![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা , লেখক, সংগঠক, কলামিষ্ট. সত্য তুলে ধরা চেষ্টা করি সব সময় স্বাধীন সর্বোত্তম নির্বাক মুক্ত কণ্ঠ প্রতিদিনের লিখনী _ Free Voices For People “ যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না ”_Abdul MAlek Shuvo
জানি না তুমি কেমন আছো, তবে খুব জানতে ইচ্ছে করে , ইচ্ছে করে খুব কাছ থেকে তোমার সুখ গুলো ছুয়ে দেখতে ? কারন, তোমার সেই সুখ গুলোর মাঝে যে আমার কিছু কান্না মিশে আছে । তোমায় কোনোদিন বুঝাতে পারিনি কতোটা ভালোবাসি । হয়তো বুঝেও না বুঝার অভিনয় করেছিলে তখন । তোমাকে পাওয়ার আশায় সব কিছু করেছি পর, আজ সেই তুমিও হারিয়ে গেলে । তবে শুনে যাও যদি মন চায় ফিরে এসো বাকি টা জীবন তোমার’ই অপেক্ষায় থাকবো .(.♥Queen H ♥)
আমার জিবনে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসচিলাম কিনটু তুমি আমাকে দুরে ঠেলে চলে গেলে আমাকে একা রেখে ।
আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে কখনো বুঝাতে পারিনি কতটা ভালোবাসি তোমাকে রাজকন্যা ।
২| ১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল বাসায় মানুষকে পিউরিফাই করতে পারে।
৩| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৪
আকতার আর হোসাইন বলেছেন: বেসে যান ভালো। নিরবে নিভৃতে। নিজের মতো করে। প্রিয়তম একদিন আসবে কাছে।
৪| ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: ্সুন্দর আবেগ আর সেই আবেগের সুন্দর প্রকাশ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ভালোবেসে যান। নিঃশ্বার্থ ভাবে ভালোবেসে যান।