নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের খেলাঘরে পাশাঘর পাশে রেখে। ভাঙ্গা টেবিলে বসেছি খাতা কলম নিয়েকিছু লিখব বলে।গল্প বা কবিতার ছলে।

আবদুল্লাহ আফফান

খুব সাধারণ একজন, ভালবাসি ঘুরতে আর পড়তে। মানুষ হতে চাই।

আবদুল্লাহ আফফান › বিস্তারিত পোস্টঃ

ভাল থেকো মা

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫২



মা,

প্রিয় মা, আমার মা,কেমন আছ? জানি ভাল নেই। ভাল থাকবেইবা কি করে আমি তো কাছে নেই।আমি ভাল আছি, তবে বড্ড শুকিয়ে গেছি। শুকাবই না কেন। এখানে আর যাই থাকুক তোমার ভালবাসা নেই, আদর নেই, সোহাগ নেই, স্নেহ নেই, আছে শুধু রুক্ষতা।

মা আগে তুমি এক পলকের জন্যও আমাকে তোমার চোখের আড়াল হতে দিতে না।কোন কারনে খেতে না চাইলে নানা কৌশলে খাওয়াতে।কখনো ভয় দেখাতে,কখনো লোভ দেখাতে আরো কত কিছু করতে তার কোন ইয়াত্তা নেই।

মা আজ বড্ড মনে পড়ে ঘুমাতে না চাইলে তুমি মাথায় হাত বুলিয়ে রাজ্যের গল্প বলে ঘুম পারাতে। আমি প্রতিদিন ভাবতাম আজ পুরা গল্প শুনব,কিন্তু তা কখনোই হয়ে উঠত না। তুমি মাথায় হাত বুলালেই রাজ্যের ঘুম চোখে ভর করতো।কখন যে ঘুমিয়ে যেতাম টের পেতাম না।

মা তোমার কি মনে আছে এক দিন কোথায় যেন হাটতে গিয়েছিলাম তখন তোমাকে বলেছিলাম, মা মা দেখ চাদঁটা আমাদের সাথে হাটছে।তুমি মুচকি হেসে বলেছিলে এটা তোমার চাদঁ, সে তোমাকে ছেড়ে কোথায়ও যাবে না।

একথা বলে চাদেঁর সাথে বন্ধুত্ব করিয়ে দিয়েছিলে।

আচ্ছা মা তোমার কি মনে পরে ওই ইংলিশ খাতাটার কথা, যেটায় ময়ূরের পাখা রেখে তেল দিয়ে ভিজাতাম এই ভেবে যে ওটা বড় হবে বাচ্চা দিবে।

মা তুমি বলতে ছোট বেলায় আমি নাকি জুতা পায়ে দিতে চাইতাম না।পরতে বাধ্য হলেও তখনও উল্টো করে জুতা পরতাম।আর সুযোগ খুজতাম কখন জুতা খোলা যায়।সুযোগ পেলেই জুতা খুলে ভোঁ দৌড়।

আজ ওসব মনে পরলে কখনো আনমনে হাসি,কখনো বা চোখের কোনে অশ্রু ভীড় করে।
ভাল থেকো মা আমার।

ইতি

তোমার দস্যি ছেলে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৫

নুরহোসেন নুর বলেছেন: মা প্রভুর অপার সৃষ্টি!
মাকে খুব মিস করি,
ব্যস্ততার জীবনে খুঁজে বেড়াই মায়ের ভালবাসার স্পর্শ।
ভালো থাকুক সবার মা এপার ওপার দুই পাড়ে।

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: ্মা ভালো থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.