![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর
এই স্বর্গভূমি আমার মা
এর একটি কণাও
আমি কাউকে দেবো না,
মায়ের শরীর কেউ বেঁচে না,
যে বেঁচে সে মানুষ না
সে নিখাঁদ হায়েনা।
এই মাটি,ফসলের এই ঘ্রাণ,গানেই
ঘুমায় আমার পিতা,
তাঁর বিদ্রোহী পূর্বপুরুষেরা,
তাঁদের রক্তে-ঘামে বোনা
সুবর্ণ এই জমিন
আমি বর্গা দেব না,
পিতার রক্ত ঘাম কেউ
নিলামে তুলে না,
যে তোলে সে মানুষ না,
সে হিংস্র হায়েনা।
........................
©somewhere in net ltd.