নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন ঐ আকাশ ছুবো!!!!দেখে নিয়ো ……………

আব্দুর রব প্রান্ত

আমি পথিক। ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগিয়ে নতুন করে স্বপ্ন নিয়ে চলা এক পথিক। কারো ভালোবাসার জন্য অন্তত পথে অপেক্ষমান এক পথিক। আমি নিজেকে খুজেঁ পাওয়ার প্রত্যয়ে চলা এক পথিক

আব্দুর রব প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

নদী বাঁচলে দেশ বাঁচবে

০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৪৮

বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ। বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো তখন এদেশে নদী ছিলো ১২০০ । আজ স্বাধীনতার পড়ে পেরিয়ে গিয়েছে ৪৩ বছর। আর এদেশে বর্তমান নদীর সংখ্যা মাত্র ২৩৫!!!!

অর্থ্যাত গত ৪৩ বছরে বাংলাদেশ থেকে ৯৬৫ টি নদীর অস্তিত্ব হারিয়ে গিয়েছে।ইছামতী,ধলেশ্বরি,আত্রাই সহ নাম জানা অজানা অনেক নদী আজ বিলীন। সেসব নদীর বুকে আজ বসতি উঠছে। তুরাগ নদী চোখের সামনে বালুর স্তুপে রূপান্তরিত হয়েছে। সেখানকার দুপাশে ইটভাটা আর কারখানা তৈরি হচ্ছে।সবচেয়ে বড় কথা আজ যেকটি বড় নদী আছে সেগুলোও শুকিয়ে যাচ্ছে। যমুনার বুকে বিশাল বিশাল চড় জন্মেছে। পদ্মা আজ প্রায় মৃত। মেঘনারও একই দশা।

আজ একদিকে রাজনৈতিক দলেরা তিস্তার পানির জন্য লংমার্চ করেআন্দোলোন করে আবার অন্যদিকে আরেকদল তিস্তায় পানির বিরোধীতা করে!!আসলে আমাদের দেশের মানুষের মধ্যে একতা নাই।তিস্তার পানির জন্য একদল আরেক দলকে দায়ী করে।কিন্তু যে ৭৬৫ নদী হারিয়ে গেছে এর জন্য কে দায়ী?

দিনের শেষে হিসাব করলে ফলাফল আসবে দায়ী ঐ স্বার্থবাদী রাজনৈতিক দলেরাই। তারা নিজেদের আখের গুছাতেই সদা ব্যস্ত।আসল কথা এদেশের নদী নিয়ে কেউ ভাবেনা। হয়তো এতোদিন ভাবার প্রয়োজন পড়েনি তাই কেউ ভাবে নি।এখন সময় এসেছে ভাববার।আসুন নদী বাঁচাই,দেশ বাঁচাই।নয়তো মরুর দেশ হিসেবে নতুন করে আমাদের দেশের নাম উঠবে বিশ্ব মানচিত্রে!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.