নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সুন্দর কিন্তু নির্মম।

মুহাম্মাদ আব্দুর রকিব

মুহাম্মাদ আব্দুর রকিব › বিস্তারিত পোস্টঃ

যে ছবিতে তোলপাড় বিশ্ব!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

অনেকেই শুধু আই এস রেই দোষ দিচ্ছেন। কিন্তু এদের ক্রীড়নকদের দোষারোপ করছেননা।


আজকে এই আই এস নামক বিষফোঁড়ার উদ্ভব হতনা যদিনা এমেরিকা এবং ইউরোপের সম্মিলিত শক্তি ন্যটো ইরাকে আক্রমন না করত। যদিনা সেখানকার দশ লাখের বেশি নির্দোষ মুসলমিদের নির্বিচারে হত্যা না করত।

তারপর শিয়া পুতুল সরকার বসাল। এরাও সুন্নী মুসলিমদের নির্বিচারে অত্যাচার চালিয়ে গেল। খুন-গুম-ধর্ষণ কী হয়নি?!!!
আমি নিজেও আই এসকে কনডেম করি। কিন্তু তার চাইতে অনেক বেশি করা উচিত ন্যটোকে।

বাশার সরকার এখনো টিকে আছে রাশিয়ার সমর্থন আর ভ্যটোর কারনে। বাশার সরকারের নৃশংসতা হায়নাদেরও হার মানায়। তাকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছে ইউরোপের আরেকটি দেশ রাশিয়া!!!

পৃথিবীর বিশেষ করে মুসলিম বিশ্বের যত সমস্যা বর্তমানে বিরজমান তার পেছনে তাকালে দেখা যায় কোন না কোন ভাবে ইউরোপ এমেরিকার লিঙ্ক আছে। তারা নিজেদের আধুনিক সভ্যতার ধারক বাহকের দাবীদার। কিন্তু সভ্যতার শান্তি বিনষ্টে তাদেরই হাত। সারা বিশ্বে অস্ত্র ব্যবসা তারাই করে।

আজকে যারা সিরিয়া ইরাক ছেড়ে পালিয়ে যাচ্ছে। ইউরোপে আশ্রয় চাচ্ছে। ইউরোপ এমেরিকার উচিত তাদের আশ্রয় দেয়া যদি তাদের নুন্যতম মানবতা থাকে।

আমার মত যারা আই এসএর নৃশংসতাকে ঘৃণা করেন তাদের উচিত এমেরিকান নৃশংসতাকে আরও বেশি করা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

অবুঝ১ বলেছেন: আমি অবাক হই আর দেখি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

মুহাম্মাদ আব্দুর রকিব বলেছেন: অবাক হই। দেখি। আর লেখি। :||

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

চুক্কা বাঙ্গী বলেছেন: ছবিগুলা দেখে মনটাই ভেঙ্গে গেল। আমি নিজেও একজন পিতা। আমার সন্তানের বয়স প্রায় এই বাচ্চাটার সমান। আমাদের মত মানুষ নামের পশুদের কারণে প্রতিনিয়ত স্বর্গের শিশুরা ঝড়ে যাচ্ছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

মুহাম্মাদ আব্দুর রকিব বলেছেন: এত মানবপশুর মাঝে আমি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখা অনেক আগেই ছেড়ে দিয়েছি।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: মধ্যপ্রাচ্যের হানাহানি এমন সব শিশুদের মৃত্যুর জন্য দায়ী

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

বিজন শররমা বলেছেন: অনেক মুসলিম শাসক দেশ শাসনে অক্ষম এটা প্রমানিত সত্য । তাদের অক্ষমতার কারনে মুসলিমরা দেশত্যাগ করছে । মুসলিম কোন দেশ এই দেশত্যাগীদের আশ্রয় দিচ্ছে না, বা আশ্রয় প্রার্থীরা এই সব দেশ বাসযোগ্য মনে করছে না । তারা যেতে চায় অমুসলিম শাসিত দেশে । অথচ অমুসলিম দেশ মুসলিমদের তৈরী সন্ত্রাসের জ্বালায় জলে পুড়ে মরছে । এর ফলে এই সব আশ্রয় প্রার্থীর ভাগ্যে বিদেশের জঙ্গলে-সাগরে হচ্ছে বন-কবর আর জল-কবর । এখন সব দোষ গিয়ে পড়ছে মুসলিম দেশের ঘাড়ে । এমনকি মুসলিমরাও এর সমালোচনা করছে । অথচ নিজের দেশের অযোগ্য শাসকদের তারা অপসারন /বিতারন করতে পারছে নে । কি অদ্ভুত এই পৃথিবী, আর তার মানুষ ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

মুহাম্মাদ আব্দুর রকিব বলেছেন: আপনার মন্তব্যটি খুব ভাল লাগল। কেননা নিরপেক্ষ দৃষ্টি্কোণ থেকেই দিয়েছেন।
তবে "অমুসলিম দেশ মুসলিমদের তৈরী সন্ত্রাসের জ্বালায় জলে পুড়ে মরছে" এই লাইনটি আক্ষরিকভাবে সত্য হলেও প্রকৃতভাবে সত্য নয়।
কেননা মুসলিম দেশে অমুসলিমদের যে সন্ত্রাস তা অমুসলিম দেশ মুসলিমদের সন্ত্রাসের কাছে কিছুই না। ইরাক আর ফিলিস্তিন এর মাত্র দুটি উদাহরণ। :||
আসুন সব সন্ত্রাসকেই না বলি।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩

বিজন শররমা বলেছেন: অনেক মুসলিম শাসক দেশ শাসনে অক্ষম এটা প্রমানিত সত্য । তাদের অক্ষমতার কারনে মুসলিমরা দেশত্যাগ করছে । মুসলিম কোন দেশ এই দেশত্যাগীদের আশ্রয় দিচ্ছে না, বা আশ্রয় প্রার্থীরা এই সব দেশ বাসযোগ্য মনে করছে না । তারা যেতে চায় অমুসলিম শাসিত দেশে । অথচ অমুসলিম দেশ মুসলিমদের তৈরী সন্ত্রাসের জ্বালায় জলে পুড়ে মরছে । এর ফলে এই সব আশ্রয় প্রার্থীর ভাগ্যে বিদেশের জঙ্গলে-সাগরে হচ্ছে বন-কবর আর জল-কবর । এখন সব দোষ গিয়ে পড়ছে মুসলিম দেশের ঘাড়ে । এমনকি মুসলিমরাও এর সমালোচনা করছে । অথচ নিজের দেশের অযোগ্য শাসকদের তারা অপসারন /বিতারন করতে পারছে নে । কি অদ্ভুত এই পৃথিবী, আর তার মানুষ ।
------ দুঃখিত । উপরে একটি বড় ভুল হয়েছে । “এখন সব দোষ গিয়ে পড়ছে মুসলিম দেশের ঘাড়ে ।“ লাইনটি আসলে হবে “এখন সব দোষ গিয়ে পড়ছে অমুসলিম দেশের ঘাড়ে ।“

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.