আবদুল্লাহ আফফান বলেছেন: যেখানে বই নিয়ে আলোচনা হয় সেখানে থাকার চেষ্টা করি। বইয়ের জন্য হোক সব ভালবাসা।
৩| ১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ভাল একটা লেখা পড়লাম । বইটি সংগ্রহ করব ।
১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৭
আবদুল্লাহ আফফান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
হাবিব বলেছেন: পড়ে দেখার ইচ্ছা আছে