![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু টাকা(১০০০০) ব্যাংকে জমা রাখতে চাই যাতে প্রয়োজনীয় সময় তুলে খরচ করতে পারি।কিন্তু কোন ব্যাংকের এটিএম কার্ড নেব বুঝতে পারছি না'
ব্লগাররা দয়া করে হেল্প করুন।আপনার মতে কোন ব্যাংক সবচাইতে ভালো হবে??? জানতে চাইঃ
১। একাউন্ট ওপেনিং ব্যালেন্স মিনিমাম কত?কত টাকা একাউন্টে সবসময় মাস্ট থকতে হবে?
২। সর্বনিম্ন কত টাকা লেনদেন করা যাবে?
৩। সার্ভিস চার্জ বছরে কত?অতিরিক্ত কোন চার্জ লাগবে কিনা?
৪। বুথ সংখ্যা কেমন(আমি মালিবাগ থাকি) ।সেবা কেমন?
৫। ব্যালেন্সের উপর সুদ/মুনাফা কত?
৬। অনলাইন ব্যাংকিং সুবিধা আছে কিনা।
বিশেষ করে ডাচ বাংলা, ইসলামী, ব্রাক ও এবি ব্যাংক সম্পর্কে জানতে চাই।অগ্রিম ধন্যবাদ রইল।
১০ ই জুন, ২০১২ রাত ৮:০৪
গডফাদার হাসান বলেছেন: ভাই আমি স্টুডেন্ট মানুষ, এতো ট্যাকা পামু কই????
২| ১০ ই জুন, ২০১২ রাত ৮:০১
রিদুয়ান বলেছেন: ভালো লাগলো।
আমারও জানা দরকার
১০ ই জুন, ২০১২ রাত ৮:০৫
গডফাদার হাসান বলেছেন: পোস্টে নজর রাখুন।কেউ হেল্প করে কিনা দেখি।
৩| ১০ ই জুন, ২০১২ রাত ৮:০৫
একাকী বালক বলেছেন: ব্রাক ব্যাঙ্কের সাইটে গেলেই সব জানতে পারবেন। আমি ওদেন সাইট থেকে ইনফো নিয়ে খুলছি একাউন্ট।
১০ ই জুন, ২০১২ রাত ৮:১৭
গডফাদার হাসান বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই জুন, ২০১২ রাত ৮:০৭
পাখা বলেছেন: ১০০০০ টাকা ব্যাংকে রাখবেন ভালো কথা কিন্তু টাকা তুলতে গেলে আর পুরো টাকা পাবেন না ...
পাবেন বিভিন্ন চার্জ বাবদ ৫০০-১২০০ টাকা কেটে রাখবে..
১০ ই জুন, ২০১২ রাত ৮:২২
গডফাদার হাসান বলেছেন: তাইলে কি আমার মাটির ব্যাংকই ভালো??
৫| ১০ ই জুন, ২০১২ রাত ৮:১০
নিয়েল ( হিমু ) বলেছেন: Mobile এ 1টা Bkash (বিকাশ) Acount খুলুন । তারপর ATM এর চেয়েও ভাল সুভিদা পাবেন। এখানে খেয়াল রাখবেন টাকা তোলার সময় একটা কিছু % চার্জ করা হয় যেটা হয়ত ATM এ হয় না।
১০ ই জুন, ২০১২ রাত ৮:১৯
গডফাদার হাসান বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
৬| ১০ ই জুন, ২০১২ রাত ৮:১৬
ঝরা সময়ের গান বলেছেন: ব্র্যাক ব্যাঙ্কে ভুলেও যাবেন না | ইবিএল এর গ্রাহক সেবা ভালো |
১০ ই জুন, ২০১২ রাত ৮:২০
গডফাদার হাসান বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
৭| ১০ ই জুন, ২০১২ রাত ৮:১৭
রেজ উল করিম বলেছেন: আমার মনে হয় ব্রাকে দেখতে পারেন। ওদের এটিএম এবং অনলাইন দুইটাই আছে । আমার ভাল লাগে।
এটিএম এর সার্ভিস ও ভাল অন্যান্য ব্যাংকের তুলনায়।
১০ ই জুন, ২০১২ রাত ৮:২০
গডফাদার হাসান বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
৮| ১০ ই জুন, ২০১২ রাত ৮:২০
অপার্থিব ছায়া বলেছেন: সিটি ব্যাংকই বেষ্ট
১০ ই জুন, ২০১২ রাত ৮:২১
গডফাদার হাসান বলেছেন: একটু বিস্তারিত জানানো যায় কি??
৯| ১০ ই জুন, ২০১২ রাত ৮:২২
ভারচুয়াল আমি বলেছেন: ইসলামি ব্যাংক। মিনিমাম ব্যালেন্স ৪৫০ টাকা। এটিএম চার্জ ৩০০ টাকা।
১০ ই জুন, ২০১২ রাত ৮:২৬
গডফাদার হাসান বলেছেন: অনেক ধন্যবাদ
১০ ই জুন, ২০১২ রাত ৮:৩৭
গডফাদার হাসান বলেছেন: সর্বনিম্ন কত টাকা লেনদেন করা যাবে?
ব্যালেন্সের উপর মুনাফা কত?
