নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপ্লবী আমি চির সৈনিক\n\nচির দুর্জয়, চির নির্ভীক

জিসান আহমেদ অরিন

মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর

জিসান আহমেদ অরিন › বিস্তারিত পোস্টঃ

মেহেদী পাতার আছে যত গুন!

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯

মেহেদি পাতার ঔষধি গুণ: কৃমি হলে মেহেদি পাতা ভিজিয়ে রেখে সেই পানি সকালে খালি পেটে খেলে কৃমি মজে যায়। প্রস্রাবে জ্বালাপোড়া করলে মেহেদি পাতা,নিম গাছে ছাল,আনারসের ডগা,কাঞ্চন পাতা,এলাচ,লং,গোল মরিচ এক সাথে ছেঁচে রস করে চিনি মিশিয়ে কাপড় দিয়ে ছেকে দিনে তিন বার ভাত খাওয়ার আগে আধা কাপ পরিমাণ খেলে এই রোগ উপশম হয়। চোখ উঠলে মেহেদি পাতার রস করে সকালে খালি পেটে খেলে ব্যথা কমে যায়। চোখ উঠলে মেহেদি ফুলের পানি চোখে ছিটিয়ে দিলে চোখের সমস্যা দূর হয়ে যায়। ফুল তুলে এক কাপ পানিতে রাত্রে ভিজিয়ে রাখতে হবে সকালে ঘুম থেকে উঠে সেই ফুল ভিজানো পানি চোখে ছিটিয়ে দিলে ভাল উপকার পাওয়া যায়। মেহেদি গাছের বীজ,কাঁচা হলুদ,সাজনা গাছের মূল একসাথে বেটে এক ছটাক পরিমাণ রস মাসিক হওয়ার পর খেলে বাচ্চা হয়না। মাথায় খুসকি হলে বা চুল উঠলে মেহেদি পাতার রস চুলে লাগালে ভাল উপকার পাওয়া যায়। চুল উঠে যাওয়া ও পাকা রোধে মেহেদি কার্যকর। চুল উঠে যাওয়া ও পাকায়, মেহেদি পাতা একটি হরিতকী সহ থোঁতো করে পানিতে সিদ্ধ করে ছেকে নিয়ে ঠান্ডা করে সপ্তাহে দুদিন মাথায় লাগালে চুল উঠে যাওয়া ও পাকা বন্ধ হয়। একজিমা হলে মেহেদি পাতা,অশ্বমূল ও আদা এক সাথে বেটে একটু গরম করে দিনে ৩ বার মাখলে একজিমা ভাল হয়ে যায়। এ ভাবে ৭ দিন ব্যবহার করতে হয়। জন্ডিস হলে মেহেদি পাতার রস আখের গুড় মিশিয়ে খেলে জন্ডিস ভাল হয়। প্রতিদিন সকালে ও বিকেলে ১ গ্লাস খেতে হয়। মেহেদি গাছের মূল আধাকুচা আতপ চাল ধোয়া পানি দিয়ে ঘষে চা চামচের দশ চামচ চালধোয়া পানি সকালে বিকেলে ২ বার খেতে হয়। এই ভাবেই ৫ দিন খেতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.