![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পথিক। ভেঙ্গে যাওয়া স্বপ্নকে জোড়া লাগিয়ে নতুন করে স্বপ্ন নিয়ে চলা এক পথিক। কারো ভালোবাসার জন্য অন্তত পথে অপেক্ষমান এক পথিক। আমি নিজেকে খুজেঁ পাওয়ার প্রত্যয়ে চলা এক পথিক
বালিকা চেয়ে দেখো,
তোমার জন্য পাড়ার মোড়ে হাজারো বালক ভালোবাসার পশরা সাজিয়ে বসেছে।শুধু তুমি আসবে বলে……
আর আমি?? সে না হয় নাই বা বললাম!!!
বালিকা চেয়ে দেখো,
তোমার জন্য রমনার বটমূলে ভালোবাসার ফুল হাতে হাজারো বালকের আগমন ঘটেছে। শুধুই তুমি আসবে বলে………
আর আমি??
হাজারো বালকের ভীড় ঠেলে সামনে এগিয়ে যাবোনা!!সে সাহস আমার নেই।
হয়তো তোমার জন্য কোনো এক নিরিবিলি বটতলায় বসে ভালোবাসার ক্যনভাসে তোমার ঐ হাসিমাখা মুখখানি জলতুলিতে আঁকছিলাম।
তুমি কি জানো???
তোমার ভালোবাসার জন্য মসজিদ,মন্দির,প্
যাগোডা,চার্চে প্রতিনিয়তই হাজারো বালকের প্রার্থনার প্রতিধ্বনি ওঠে। আমি হয়তো তাদের ভীড় ঠেলে প্রার্থনা করবোনা।
তুমি আছো আমার হৃদয় মাঝে। যেখানে তোমার জন্য গড়া হয়েছে অগনিত মসজিদ, মন্দির ,চার্চ ,প্যাগোডা। তোমারই প্রতীক্ষার প্রহরে আজও আমি্,
তুমি আসোনি সেদিন । জানি হয়তো আসবেনা কখনোই।
তাতে কি?
ভেবোনা আমার ভালোবাসা ফুরিয়ে যাবে।
কিন্তু না। কখনোই না। হয়তো বয়সের ভীড়ে সময়ের স্রোতে তোমার জন্য জমিয়ে রাখা আবেগটুকু হারিয়ে যাবে।
তাইবলে ভেবোনা ভালোবাসাটুকুও ফুরিয়ে যাবে।
বালিকা জেনে রাখো তোমার অপেক্ষায় আজও প্রহর গুনী,
তুমি আসবে বলে ………
ভালোবাসবে বলে ………
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৫
ছেড়া বস্তা বলেছেন: হাজারো বালকের ভীড় ঠেলে সামনে এগিয়ে যাবোনা!!সে সাহস আমার নেই।
ভালো লেগেছে ভাই।