নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সততাই সম্পদ

আবদুল মমিন

সততাই সম্পদ

আবদুল মমিন › বিস্তারিত পোস্টঃ

তিন বেকার

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭



খেলার মাঠে দর্শক গ্যালারীতে একসাথে তিন বেকার যুবক। এরা তিনজনে মোট চব্বিশ বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলো। কিন্তু টাকা পয়সা চুরি করে নাই। তাই এখন বসে বসে বেকার ভাতা খায় আর সেলফি তুলে।
এই তিনজন ভিন্ন মতের মানুষ হলেও একটা জায়গায় সবার নীতি এক ছিল- তা হলো আমেরিকার স্বার্থ রক্ষা, তাই স্বজাতির চোখে তারা সমাদৃত। সবচেয়ে বড় কথা, এরা কেউ দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে নাই।

পেচবুক থেকে সংগৃহীত

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: সবচেয়ে বড় কথা, এরা কেউ দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে নাই। হাসতে/কাঁদতে মরে যাই।। বাস্তবতা।।
অনেক ধন্যবাদ।।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

আবদুল মমিন বলেছেন: মুসলিম নেতাদের কে ই দেখলাম যাদের নিজ দেশ জাতী ধর্ম কোনটার প্রতিই তাদের ভালবাসা নেই , গত কিছু দিন আগে সুনলাম এক জুব্বা নেতা ইউরোপে গিয়ে বাড়ি করেছে ।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২৩

এম এ কাশেম বলেছেন: এই বেকার লোক গুলোকে বাংলাদেশে পাঠিয়ে দিলে কেমন হয়?
কেউ রিক্সা চালাবে, কেউ নৌকা চালাবে আর কেউ ধানের ক্ষেতে কামলা খাটবে।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯

আবদুল মমিন বলেছেন: আইডিয়া মন্দ না একবার ট্রাই কইরা দেখেন ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এডিটেি নাতো আবার? তবে সুন্দর একটা ছবি। তারেক আর জয়ের যদি এমন ছবি পেতাম। সতীনদের ছবি আশা করি না...

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৮

আবদুল মমিন বলেছেন: মামার বাড়ির আবদার পাইছেন নাকি ? জয় আর তারেক যদি এমন করে তাহলে মারামারি করব কেডা?

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: আমাদের এদেশের রাজনীতিবিদরা কোনো কখনও বেকার হয় না। তারা মরার আগ পর্যন্ত পদ ছাড়ে না।

১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭

আবদুল মমিন বলেছেন: আজরাইলকে তো বুজাতে হবে আমি কে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.