![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথিক। ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগিয়ে নতুন করে স্বপ্ন নিয়ে চলা এক পথিক। কারো ভালোবাসার জন্য অন্তত পথে অপেক্ষমান এক পথিক। আমি নিজেকে খুজেঁ পাওয়ার প্রত্যয়ে চলা এক পথিক
আসলে জীবনটা বড় অদ্ভুত!!
জীবনের প্রতিটি মোরেই সারপ্রাইজ
অপেক্ষা করে।
এই সারপ্রাইজ কারো জন্য সুখের
অনূভুতি নিয়ে আসে কিংবা কারো জন্য
দুখের অনূভুতি নিয়ে আসে।
কেনো জানি আজ দুই তিন বছর আগের
স্মৃতি মনের গহীনে উকি দিচ্ছে আর
বলছে পাইরেটস তুই আগেই
ভালো ছিলি!!
তুই আর আগের সেই পাইরেটস নাইরে!
হ্যাঁ আমি আসলেই আর আগের মতো নাই।
হারিয়ে গেছি আমি।
সময় স্রোতের অতল গহ্বরে দুই বছর আগের
দুরন্ত এক পাই পাইরেটস আজ বড় নিস্ব। খুব
বেশী নিসঙ্গ
একটা সময় বাসার
ছাদে খোলা আকাশের
নীচে বসে গলা ছেড়ে গান
গাইতাম,ফুলদের গান,পাখিদের
গান,স্বপ্নযাত্রার গান। আর এখন! !!গান
গাইতে ভয় পাই
ছোটবেলায় দুরন্ত ছিলাম নিয়মিত
খেলাধূলা করতাম।
ক্রিকেট,ফুটবলে আমাকে টেক্কা দেয়ার
কেউ ছিলোনা তখন।
স্কুলে ভালো খেলোয়াড়
হিসেবে পরিচিত ছিলো।
খেলেছি জুনিয়র ন্যাশনাল এথলেটিক।
জেলা পর্যায়েও খেলেছি।
ভালো জ্যাভলিন থ্রোয়ার
হিসেবে সুনাম ছিলো
স্কুলের এথলেটিকে দুইবার চ্যাম্পিয়ন
হয়েছি।
এসবই আজ অতীত
আর আমি ছিটকে পড়েছি জীবন যুদ্ধের
এথলেট ট্র্যাক থেকে
কিছুতেই আর পেরে উঠতে পারছিনা।
আর এসবই আমার জীবনের সবচেয়ে বড়
সারপ্রাইজ
যা হারিয়ে দিয়েছে আমাকে আমারই
কাছে
২| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
আজমান আন্দালিব বলেছেন: বর্তমানটাই ইম্পর্টেন্ট। নিঃস্ব হওয়ার কিছুই নেই যতদিন নিঃশ্বাস আছে।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯
আব্দুর রব প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভাই :-)
৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:১০
অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই লিখেছেন ।
শুভেচ্ছা রইল
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
আব্দুর রব প্রান্ত বলেছেন: দোয়া করবেন ভাই। :-) ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
সকাল হাসান বলেছেন: সবাই আগেই ভাল ছিল! এটাই ধারনা করে সবাই!
দুই বছর পর মনে হবে এখনের সময়টাতেই ভাল ছিলেন আপনি!
এটা আসলে সবসময়ই মনে হবে যে, আগেই ভাল ছিলেন!
কিন্তু আপনি আসলে ভাল আছেন সবসময়ই!