নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন ঐ আকাশ ছুবো!!!!দেখে নিয়ো ……………

আব্দুর রব প্রান্ত

আমি পথিক। ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগিয়ে নতুন করে স্বপ্ন নিয়ে চলা এক পথিক। কারো ভালোবাসার জন্য অন্তত পথে অপেক্ষমান এক পথিক। আমি নিজেকে খুজেঁ পাওয়ার প্রত্যয়ে চলা এক পথিক

আব্দুর রব প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

পদ্মা নদীর মাঝি ২

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

গত পোস্টের পর থেকে …………

প্রতিদিনের মত আজও নৌকা নিয়ে বের হবে লখ্যা ও চন্ডি। লখ্যা বিয়েতে যৌতুক হিসেবে নৌকাটা নিয়েছিলো। কিন্তু কে জানতো পদ্মার এ হাল হবে?আগে জানলে নৌকা নয় কিছু টাকা নিয়ে গঞ্জে একটা মুদি দোকান দিতো লখ্যা। মনে মনে সেই কথাই ভাবে সে। চন্ডির বিবাহের জন্যেও মেয়ে দেখা দরকার্। দিন দিন বয়সটা তালগাছের মতন করিয়া বাড়িয়া চলিতেছে ওর। শেষে বয়স বেশি হইয়াগেলে কন্যা পাওয়া যেমন দুস্কর হইবে তেমনি যৌতুকের অঙ্কটাও খুব বেশি হইবেনা বৈকী । এনিয়ে মাঝে মাঝে চন্ডিও লখ্যা মধ্যে বিবাদ হইয়া যায় বেশ রকমের্। শেষে না পারিয়া যুগল আসিয়া তাহাদের বিবাদ মিটাইয়া দিয়া যায়। যুগলই এখন জেলে পাড়ার মাতব্বর্। চুলে পাঁক ধরিয়াছে তার,বয়স ষাটের গোড়ায়। জেলে পাড়ার মধ্যে তার অবস্থা বেশ ভালো। পদ্মার অবস্থা করুন হওয়ায় নিজের বড় নৌকাখানি বেচিয়া সেটাকার সাথে আরো কিছু টাকা জমাইয়া সে গঞ্জে ব্যবসা করিতেছে। সাথে উপড়ি পাবার আশায় আছে ছোট একখানা ডিঙ্গি নৌকা। মাঝে মাঝে বর্ষার পানি বাড়িলে সে নৌকা সে ভাড়াদেয় জেলেদের কাছে।

নৌকা নিয়া বাহির হয় চন্ডি ও লখ্যা। পারে দাঁড়াইয়া থাকে ভাই নারিন। সাথে লখ্যার বড় ছেলে গিট্টূ। বয়স তিন বছর্। আজ হঠাত লখ্যার পিতার কথা মনে পড়িয়াছে। সে চন্ডির সাথে পুরানো দিনের স্মৃতিগুলো কে তাহাদের সামনে নিয়া আসে। গত কদিন বেশ গরম পরিয়াছে। রৌদ্রের দাবদাহে জীবনযেন অতিষ্ট। মাঝ নদীতে আসিয়া আকাশের পানে চাহিলো চন্ডি মেঘের কোনো আস্তিত্ব নাই।

ও দাদা এবারও কি বাদলা আসপিনে না ??

আমি কেম্বায় কবোরে??

ভগবান মনে কয় গোসা করিসে।

তাই হইবার পারেরে!

তা নাতো কি??

গত দুবছর অনাবৃষ্টিতে খরা গিয়াছে। বৃষ্টির অভাবে ফসল ফলে নাই। বাজারে ধান ,চাল গমের দাম ভীষন রকম বাড়িয়া গিয়াছিলো। অনেক দিন অনাহারে কাটাইতে হইয়াছে অনেক দরিদ্র জেলে মাঝিদের্।জমিদারের দেওয়া ধান চাল দিয়ে অনেক কষ্টে দিন কাইছে লখ্যা চন্ডিরা। তাই তাদের সেই দু:খের দিন গুলোকে মনে করে এবার তারা খাদ্য জমাইবার ব্যবস্থা করিতেছে।জীবন তাদের সংগ্রামের্।

প্রতি নিয়তই তারা সংগ্রাম করিতেছে। শুধুকি তারা?না আজ জেলে পাড়ার অধিকাংশ জেলে মাঝিই সংগ্রাম করিতেছে জীবনের তাগিদে,বেঁচে থাকার তাকিদে। (চলবে………)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.