![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লালপুরের ১৫ গ্রাম প্লাবিত
_
ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়ায় কারণে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নাটোরের লালপুর উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল সোমবার (২৯ আগষ্ট) লালপুরে প্লাবিত এলাকায় সরকারী উদ্যোগে বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করা হয়।
সরেজমন গিয়ে দেখা যায়, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার লালপুর ইউনিয়নের চরজাজিরা, দিয়াড় বাহাদুরপুর বাঙ্গালপাড়া, বন্দোবস্ত গোবিন্দপুর, রামকৃষ্ণপুর, দক্ষিন লালপুর, ঈশ্বরদী ইউনিয়নের তিলোকপুর, লক্ষিপুর, গৌরীপুর, পালিদেহা, বিলমাড়িয়া ইউনিয়নের নওশারা সুলতানপুর, দিয়াড় শংকরপুর, আরাজি বাকনা, চাকলা বিনোদপুর, ও মোহরকয়া গ্রাম প্লাবিত হয়েছে। কৃষি নির্ভর এসব এলাকার ধান, পাট, আখ, হলুদ, কলা বাগান, মুলা, পেপে, কুমড়াসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গেছে। ইতিমধ্যেই মারাতœক ক্ষতিগ্রস্থ হয়েছেন এসব এলাকার মানুষ। লালপুর ইউনিয়নের কৃষক আব্দুর রাজ্জাকের ১২ লক্ষ টাকা দমের ট্রাক্টর পানিতে ডুবে গেছে। নওশারা সুলাতাপুরে আঃ সালামের একটি মহিষ, শফিকুল ইসলামের ১টি ও উজ্জল শেকের ২টি মহিসের বাচ্চার মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্থ স্থানীয়রা বলেন, পদ্মার পানি আমাদের সব শেষ করে দিয়েছে।
২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৮
মাকার মাহিতা বলেছেন: দুঃখজনক হলেও সত্য দেশের কোন প্রত্রিকাতে আপনার এই খবর টি পেলাম না। হায়রে হলুদ মিডিয়া। হায়রে ফারাক্কা।
আপনি যে কষ্ট করে এই খবর টি দিলেন তাতে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ।
প্রার্থনা করি বন্যার্ত মানুষ গুলো যেন ত্রাণ পায়, এবং ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠে।
হায়রে ইন্ডিয়া। হায়রে ফারাক্কা। হায়রে পানি।
লালপুরের মানুষ মনেহয় অনেক দিন পর পানির মুখ দেখলো।
তাও আবার বন্যার পানি।
হায়রে ভারত মাতা। হায়রে ফারাক্কা।
৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৫
মিঃ অলিম্পিক বলেছেন: আমরা এখনে উন্নয়নের জোয়ারে ভেসে আছি.....
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯
আহলান বলেছেন: নিজেদের ক্ষতির কথাটাও আমরা বলতে পারি না, আমাদের নেতারাও বলতে পারে না, কি স্বাধীনতা আমাদের !!!