নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিতান্তই সাধারণ .।.।.।.।।।

আব্দুল্লাহ মাসুম

আব্দুল্লাহ মাসুম › বিস্তারিত পোস্টঃ

শুভ্র মাঝে কালো ছায়া।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪০



শুভ্র ছায়াতে আকা
তোমার কালো রঙের ছায়া,
নীল গগনের অভ্র-কুয়াশার মাঝে
দীনের গভীরে ঢাকা
সেতারা হেলাল।
ঝংকার পাথারের ঢেও
শ্যামলী এই অনিল বাতাসের মাঝে,
তব নিক্কন সুর
আমার কানে বাজে প্রিয়া !
তোমার গলার স্বর
হৃদয় ভরা তব
প্রেম পাথারের সুর
মম হৃদয় রক্তে শিহরিয়া উঠে।
দিনের বেলা শেষে
সন্ধ্যার অস্ত পাড়ে
হঠাৎ বৃষ্টির দেখা,
তবে তোমার দেখা মিলেনা
এই বক্ষ-হৃদয় মাঝে।
বেলা অবেলার পরে
স্বপনের হৃদ-ভজনে
বারবার এসে ধরা দাও,
সেই শুভ্র ছায়া মাঝে
কালো ছায়ার মতো দ্বার খুলে দাঁড়িয়ে থাকো।
তোমার কালো কায়া কালো পাড়
কালো নয়না ধেয়ে,
বর্ষা মেঘের মতো কাঁদো
আকুল বেদনা পিয়াসে
আমারই মনের তৃষিত আকাশে।
সহসা বুক ধরে কেঁদে উঠো..!
তোমার আখি জলে মম হৃদয়
তিক্ত বিষাদ হয়ে উঠেছে।
অনুরাগী আমার.!
অভিমানেই লুকালে, মম নিশীথ
স্বপনে জোছনায়।
ফুল যত কুড়িয়া আনিয়া রাখিলেম
এই হৃদয় গভীরে,
ভালোবাসা নাই পেলুম
কাছে এসে অভিমানেই লুকালে,
ব্যাথার কালো দাগ বেড়েই উঠিলো.!
জানি, এই মস্ত বড় পৃথিবীতে
তব মিলন পাবোনা কভু!
শুধু স্বপনের হৃদ- বুকে
জড়িয়েই ধরে থাকো,
তবুও তোমায় না পাওয়ার ব্যাথা নিয়েই বলছি।।
কত দিবস রজনী পাড় করিলুম তোমায় দেখিনি
কভু প্রিয়া,
অভিমানের মাঝে লুকিলে?
জোছনার ঘরে দেখিলেনা তৃষ্ণিত আকাশের বিধু।
তোমার অধরে যত ছন্দ- বন্ধন
হৃদ ভজনে রেখে যাও
ভালোবাসার যত ফুল কুড়ি।
ভোর প্রদীপ জালিলে
মম হৃদয় গহনে,
তোমার ভেজা কেশের ছোঁয়ায়
ঘুম ভাঙালে আমার।
অধরে পুষ্পের হাসি রাখিলে।
তারপর,,!!
আবার হারালে অরুণোদয়ের আভাসে।

"মাসুম"

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৩

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: সুন্দর কাব্যিক চেতনা।

২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রথম লেখাতেই ফাটিয়ে ফেললেন??

ব্লগে স্বাগতম। ☺☺☺

৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১:২০

ফরহাদ রহমান বলেছেন: অস্থির !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.