১০| ১০ ই জুন, ২০১২ রাত ৮:২৩
এেকআর বলেছেন: আর যাই করেন ব্রাক ব্যাংকের আশেপাশে দিয়া যাইয়েননা।
১০০ হাত দুরে থাকুন
১১| ১০ ই জুন, ২০১২ রাত ৮:২৫
গডফাদার হাসান বলেছেন: আপনারা যেই বাংকের এটিএম ব্যবহার করেন সেই ব্যাংকের বিস্তারিত একটু কষ্ট করে জানালে উপকৃত হই।
১২| ১০ ই জুন, ২০১২ রাত ৮:৩০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সিটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন।
১০ ই জুন, ২০১২ রাত ৮:৩৭
গডফাদার হাসান বলেছেন: ধন্যবাদ
১৩| ১০ ই জুন, ২০১২ রাত ৯:৩৯
সাংবাদিকতার ছাত্র বলেছেন: মিচ্যুয়াল ট্রাস্টে করিয়েন না। বুথ কম, তবে টাকা থাকে,বুথ কম বলেই।
১৪| ১০ ই জুন, ২০১২ রাত ১০:৫৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ব্যাংক এশিয়াতে একাউন্ট খুলেন। যে কোনো ব্যাংকের বুথ থেকে টাকা তোলা যায়। এ,টি,এম চার্জ বার্ষিক ২৩০ টাকা। মালিবাগে চাংপাই চাইনিজ রেস্টুরেন্টের অপজিটে একটা ব্রাঞ্চ আছে। মিনিমাম ব্যালেন্স বলে কিছু নেই, তবে ৫০০ টাকা রাখা উচিত। একাউন্ট খুলতে সাধারণত ৫০০০/- টাকা নেয়। অনলাইন চার্জ নেই। একাউন্ট খোলার সাথে সাথে ইন্টারনেট ব্যাংকিং চালু হয়ে যায়। আশা করি ভালো লাগবে। শুধু নিজস্ব বুথ কম। তবে প্রতিটি ব্রাঞ্চের সাথে এ,টি,এম বুথ আছে। যদি কনভেন্সনালে করেন তবে রেট অব ইন্টারেস্ট ৫.৫%। আর যদি ইসলামিকে করেন তবে রেট অব প্রোফিট ৬.৪ + আসতে পারে।
১৫| ১০ ই জুন, ২০১২ রাত ১১:০২
নোবিতা রিফু বলেছেন: কিছুদিন আগে হলেও আপনাকে ডাচ বাংলায় খুলতে বলতাম, এক মাসেই ডাচ বাংলা তাদের আসল রুপ আমাদের দেখাইয়া দিছে... ভবিষ্যতেও যে আবার দেখাবে না তার কোনও নিশ্চয়তা নাই, তাই অইদিকে না জাওয়াই ভালো।
জাউকগা, ব্রাকেও খুলার দরকার নাই। অইডাও বড়লুকদের ব্যাঙ্ক।
ইবিএল, ব্যাঙ্ক এশিয়া, এমটিবি তে ট্রাই মারতে পারেন।
১৬| ১০ ই জুন, ২০১২ রাত ১১:২৫
মতামত চাই বলেছেন: আপনি যেহেতু স্টুডেন্ট সব দিক বিবেচনায় আপনার জন্য সিটি ব্যাংক ভাল হবে।
১৭| ১০ ই জুন, ২০১২ রাত ১১:৪০
মোমের মানুষ বলেছেন: ভাই আপনার জন্য মাটির ব্যাংকই ভাল হবে, একাউন্ট খুলতে (ব্যাংকের দাম অনুযায়ী) ১০/১৫ টাকা নিতে পারে, কোন চার্জ নেই।তবে হ্যা এই ব্যাংকের এটিএম বুথ নেই
১৮| ১১ ই জুন, ২০১২ রাত ১২:৫৬
স্টিভ জবস জুনিয়র বলেছেন: ব্যাংক এশিয়া মনে হয় ভালো হবে
১৯| ১১ ই জুন, ২০১২ রাত ১:২৯
মোসইউর বলেছেন: City Bank Student Plan valo....
২০| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪৪
তাশা বলেছেন: ব্যাঙ্ক এশিয়ার একাউন্ট খুলতে লাগে ৫০০০/-!?!?!? আমার তো জমা এর চেয়ে কম...............
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৯
কালোপরী বলেছেন: ইসলামী ব্যাংক এ
একাউন্ট ওপেনিং ব্যালেন্স মিনিমাম ৫০০ টাকা। টাকা সবসময়ই রাখতে হবে।
যে কোন এমাউন্টই লেনদেন করা যায় (অবশ্য আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি)
এটিএম এর জন্য প্রথম বছর সার্ভিস চার্জ ফ্রি। পরের বছর থেকে ৩০০ টাকা বাৎসরিক।
ব্যাংকের নিজস্ব বুথ সহ অন্যান্য ব্যাংকের (২৩ টি ব্যাংক) শেয়ার্ড বুথের সংখ্যা ১২০০।
মুনাফা ৫.৫
একাউন্ট খোলার সাথে সাথে অনলাইন করে দেয়া হয়
ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিলে বাসায় বসেই ব্যালান্স চেক, স্টেটমেন্ট দেখা, ফান্ড ট্রান্সফার ও ফ্রি তে মোবাইল ও মডেম রিচার্জ করা যায়।
sry for so late reply
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
তানভীর আহমেদ সজীব বলেছেন: নিঃসন্দেহে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এটিএম সার্ভিস ভাল। কিন্তু ঐ ব্যাংকে সেভিংস একাউন্টে নতুন একাউন্ট হোল্ডারদের সর্ব নিম্ন এক লক্ষ টাকা ডিপোজিট থাকতে হবে।