নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহসী সত্য বালক

সাহসী সত্য বালক › বিস্তারিত পোস্টঃ

চীনে দুর্গম পাহাড় ঘুরাঘুরি........

২১ শে মে, ২০১৮ সকাল ১০:২১

আল্লাহর সৃষ্টির অপূর্ব নিদর্শন পাহাড়। যার মাধ্যমে জমিনকে স্থীর রেখেছেন। যা স্বচোখে না দেখে গভীরভাবে উপলদ্বি না করে বুঝা সম্ভব নয়।
আমাদের ভার্সিটি হল চীনের দক্ষিণাঞ্চলে। চীনের ভিতরে সবচেয়ে বেশি পাহাড় রয়েছে আমরা যেই প্রদেশে থাকি। আর আমরা যে সিটিতে থাকি তাকে চাইনিজরা বলে Mountain City. এখানে রয়েছে প্রচুর পাহাড় । ডানে বামে যে দিকেই তাকাই শুধু পাহাড় দৃষ্টিতে পরে।



পাহাড়ের চূড়া থেকে শুধুই পাহাড় চোখে পরে।

আমাদের ভার্সিটিরর নিকটেই সমতল ভূমি থেকে প্রায় ২২০০ মিটার উচ্চতার পাহাড় ঘুড়েতে গিয়েছিলাম। যার নাম white cloud mountain। যার চূড়ায় এসে ভিড় জমায় সাদা মেঘের ভেলা। এটি এখানকার বড় পাহাড়গুলোর একটি।
এখানে চিীন সরকার প্রচুর টাকা খরচ করেছে পর্যটন আকৃষ্ট করতে। এর মাধ্যমে পর্যটন শিল্প থেকে সরকারও অর্থিকভাবে লাভবান হচ্ছে।



৫২০০ মি. উচু থেকে আমাদের ভার্সিটির দৃশ্য।

এত বিশাল পাহাড় আশে পাশে সংযোগ রয়েছে আনেকে ছোট পাহাড় তার পরও রয়েছে সুরক্ষিত। যা সত্যিই অকল্পনীয়। নাই কোন বিচ্ছিন্নবাদী দল, নাই কোন মাদক পাচারকারী চক্র, নাই কোন সন্ত্রাসী বাহিনীর হাতে ঘুম হওয়ার ভয়।


সাপের ভয়ে হাতে লাঠি নিয়ে নিঝুম পথ অতিক্রম।

আজ আমার দেশের পার্বত্য অঞ্চলগুলো হল মাদক পাচারকারী চক্র,সন্ত্রাসী বাহিনী ও বিচ্ছিন্নবাদী দলের অভয়রন্য।
সরকারের উদাসিনতা ও আইন শৃঙ্খালা বাহিনীর অবহেলায় তার আজ ঘাটি গেরে বসেছে। সরকারের কঠিন পদক্ষেপ ও আইন শৃঙ্খালা বাহিনীর কঠোর অবস্থানই পারে পারবত্য অঞ্চলকে নিরাপদ করতে।

ঝর্ণা পথ পারি।



প্রায় ৫০০ মি. সিঁড়িপথ।


পাহাড় থেকে আমাদের ভার্সিটিরর ভিউও।


পাথরের পাহাড়ের গুহা পরিদর্শন।


সর্বোচ্চ চূড়ায় আমরা এক সাথে ক্যামেরা বন্ধী।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:২৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ

২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৪

সাহসী সত্য বালক বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: এর চেয়ে আমাদের বান্দারবনের পাহাড় বেশি সুন্দর।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:২১

সাহসী সত্য বালক বলেছেন: আমাদেরটা অবশ্যই সুন্দর।

৩| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ সুন্দর লাগলো।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৪

সাহসী সত্য বালক বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:৫১

তারেক_মাহমুদ বলেছেন: বাহ খুব সুন্দর

২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৫

সাহসী সত্য বালক বলেছেন: ধন্যবাদ

৫| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

কাইকর বলেছেন: অনেক ভাল লাগলো। খুব সুন্দর পোস্ট

২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

সাহসী সত্য বালক বলেছেন: ধন্যবাদ

৬| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আরেকটু বিস্তারিত বর্ননা করতে পারতেন।

২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৮

সাহসী সত্য বালক বলেছেন: ধন্যবাদ। আগামিতে চেষ্টা করবো।

৭| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

ব্লগার_প্রান্ত বলেছেন: খুবই মনোরম+

২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

সাহসী সত্য বালক বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৫০

দিলের্‌ আড্ডা বলেছেন: পার্বত্য চট্টগ্রামের কথা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৩

সাহসী সত্য বালক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ২৩ শে মে, ২০১৮ দুপুর ২:৪২

আখেনাটেন বলেছেন: ভালো। আরো কিছু ছবি ও বর্ণনা করতে পারতেন।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:২৫

সাহসী সত্য বালক বলেছেন: ধন্যবাদ। আগামিতে চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.