![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথিক। ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগিয়ে নতুন করে স্বপ্ন নিয়ে চলা এক পথিক। কারো ভালোবাসার জন্য অন্তত পথে অপেক্ষমান এক পথিক। আমি নিজেকে খুজেঁ পাওয়ার প্রত্যয়ে চলা এক পথিক
আমার মৃত্যুর পরে সৃষ্টিকর্তা হয়তো আমায় জাহান্নামেও স্থান দিবেন কিনা তা নিয়ে সংশয়ে পরবেন। কারন প্রতিনিয়তই আমি তাঁকে প্রতিজ্ঞা করে তার বরখেলাপ করতেছি। প্রতিদিন রাতে এশা'র আজানের সময় প্রতিজ্ঞা করি ঘুমানোর আগে নামাজ পরবো। কিন্তুঘুমানোর সময় বলি থাক আজ না কাল সকালে নামাজ পরবো। কিন্তু সকাল পেড়িয়ে দুপুর,দুপুর পেড়িয়ে সন্ধ্যা আর এরপর আসে রাত কিন্তু আমার আর নামাজ পড়া হয় না। শুধু নামাজ নয় সকল প্রকার ইবাদত থেকেই আমি দূরে সড়ে যাচ্ছি।
ssc এর আগের তিনমাস নামাজ পড়েছি নিয়মিত পরে ssc এর সময়ও পড়েছি আর ssc এর শেষে যে অফুরন্ত ছুটি ছিলোতার ৮৫%ই আমি টাইফয়েড আর ডেঙ্গু আক্রমনে হাসপাতালে কাঁটিয়েছি। গত বছর বাজে কেঁটেছিলো মনে করেছিলাম ১৪ এর শুরুটা ভালোভবে ইবাদতের মাধ্যমে শুরু করবো কিন্তু শয়তানের ধোঁকায় আর হলোনা। ভাবলাম জন্মদিনের দিনটা ইবাদত করবো সেখানোও শয়তানের হামলা।সাড়াদিন ফেবু আর গেম খেলতে খেলতে কখন যে রাত হলো বুঝতেই পারলামনা !!!
আর এভাবেই প্রতিনিয়তই শয়তানের ধোঁকায় আমি আল্লাহ কে ভুলতে বসেছি।প্রতিজ্ঞা ভঙ্গোকরছি। তাঁকে ফাঁকি দিচ্ছি।এভাবে চলতে থাকলে হয়তো স্বয়ং আল্লাহই আমায় ফাঁকি দিবে।
©somewhere in net ltd.