নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারণ .।.।.।.।।।

আব্দুল্লাহ মাসুম

আব্দুল্লাহ মাসুম › বিস্তারিত পোস্টঃ

পূজারিণী আমার।

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৭



পূজারিণী আমার।
ওহে মানসী আমার,, শুন তবে...
এই বদ্ধ ঘরে যদি তোমায়
প্রেমের একটুকু ছোঁয়া লাগিয়ে দেই,
তবে তুমি কি করবে??
যদি সেই প্রেম-দোলনের মাঝে
গোলাপ-কাটায় বিদীর্ণ করে
প্রেম সাগরের এক ফুটো রক্ত বেড় করে আনি,,
তবে তুমি কি করবে আমায়..??
তখন আমায় কি ভাববে তুমি?
আর তখন যদি
ঐ তব প্রেম ফুটো জায়গায়
গোলাপ পাপড়ি দিয়ে আটকিয়ে দেই,
তখনি কি তুমি ভাববে?
যে, তুমি কি করবে আমায়??
তখন আমার অন্তর্যামী ভাববেন,
ঐ তব প্রেম জলধির বুকে বিদীর্ণ করে
গোলাপ পাপড়ি দিয়ে না ঢেকে দিলে
বুঝাতে পাড়বো না যে,,
এই হৃদয় গভীরে তুমি কতটা গভীরে লুকিয়ে আছো...!

"মাসুম"

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ১২:২৮

কাইকর বলেছেন: বাহ....সুন্দর কবিতা। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.