![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিশপ্ত নীল আঁখি মম
জ্যোৎস্নার আঁধার রাত্রি আমার ,
যবে তব দুয়ার পানে দাঁড়ায়ে বন্ধু...!
অপেক্ষারত তব দুয়ার খুলিবার কালে,
নীল ফণী ভেবে যবে তোমার আঁখি খুলিবার ভয় হয়।
নীল অভিমানে বন্ধু, ব্যাথা পুষ্প...
পূজারিণী আমার।
ওহে মানসী আমার,, শুন তবে...
এই বদ্ধ ঘরে যদি তোমায়
প্রেমের একটুকু ছোঁয়া লাগিয়ে দেই,
তবে তুমি কি করবে??
যদি সেই প্রেম-দোলনের মাঝে
গোলাপ-কাটায় বিদীর্ণ করে
প্রেম সাগরের এক ফুটো রক্ত বেড় করে...
শুভ্র ছায়াতে আকা
তোমার কালো রঙের ছায়া,
নীল গগনের অভ্র-কুয়াশার মাঝে
দীনের গভীরে ঢাকা
সেতারা হেলাল।
ঝংকার পাথারের ঢেও
শ্যামলী এই...
©somewhere in net ltd.