নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদিন ঐ আকাশ ছুবো!!!!দেখে নিয়ো ……………

আব্দুর রব প্রান্ত

আমি পথিক। ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগিয়ে নতুন করে স্বপ্ন নিয়ে চলা এক পথিক। কারো ভালোবাসার জন্য অন্তত পথে অপেক্ষমান এক পথিক। আমি নিজেকে খুজেঁ পাওয়ার প্রত্যয়ে চলা এক পথিক

আব্দুর রব প্রান্ত › বিস্তারিত পোস্টঃ

সুন্দরপুরের গল্প ০১

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

বেলা উঠিবার আগেই আজ ঘুন ভাঙ্গিয়া গেলো মন্টুর্। প্রত্যেকদিন এমনটা হয়না তাহার্। হাজার বার কেনো লক্ষ কোটিবার চেষ্টা করিয়াও সূর্য উঠিবার আগে উঠিতেই পারেনা। মন্টু, সুন্দরপুরের দরিদ্র এক চাষার ঘরে যাহার জন্ম।বয়স বারো কি পনের তাহা মন্টুকে সামনাসামনি দেখিয়া কেউই ঠাওর করিতে পারিবেনা। তাহার চেহারার মাঝে না আছে তারুণ্য না আছে লাবণ্য!! চাষার ছেলের আবার কিসের লাবণ্য তারুণ্য? ??:-) .
.
গ্রামের নামটা সুন্দরপুর হইলে কি হবে এই গ্রামের ত্রিসীমানার মাঝে সৌন্দর্যের বালাই নাই। দূর থেকে দেখলেই যে কেউই বলে দিতে পারে ইহা প্রকৃত পক্ষে কোনো গ্রামই না। ইহা হয়তো কোনো উদ্বাস্তু শিবির!!! এই গ্রামের লোকেরা এমনই দরিদ্র। নুন আনতে যাহাদের পান্তা ফুরায় তাহাদের আবার কিসের নাম লইয়া মাতামাতি? ??
.
আজ সকাল সকাল বিছানা থেকে উঠিয়াই মন্টুর মনে পড়িয়া গেলো শাপলা তুলিবার কথা। আজ কেহ একজন শাপলা তুলিতে আসিবে গ্রামের শেষ কোনে যুগ যুগ ধরিয়া বহমান মন্ডুর বিলে।মন্ডুর বিল!! নামখানা অদ্ভুত মনে হইলেও ইহার নামকরণের ইতিহাস অনেকটা বিষাদের!!
.
সেই সেন যুগের কথা! জমিদার রামলক্ষণের শখ হইলো প্রজাদের সুবিধার জন্য একখানা খাল খনন করিবে। যেই কথা সেই কাজ। খাল কাটিবার জন্য গ্রামের লোকেরা কাধেঁ কাধ মিলাইয়া নামিলো। দিন রাত কষ্ট করিয়া খাল কাটিয়া শেষ করিলো। কিন্তু কিছুতেই খালে পানি জমানো যাইতেছিলোনা।
হঠাৎ এক রাতে রামলক্ষণ স্বপ্নে দেখিলো জলপরী আসিয়া বলিতেছে খালে পানির বদলে রামকে নিজের মন্ডু বির্সজন দিতে হইবে। স্বপ্ন দেখিয়া রাম প্রজাদের কল্যাণে.নিজের মন্ডু বিসর্জন দিয়া দিলো আর সেই থেকে খালের নাম হইয়া গেলো মন্ডুর খাল। দিন বাড়িবার সাথে খালখানা বিলে পরিনত হইয়া গেলো, দখল করিয়া নিলো বিশাল এলাকা। .
মন্ডুর বিলে প্রতিদিন শাপলা তুলিতে আসে টিংকু, রোটন, সাথে মাঝে মাঝে আসে টিংকুর কিশোরী বোন জোনাকি!!
শ্যামবর্ণ গায়ের রং, মাথাভর্তি কালো চিকচিকে চুল। দূর থেকে কেউ দেখিলে ভাববে নিশ্চয়ই মাথায় তেল দিয়া মাথা চুবিয়ে রাখিয়াছে কিন্তু না। রাতের জোনাকির মতোই উজ্জ্বল তাহার চুল, মুখের হাসি যা দেখিয়া যে কোনো মানুষই পাগল হইতে বাধ্য!!.
.
দ্রুত দরজার ছিপ খানা খুলিয়া, লুঙ্গিটা হাটুতে বাধিয়া একটা মেছওয়াক হাতে লইয়া দাত ঘষিতে ঘষিতে বিলের রাস্তায় পা বাড়াইল মন্টু। সকালের সুর্য খানার মুখ এখনও দেখা যাইতেছেনা। দূরের ঐ সুখ তারাটি এখনো বেশ উজ্জ্বল উজ্জ্বল তারাটি দেখে হঠাৎই মন্টুর মনে গান জাগিয়া উঠে!!
আকাবাকা পথে ঘাসে পা ফেলিতে ফেলিতে মন্টু গলা ছাড়িয়া গাইতে থাকে ……… " আশা ছিলো মনে বন্ধু,
হাটবো তোরি সনে,
আমার মনেই রইলি বন্ধু
উড়াল দিলি কোনে??? """
.
(চলবে)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

কালনী নদী বলেছেন: শ্যামবর্ণ গায়ের রং, মাথাভর্তি কালো চিকচিকে চুল। দূর থেকে কেউ দেখিলে ভাববে নিশ্চয়ই মাথায় তেল দিয়া মাথা চুবিয়ে রাখিয়াছে কিন্তু না। রাতের জোনাকির মতোই উজ্জ্বল তাহার চুল, মুখের হাসি যা দেখিয়া যে কোনো মানুষই পাগল হইতে বাধ্য!!.
বাহ অসাধারন শুরু ভাইয়া আপনি চালিয়ে যান আশা করি প্রথম থেকেই শেষ পর্যন্ত আমাকে আপনার সাথেই পাবেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

আব্দুর রব প্রান্ত বলেছেন: :-) ধন্যবাদ ভাইয়া। দুয়া করবেন। :-)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার।
পড়া শুরু করে আর থামতে পারলাম না, একটানে শেষ করে ফেললাম। মাঝেমাঝে গুরুচণ্ডালী গুরুচণ্ডালী ভাব ছিল মনে হচ্ছে, তবে গল্পটা এতোই জমাট যে সেটা আর পরে অনুভব করিনি।
আরেকটু বেশি করে দিতে পারতেন!
চলুক। সাথে আছি। আর অনুসরণ করছি আপনাকে। আশা করছি, নিরাশ করবেন না।
শুভ নববসন্ত

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

আব্দুর রব প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভাই। আশাকরি পরবর্তী সময়ে ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যাবো

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

আব্দুর রব প্রান্ত বলেছেন: :-( পরের পর্বে ভুল গুলো শুধরে নিয়ে লিখবো ভাই :-)

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

জনৈক অচম ভুত বলেছেন: বাহ, ভাল লিখেছেন বটে। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

আব্দুর রব প্রান্ত বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.