নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সুন্দর কিন্তু নির্মম।

মুহাম্মাদ আব্দুর রকিব

মুহাম্মাদ আব্দুর রকিব › বিস্তারিত পোস্টঃ

আমাদের মুসলিমদের লক্ষ্যহীনতা।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮

আমরা মুসলিমরা ছোট-খাটো এমন অনেক বিষয় নিয়ে এতো বশি ব্যস্ত থাকি যে আমাদের বড় বড় দায়িত্বগুলোর কথা ভুলেই যাই। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর জিনিস বিসর্জন দেয়ার মানসিকতা নাই বললেই চলে যা অন্যান্য জাতিরা আয়ত্ব করেছে।

ইউরোপে যখন মুদ্রণ যন্ত্র আবিষ্কার হল তখন মুসলিমদের উসমানী খেলাফত ছিল। তখনকার কিছু মুফতিরা ফাতওয়া দিলেন মুদ্রণ যন্ত্র ব্যবহার জায়েজ নাই।অনেকে বলেন এতে অনেকের নিজস্ব স্বার্থও ছিল। আমরা পিছিয়ে রইলাম অনেকদিন।

কিন্তু এর ফলাফল স্বরূপ আমাদের আদৌ লাভ হয়েছে নাকি ক্ষতি? এই কুরআন শরীফের কথাই ধরা যাক। যখন মুদ্রণ যন্ত্র ছিলনা তখন একটি এলাকায় সর্বসাকুল্যে একটি বা দুটি করে কুরআন শরীফ থাকত। কিন্তু মুদ্রণ যন্ত্রের ব্যবহারের ফলে আজ ঘরে ঘরে কুরআন শরীফ থাকছে। সবাই ইচ্ছা করলেই স্টাডি করতে পারছে।
হ্য এর খারাপ দিকগুলিও আছে। যেমন মুদ্রণ যন্ত্রের মাধ্যমে পর্ণ পত্রিকাও প্রকাশ করা যায়। কিন্তু কথা হল যদি এগুলো ভালদের হাতেই কুক্ষিগত থাকত তাহলে খারাপরা তা ব্যবহারের সুযোগ পেতনা।

আজ স্থাপত্য শিল্পের কারনে আমরা হাজারও মানুষ মসজিদে নামাজ পড়তে পারছি।

বিমান শিল্পের উন্নতির কারনে আমরা হজ্ব এ সহজেই যেতে পারছি।একটা সময় ছিল যখন মুসলিমদের জাহাজ শিল্প ছিল পৃথিবী সেরা। তাদের ধারের কাছেও কেউ ছিলনা। তাদের নাবিকরাও ছিল পৃথিবী সেরা।

ইউরোপ এমেরিকা কী করছে অস্ত্র শিল্প নিয়ে? বিভিন্ন দেশে বিক্রি করে গৃহ যুদ্ধ লাগিয়েছে। তাদের অস্ত্রে খুন হয়েছে কোটি মানুষ।মুসলিমদের হাতে অস্ত্র যা আছে তাও ঐ ইউরোপ আমেরিকার। ওরা চাইলে দেয় না চাইলে দেয় না। সব ওদের মর্জির উপর।
মুসলিমদের একসময় অস্ত্র শিল্প ছিল। কুরআনের বানীও এরকম যে আল্লাহ তা’আলা আমাদের বলছেন যেন আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রস্তুত রাখি যাতে ওরা ভয় পায়। ‘জোড় যার মুল্লক তার’ নীতির এই যুগে আমাদের জোড় বলতে এই মুখ আর গলাবাজিই।

ইন্টারনেট ম্যক্সিমাম মানুষ ম্যক্সিমাম টাইম খারাপ কাজে ইউজ করে। পৃথিবীতে সবচাইতে বেশি ডাউনলোড হয় পর্ণ। আমরা হারাম হারাম বললাম। গলা ফাটালাম।কিন্তু আমরা এখন অনেক বেশি ইউজ করতেছি। ইন্টারনেট ছাড়া জীবন চলবে কল্পনাও করা যায় না আজকাল। কিন্তু সুদূরপ্রসারী চিন্তা করে এটার পেছনে শ্রমব্যয় করে এই জগতটাকে সুন্দর করতে পারতাম।

মদ্দাকথা হল ইসলামের সাথে শিল্প-সায়েন্স-ইঞ্জিনিয়ারিং এর কোন সংঘর্ষ নেই মোটেও। মুসলিমরা এই উপমহাদেশে যখন আসে তখন এখানকার স্থাপত্য তেমন ছিলইনা। তারা এখানে সুন্দর সুন্দর অট্টালিকা বানাল আবার সুন্দরতম মসজিদও বানাল।দুনিয়া-আখিরাত দুটাই সুন্দর করার প্রচেষ্টা।

আমাদের স্বর্ণালী যুগেই আমরা পেয়েছি অনেক বিখ্যাত মুসলিম বিজ্ঞানী যাদের হাতেই বিজ্ঞানের পুনঃগোড়াপত্তন। ইবনে সিনা, আল খোয়ারেজমি, জাবির ইবন হাইয়ান। এমনকি ইবন খালদুনের মতন মহান ইতিহাসবিদদের।

কিন্তু উত্তরোত্তর যুগে আমরা কিছুই করিনি। এখন অনেক মুসলিম বিজ্ঞানী আছেন যারা ইউরোপ এমেরিকায় গিয়ে সার্ভ করছেন মুসলিম দেশগুলিতে কোন প্লাটফর্ম না থাকার কারনে।এর জন্যে কে দায়ী?এতে যেমন আমাদের সংকীর্ণ দৃষ্টিভংগী দায়ী তেমনি পাশ্চাত্যের ষড়যন্ত্রও দায়ী। আমরাও পারিনি এমন কোন রাষ্ট্র গঠন করতে যাতে আমাদের সমস্যাবলী নিয়ে কাজ করার মত- করাবার মত কোন রাষ্ট্রনায়ক আছে। তারাও হর হামেশাই এটা নিয়েই কাজ করছে যেন এরকম কোন মুসলিম রাষ্ট্র পৃথিবীতে না আসতে পারে।

পরিশেষে আমরা সবাই অপেক্ষা করছি কবে ঈমাম মাহদী আসবেন। |-)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩২

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: আমরাতো কেবল নামে মুসলিম

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১

মুহাম্মাদ আব্দুর রকিব বলেছেন: তাতো বটেই।

২| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০১

নুর ইসলাম রফিক বলেছেন: কেউ কেউ কিন্তু নিজেকে মুসলিম নয়, মানুশ বলেই তৃপ্তি পায়।
যদিও সে মুসলিম।

২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮

মুহাম্মাদ আব্দুর রকিব বলেছেন: আমরা একই সাথে মুসলিম এবং মানুষ।
যারা মুসলিম বলতে চায়না তারা বিকৃততায় ভুগছে।

৩| ২০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০২

মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!
বর্তমানে ইসলামের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই...শুধু আমপাড়া-ছিফাড়া পড়ে সবাই ইসলাম বুঝতে চায় বলেই তো সমস্যা!

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩

মুহাম্মাদ আব্দুর রকিব বলেছেন: কোন সম্পর্ক নেই কথাটি ঠিক হবেনা। সম্পর্ক আছে তবে নৈকট্য নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.