![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত Summer vacation আমরা কয়েক জন Cycle Riding এ বের হই। উচু নিচু পাহাড়ি পথ। যখন নিচু থেকে উচুতে উঠছিলাম তখন কষ্টের শেষ ছিলনা। আবার যখন উচু থেকে নিচুতে নামছিলাম তখন শুধু শক্তভাবে ড্রাইভিং সিটে বসে থাকলেই হত। তা এক অন্যরকম অনুভূতি ছিল।প্রাই ২০০ কিলো Cycle Riding মাঝপথে highway-তে Sycle এর টায়ার পাংচার হওয়া। হাটতে হাটতে এক গ্রামে প্রবেশ। গ্রামে পেয়ারা ও কামরাঙা পেরে খাওয়া। তারপর আবার লাগামহীন যাত্রা। রাস্তার পাসে ছোট বড় পাহাড়। পাহাড়ের ভেতর দিয়ে টানেল রাস্তা। ক্লান্তিতে কোথাও অবসর নিলে কখনো কোনো ভিনদেশী মানুষ না দেখাই অবাক দৃষ্টিতে chinese দের তাকিয়ে থাকা। গ্রামের মেঠোপথে নিজ দেশকে অনুভব করা এবং অবশেষে রাস্তাই দোকানের পাসে রাত্রীযাপন করা। পুরোটাই ছিল Advencher এর অন্য এক স্পর্শ। প্রকিতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া,আর উদ্দেশ্যহীন ভাবে নিজেকে হারিয়ে ফেলার অদম্য ইচ্ছে শক্তি বেচে থাকবে অন্তরে আজীবন।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫২
সাহসী সত্য বালক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অবশ্যই চেষ্টা করবো আরো কিছু লিখতে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
এরপর চায়নাদের জীবন যাপন নিয়ে একটা পোষ্ট দিবেন।
অপেক্ষায় থাকতাম। আর লেখার সাথে কয়েকটা ছবিও দিবেন।
এটা আমার অনুরোধ।